1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংক্রিটের ব্লক সরিয়ে সুড়ঙ্গ-বাড়ি

১৭ মে ২০১৭

কংক্রিটের ব্লক উল্টে পাওয়া গেল একটি সুড়ঙ্গ৷ সেই পথ ধরে এগুতেই দেখা মিললো একটি বাড়ি৷ অনেকগুলো রুমে সাজানো সেই বাড়িতে রয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনকি বাতাস চলাচলের ব্যবস্থাও রয়েছে৷

Screenshot Youtube- I found a fully stocked underground safe house...
ছবি: Youtube

এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে৷ শিই নামে একটি চ্যানেল থেকে গত ৫ মে ভিডিওটি আপলোড করা হয়৷

ভিডিওটির শুরুতে সুড়ঙ্গের ভেতরে মাটিতে রাখা জলন্ত টর্চের আলোতে মোবাইল নিয়ে কাজ করতে দেখা যায় ওই ব্যক্তিকে৷ এটা শেষ হতেই ভিডিওতে একটি শিরোনাম ভেসে ওঠে, ‘ডিপ আন্ডার এ ওয়ার্কিং ফ্যাক্টরি’৷

এরপর ওই ব্যক্তি লাইটটি হাতে নিয়ে সুরঙ্গ ধরে এগিয়ে যেতে থাকেন৷ সুড়ঙ্গের শেষ মাথায় বেশ শক্তিশালী দুই স্তরের লোহার দরজা দেখা যায়৷ যার একটি খোলা থাকলেও অপরটিতে ছিল তিনটি লোহার জানালা৷

দরজা খুলে এই পথ ধরে ব্যক্তি পৌঁছে যান একটি বাড়িতে৷ টর্চের আলোতে ১৫ মিনিট হাতড়ানোর পর ওই ব্যক্তি পেয়ে যান বিদ্যুতের সুইচও৷ আলো জ্বালানোর পর তিনি নিজেকে এলোমেলো নানা জিনিসপত্রে ঠাসা একটি রুমে আবিষ্কার করেন৷

বাড়িতে অনেকগুলো কক্ষ রয়েছে৷ যেখানে এলোমেলো কক্ষ যেমন রয়েছে, তেমনি সাজানো-গুছানো কক্ষও রয়েছে৷ আপলোড করাভিডিও-র সঙ্গে এর একটি বর্ণনাও রয়েছে৷ যেখানে বলা হয়, শহরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি কারখানা এলাকায় হাঁটার সময় আমি একটি রহস্যময় কংক্রিটখণ্ড দেখতে পাই৷ যেখানে রয়েছে একটি মেটাল গেট৷ ওই পথ ধরে এগিয়ে একটি অন্ধকার ছোট সুড়ঙ্গে প্রবেশ করি, যা আমাকে একটি ভূগর্ভস্থ ‘বোমা-আশ্রয়-কেন্দ্র’ বা নিরাপদ বাড়িতে নিয়ে যায়৷

মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১দিনে ভিডিওটি ৩৫ লাখ ২৩ হাজার ৮৯২ বার দেখা হয়েছে৷ এটাকে পছন্দের তালিকায় নিয়েছেন ৩২ হাজার ৬২৭জন৷ ২ হাজার ৬৪১ এটাকে অপছন্দও করেছেন৷ মন্তব্য রয়েছে ৬ হাজার ৯০৯টি৷

বাড়িটি সম্পর্কে ভিডিও আপলোডকারী বলেন, মনে হচ্ছে, পরিত্যক্ত৷ কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে৷ আছে বাতাস চলাচলের ব্যবস্থাও৷

এসএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ