1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি রক্ষী হত, গ্রেপ্তার বহু

২ মে ২০২২

ওয়েস্ট ব্যাংকে বন্দুকধারির গুলিতে ইসরায়েলি রক্ষীর মৃত্যুর পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড এই হত্যার দায় নিয়েছে।

রক্ষীকে গুলি করার পর ওই এলাকায় সুরক্ষা বাড়ানো হয়েছে।
রক্ষীকে গুলি করার পর ওই এলাকায় সুরক্ষা বাড়ানো হয়েছে। ছবি: JAAFAR ASHTIYEH/AFP

ওয়েস্ট ব্যাংকের ইহুদি বসতিতে এই ঘটনা ঘটে। ওয়েস্ট ব্যাংকের চরমপন্থি গোষ্ঠী আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড এই আক্রমণের দায় নিয়েছে। জেরুসালেমে আল আকসা মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি যে সংঘর্ষ হয়েছে, তার প্রতিবাদেই তারা এই কাজ করেছে বলে দাবি করেছে। আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

রক্ষীর মৃত্যু

ইসরায়েলের সেনা জানিয়েছে, চলন্ত গাড়ি থেকে দুই জন ওই রক্ষীকে লক্ষ্য করে গুলি চালায়। একটি ইসরায়েলি বসতির প্রবেশপথে ওই রক্ষী ছিলেন। এমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে, গুলির আঘাতের ফলে ওই যুবক রক্ষীর মৃত্যু হয়।

এই ঘটনার পরেই ওই এলাকায়, বিশেষ করে ফিলিস্তিনি বসতিতে প্রহরা বাড়ানো হয়েছে। শনিবার থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। 

দায়স্বীকার

আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা পিএলও-র ফাতাহ গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের দাবি, জেরুসালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী যে কাজ করেছে, তার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে।

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ