ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের বাড়ি তৈরি ভালো চোখে দেখছে না বাইডেন প্রশাসন। মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছে অ্যামেরিকা।
বিজ্ঞাপন
ইসরায়েল নিয়ে কি নিজেদের অবস্থান বদল করছে অ্যামেরিকা? এ প্রশ্ন উঠছে। কারণ, ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের বাড়ি তৈরির প্রকল্প অ্যামেরিকা সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলকে ওই প্রকল্প বন্ধ করার পরামর্শও দেওয়া হয়েছে। যদিও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই প্রকল্পকে সমর্থন করেছিলেন। সে সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়েস্ট ব্যাঙ্কে এমন প্রকল্প দেখতেও গিয়েছিলেন।
পশ্চিম তীরে বসতি উচ্ছেদ ও লেবাননে বিমান হামলা
বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে ফিলিস্তিনিদের বসতি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল৷ এসময় সেখানে সংঘাতের ঘটনা ঘটে৷ এদিকে একই দিনে লেবানন থেকে ছোঁড়া রকেটের জবাবে সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
গুড়িয়ে দেয়া ভবন
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে হেবরনের কাছে অবস্থিত ফিলিস্তিনিদের বসতি ভারি যন্ত্র দিয়ে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
পুলিশি অবস্থান
এসময় নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হয় সীমান্ত পুলিশের সদস্যদের৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
আটক
এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়৷ ছবিতে ইসরায়েলের বাহিনীর হাতে আটক এক ফিলিস্তিনিকে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
অসহায়ত্ব
বসতি উচ্ছেদ ও তার জের ধরে চলছিল সংঘাত৷ ছবিতে ফিলিস্তিনের এক নারীকে ইসরায়েলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কাঁদতে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
সাউন্ড গ্রেনেড
সংঘাত চলাকালে ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলের সীমান্ত পুলিশের এক সদস্যকে সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
টিয়ার গ্যাস
বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
সতর্ক অবস্থান
সংঘাত চলাকালে ফিলিস্তিনিদের দিকে অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে ইসরায়েলের দুই পুলিশ সদস্য৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
লেবানন থেকে রকেট
বুধবার প্রতিবেশি লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোঁড়ার ঘটনা ঘটেছে৷ দুইটি রকেটই উন্মুক্ত স্থানে পড়ে৷ হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ৷ তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে রকেট ছোঁড়া হয়েছিল ইরান সমর্থিত হেজবুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রিত দক্ষিণ লেবানন থেকে৷
ছবি: Karamallah Daher/REUTERS
ইসরায়েলের জবাব
এই ঘটনার পর প্রথমে ভূমি থেকে লেবাননে গোলা ছোঁড়ে ইসরায়েল৷ এরপর ‘রকেট হামলার স্থান ও সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা’ চালানো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ ছবিতে দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তের কাছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহর দেখা যাচ্ছে৷
ছবি: Aziz Taher/REUTERS
লেবাননের প্রতিক্রিয়া
ইসরায়েলের হামলার ঘটনায় কোন হতাহত হয়নি বলে দাবি করেছে হেজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশন৷ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এই হামলাকে তার দেশের প্রতি ইসরায়েলের আগ্রাসী মনোভাব হিসেবে অভিহিত করেছেন৷ তিনি একে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশনের বরখেলাপ বলেও টুইটে উল্লেখ করেন৷
ছবি: Aziz Taher/REUTERS
10 ছবি1 | 10
সম্প্রতি একটি সরকারি টেন্ডার নোটিস প্রকাশ করেছে ইসরায়েল সরকার। যাতে বলা হয়েছে, ১৩০০ টি ফ্ল্যাটের হাউসিং তৈরি হবে ওয়েস্ট ব্যাঙ্কে। দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে রেখেছে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক আইন এই দখলদারিকে মান্যতা দেয়নি। আন্তর্জাতিক আইনের চোখে ওই জমি ফিলিস্তিনের। কিন্তু যত দিন যাচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে ইসরায়েল। এখনই সেখানে চার লাখ ৭৫ হাজার ইহুদি বসবাস করেন। ইসরায়েলের নতুন সরকারের আবাসমন্ত্রী, অতি দক্ষিণপন্থি দলের নেতা জিব এলকিন বলেছেন, ''ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদিদের অস্তিত্ব তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সরকার এগোচ্ছে।''
হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস এর তীব্র বিরোধিতা করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ''ইসরায়েলের এই কাজের বিরোধিতা করে অ্যামেরিকা। এর ফলে টু স্টেট সমাধানের যে চেষ্টা চলছে, তা ক্ষতিগ্রস্ত হবে। ওই অঞ্চলে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে।''
একসময়ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করতো অ্যামেরিকা। ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিষয়েই মুখ খুলত না মার্কিন প্রশাসন। কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে এ নিয়ে ক্রমশ অসন্তোষ বাড়ছিল। বাইডেন প্রশাসনের উপর সেই চাপ যথেষ্টই ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সে কারণেই মনে করা হচ্ছে, ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে প্রকাশ্যে এই সমালোচনা করল অ্যামেরিকা। বস্তুত, ফিলিস্তিনের প্রশাসনও এ বিষয়ে অ্যামেরিকার হস্তক্ষেপ দাবি করেছিল।