1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ব্যাংকের চেকপয়েন্টে গুলি, নিহত এক শিশু

৮ জানুয়ারি ২০২৪

একটি গাড়িকে আটকাতে গুলি চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গুলিতে নিহত একটি তিন বছরের ফিলিস্তিনি শিশু।

গাজায় সাংবাদিকের মৃত্যু
ইসরায়েলের বিমান হামলায় গাজায় সাংবাদিকের মৃত্যুছবি: Mohammed Salem/REUTERS

ইসরায়েলের প্যারামেডিকেরা জানিয়েছেন নিহত মেয়েটির বয়স তিন বছর। তবে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে মেয়েটির বয়স চার বছর।

ঘটনার সূত্রপাত রোববার। ওয়েস্ট ব্যাংকে চেকপোস্ট তৈরি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। অভিযোগ, একটি গাড়ি চেকপোস্টে না থেমে দ্রুতবেগে অফিসারদের দিকে ধেয়ে আসে। গাড়িটি লক্ষ্য কর গুলি চালানো হয়। তাকে এক ব্যক্তি ও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ওই ঘটনাতেই একটি গুলি গিয়ে লাগে তিন বা চার বছর বয়সি একটি মেয়ের গায়ে। ইসরায়েলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তৎক্ষণাৎ ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

বড্ড বেশি বেসামরিক মানুষের মৃত্যু

মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, গাজায় বড্ড বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এবিষয়ে ইসরায়েলের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন। রোববারেই কাতারে পৌঁছেছেন ব্লিংকেন। সেখানে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। শুধু তা-ই নয়, আল জাজিরার দুই সাংবাদিকের মৃত্যু নিয়েও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এই ঘটনা ভয়াবহ।

উল্লেখ্য, আল জাজিরার দুই সাংবাদিক হামজা এবং মুস্তাফার মৃত্যু হয়েছে রোববার। গাজায় তারা সংবাদ সংগ্রহ করতে গেছিলেন। রোববার একটি বিমান হামলায় তাদের মৃত্যু হয়। কাতারে সাংবাদিক সম্মেলন করার সময় তাদের মৃত্যু নিয়ে মন্তব্য করেন ব্লিংকেন।

ব্লিংকেন জানিয়েছেন, ফিলিস্তিনিদের ঘরে ফেরার সুযোগ দেওয়া উচিত। গাজা থেকে তাদের সরিয়ে দেয়া অন্যায় হবে। বস্তুত ওই একই সাংবাদিক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, লেবাননে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনা শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছে। উল্লেখ্য, কাতারই হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করছে।

এই সপ্তাহের শেষের দিকে ব্লিংকেন আরো একবার ইসরায়েল সফরে যাবেন। সেখানে ইসরায়েলের প্রশাসনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ