বিতর্কিত ওয়েস্ট ব্যাঙ্কে চার হাজার নাগরিককে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যা দেখিয়ে ইসরায়েলের চেকপোস্ট পার করা সম্ভব।
বিজ্ঞাপন
ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে বিতর্কের শেষ নেই। মঙ্গলবার ইসরায়েলের সিদ্ধান্ত সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এদিন ইসরায়েল সরকার জানিয়েছে, কিছুদিনের মধ্যেই ওয়েস্ট ব্যাঙ্কের চার হাজার বাসিন্দার হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়া হবে। যা দেখিয়ে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন ফিলিস্তিনিরা। বস্তুত, এতদিন তাদের ইসরায়েলের চেকপোস্টে আটকে দেওয়া হতো।
ফিলিস্তিন ও ইসরায়েল: যে সম্পর্ক বিভাজনের
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস ঘুরেছেন ডয়চে ভেলের সাংবাদিক জুলফিকার এবানি৷ তুলে এনেছেন সেখানকার মানুষের জীবনযাত্রা আর পাশাপাশি থেকে ইসরায়েলিদের সাথে তাদের যোজন যোজন দুরত্বের চিত্র৷
ছবি: DW/Zulfikar Abbany
ডাক টিকিট কিংবা ক্রেডিট কার্ড
পশ্চিম তীরে নাবলুসের একটি সড়ক৷ পাশেই ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের কোনো ডাক টিকিট চলে না সেখানে৷ আবার বিপরীতে ইসরায়েলের কোনো ক্রেডিট কার্ড আপনি ফিলিস্তিনে ব্যবহার করতে পারবেন না৷ ওয়ার্ল্ড অফ হোটেলে অবস্থানকালে ডয়চে ভেলের জুলফিকার এবানিকে সেখানকার ক্রেডিট কার্ড কোম্পানির পাঠানো বার্তায় লেখা হয়েছে, ‘‘অবস্থান প্যালেস্টাইন অঞ্চলে৷ লেনদেন সম্ভব নয়৷ আপনি কার্ডটি এই দেশে ব্যবহার করতে পারবেন না৷’’
ছবি: DW/Zulfikar Abbany
বিভাজনের দেয়াল
জুলফিকার এবানি ফিলিস্তিনে অবস্থান করেছেন ‘ওয়ার্ল্ড অফ হোটেলে’৷ তাঁর ভাষায় বিশ্বের সবচেয়ে ‘নিকৃষ্ট দৃশ্য’ অবলোকন করা যায় হোটেলটি থেকে৷ ফিলিস্তিন থেকে যে দেয়াল পৃথক করেছে ইসরায়েলকে সেটি দেখতে পাবেন এই হোটেলের জানালা দিয়ে৷
ছবি: DW/Zulfikar Abbany
চাকুরি না বিদ্যা?
আন-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি ফিলিস্তিনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়৷ ছবিতে ১৯৮৬ সালে প্রকাশিত বিশ্ববিদ্যালয়টির একটি নিউজলেটার দেখা যাচ্ছে৷ যার শিরোনাম ছিল ‘দখলদারিত্বের ১৯ বছর’৷ ফিলিস্তিনের ৪০ ভাগ স্নাতোকোত্তরই বেকার৷ যার কারণে বিশ্ববিদ্যালয়টি চাকুরি সংকট আছে এমন কিছু বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা বন্ধ করে দিচ্ছে৷ জোর দেয়া হচ্ছে গণিত আর প্রকৌশলে৷
ছবি: DW/Zulfikar Abbany
যে বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন বিশ্ব থেকে
আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক নাহের নাতসেহ৷ ফিলিস্তিনের অন্য বিজ্ঞানীদের মতো তিনিও একটা সময় পর্যন্ত বিদেশে থেকে ফিরে এসেছেন দেশে৷ তাঁর জন্ম জেরুজালেমে৷ কাজ করেছেন মিশরের কায়রো, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে৷ নাহের নাতসেহ জানান বিশ্ববিদ্যালয়টিতে কোন আন্তর্জাতিক শিক্ষার্থীকে তারা আমন্ত্রণ জানাতে পারেন না৷ এমন কি নিরাপত্তার কারণে ইসরায়েলিদের আনা সম্ভব না৷
ছবি: DW/Z. Abbany
তবুও বড় স্বপ্ন
সীমাবদ্ধতা সত্ত্বেও আরবের শীর্ষ দুই ভাগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে আন-নাজাহর পরিচালকরা৷ যদিও সেসব বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েকগুণ কম বাজেট নিয়েই চলছেন তারা৷ তবে আন-নাজাহর কমপ্লেক্স কিন্তু বেশ আধুনিক আর দৃষ্টিনন্দন৷ যেমনটা ছবিতে দেখা যাচ্ছে৷
ছবি: DW/Zulfikar Abbany
ফিলিস্তিনের কাঁচা বাজার
এটি ফিলিস্তিনের একটি কাঁচা বাজার৷ কিন্তু এখানকার ব্যবসায়ী আর বাসিন্দারা প্রায়ই ইসরায়েলি সৈন্যদের তল্লাশীর মধ্যে পড়েন বলে জানান ব্যবসায়ীরা৷
ছবি: DW/Zulfikar Abbany
কানাফে বা কুনাফার স্বাদ
ফিলিস্তিনের একটি রেস্টুরেন্টের ছবি৷ সেখানে বেশ জনপ্রিয় কানাফে৷ যা কুনাফা নামেও পরিচিত৷ এটি মূলত এক ধরনের মিষ্টান্ন যা শুধু ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যেই সমান জনপ্রিয়৷
ছবি: DW/Zulfikar Abbany
অদৃশ্য সীমান্ত
ফিলিস্তিনের ব্যস্ত কোন বাজার বা পথ ধরে হাটতে গিয়ে ঢুকে পড়তে পারেন ইসরাইলে৷ যেমন এই মার্কেটটি৷ এর এক পাশে ফিলিস্তিন অন্য পাশে ইসরায়েল৷ তবে ইসরায়েল অংশে ট্যাংক কিংবা ভারি যানবাহন নিয়ে সবসময় প্রহরায় থাকে সেনারা৷
ছবি: DW/Zulfikar Abbany
8 ছবি1 | 8
ইসরায়েলের দাবি, এর ফলে গাজা থেকে পশ্চিম তীরে চলে আসা অন্তত আড়াই হাজার মানুষ উপকৃত হবেন। ফিলিস্তিনের অভ্যন্তরীন সংঘাতে ওই ব্যক্তিরা ওয়েস্ট ব্যাঙ্কে পালিয়ে এসেছিলেন। মূলত হামাসের সঙ্গে সংঘাত হয়েছিল তাদের। নতুন পরিচয়পত্র তাদের জীবন সুরক্ষিত করবে বলেও ইসরায়েলের দাবি। বিষয়টিকে মানবিক পদক্ষেপ হিসেবেই দেখানোর চেষ্টা করছে ইসরায়েল। ফিলিস্তিনের বর্তমান প্রশাসনও বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, এর ফলে ওয়েস্ট ব্যাঙ্কে বাস করা ফিলিস্তিনিদের চলাফেরায় সুবিধা হবে।
বিরোধীদের বক্তব্য
ইসরায়েল-বিরোধীদের বক্তব্য, ১৯৬৭ সালে অবৈধভাবে ওয়েস্ট ব্যাঙ্কের দখল নিয়েছিল ইসরায়েল। সেই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। ওয়েস্ট ব্যাঙ্ককে কার্যত ঘিরে রেখে দিয়েছে তারা। সেখানে অবৈধভাবে চার লাখেরও বেশি ইহুদি ইসরায়েলি বসবাস করছে। আন্তর্জাতিক আইনও তাদের বসবাসকে মান্যতা দেয়নি। এই পরিস্থিতিতে ওয়েস্ট ব্যাঙ্কে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য পরিচয়পত্র তৈরি করে নিজেদের অধিকার আরো খানিকটা বাড়িয়ে নিতে চাইছে ইসরায়েল।
২০০৮-০৯ সালে ৩২ হাজার ফিলিস্তিনিকে রি-ইউনিফিকেশন পারমিট দিয়েছিল ইসরায়েল। তারপর ২০২১ সালে ফের চার হাজার ফিলিস্তিনিকে পরিচয়পত্র দেওয়ার ঘোষণা করলো ইসরায়েল।