1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ব্যাঙ্কে পরিচয়পত্র দেবে ইসরায়েল

২০ অক্টোবর ২০২১

বিতর্কিত ওয়েস্ট ব্যাঙ্কে চার হাজার নাগরিককে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যা দেখিয়ে ইসরায়েলের চেকপোস্ট পার করা সম্ভব।

ওয়েস্ট ব্যাঙ্ক
ছবি: AFP/M. Al Shaer

ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে বিতর্কের শেষ নেই। মঙ্গলবার ইসরায়েলের সিদ্ধান্ত সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এদিন ইসরায়েল সরকার জানিয়েছে, কিছুদিনের মধ্যেই ওয়েস্ট ব্যাঙ্কের চার হাজার বাসিন্দার হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়া হবে। যা দেখিয়ে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন ফিলিস্তিনিরা। বস্তুত, এতদিন তাদের ইসরায়েলের চেকপোস্টে আটকে দেওয়া হতো।

ইসরায়েলের দাবি, এর ফলে গাজা থেকে পশ্চিম তীরে চলে আসা অন্তত আড়াই হাজার মানুষ উপকৃত হবেন। ফিলিস্তিনের অভ্যন্তরীন সংঘাতে ওই ব্যক্তিরা ওয়েস্ট ব্যাঙ্কে পালিয়ে এসেছিলেন। মূলত হামাসের সঙ্গে সংঘাত হয়েছিল তাদের। নতুন পরিচয়পত্র তাদের জীবন সুরক্ষিত করবে বলেও ইসরায়েলের দাবি। বিষয়টিকে মানবিক পদক্ষেপ হিসেবেই দেখানোর চেষ্টা করছে ইসরায়েল। ফিলিস্তিনের বর্তমান প্রশাসনও বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, এর ফলে ওয়েস্ট ব্যাঙ্কে বাস করা ফিলিস্তিনিদের চলাফেরায় সুবিধা হবে।

বিরোধীদের বক্তব্য

ইসরায়েল-বিরোধীদের বক্তব্য, ১৯৬৭ সালে অবৈধভাবে ওয়েস্ট ব্যাঙ্কের দখল নিয়েছিল ইসরায়েল। সেই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। ওয়েস্ট ব্যাঙ্ককে কার্যত ঘিরে রেখে দিয়েছে তারা। সেখানে অবৈধভাবে চার লাখেরও বেশি ইহুদি ইসরায়েলি বসবাস করছে। আন্তর্জাতিক আইনও তাদের বসবাসকে মান্যতা দেয়নি। এই পরিস্থিতিতে ওয়েস্ট ব্যাঙ্কে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য পরিচয়পত্র তৈরি করে নিজেদের অধিকার আরো খানিকটা বাড়িয়ে নিতে চাইছে ইসরায়েল।

২০০৮-০৯ সালে ৩২ হাজার ফিলিস্তিনিকে রি-ইউনিফিকেশন পারমিট দিয়েছিল ইসরায়েল। তারপর ২০২১ সালে ফের চার হাজার ফিলিস্তিনিকে পরিচয়পত্র দেওয়ার ঘোষণা করলো ইসরায়েল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ