1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংক্রিট পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ

১০ এপ্রিল ২০২৩

বর্তমান যুগে সীমিত সম্পদের কারণে টেকসই উৎপাদন প্রক্রিয়ার চাহিদা বাড়ছে৷ জার্মানিতে নির্মাণের ক্ষেত্রে কংক্রিট রিসাইক্লিংও বেড়ে চলেছে৷ কয়েকটি কোম্পানি এ ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছে৷

জার্মানিতে পুনর্ব্যবহৃত কংক্রিটের চাহিদা বাড়ছে
জার্মানিতে পুনর্ব্যবহৃত কংক্রিটের চাহিদা বাড়ছেছবি: BR

কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে আবার নতুন কংক্রিট সৃষ্টির উদ্যোগ চলছে৷ প্রতি বছর শুধু জার্মানিতেই এমন ২৮ কোটি টন জঞ্জাল সৃষ্টি হয়৷ জার্মানির দক্ষিণের হাইনরিশ ফেস কোম্পানি নির্মাণের উপকরণ পুনর্ব্যবহারের কাজে হাত পাকিয়েছে৷

কংক্রিটের টুকরোগুলি স্টোন ক্রাশার যন্ত্রে ফেলে ছোট কণিকায় রূপান্তরিত করা হয় এবং আকার অনুযায়ী সেগুলি আলাদা করা হয়৷ সেই কণিকা সিমেন্ট উৎপাদন কোম্পানিকে বিক্রি করা হয়৷ শুধু ব্যবসা নয়, এর ফলে প্রকৃতিরও উপকার হয়৷ প্রকল্পের প্রধান সেবাস্টিয়ান রাউশার বলেন, ‘‘সেই প্রক্রিয়া কাছাকাছি ঘটলে আমরা লাখ লাখ কিলোমিটার ট্রাকযাত্রা কমাতে পারি৷’’

সাধারণত কংক্রিট উৎপাদনের জন্য প্রয়োজনীয় বালু বিশাল গহ্বর থেকে তুলে কয়েকশ' কিলোমিটার দূরে আনা হয়৷ দ্বিতীয় প্রধান উপকরণ হিসেবে নুড়িপাথরের ক্ষেত্রেও এমন পরিবহণের প্রয়োজন ঘটে৷ কিন্তু নুড়িপাথর ও বালুর পরিমাণ কমে চলেছে৷

রিসাইক্লিংয়ের ক্ষেত্রে পুরানো লাল ইটও কংক্রিট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে৷ পুরানো এক পিট থেকে পুনর্ব্যবহৃত বালু আসছে৷ এখানে সেটি পরিষ্কার করে ও ছেঁকে দানার মাপ অনুযায়ী আলাদা করা হয়৷ সেবাস্টিয়ান রাউশার বলেন, ‘‘এখানে যা দেখছেন, তা এককালে সেতু, ফ্লোর প্যানেল বা বাড়ি ছিল৷ আমরা সেগুলি দিয়ে নতুন কিছু তৈরি করছি৷ সব উপাদান কোনো আবর্জনার স্তূপ বা ব্যাকফিলে গিয়ে পড়তো৷ আর আমরা সেগুলি দিয়ে উচ্চ মানের নির্মাণের উপকরণ তৈরি করতে পারছি, যা নতুন নির্মাণের কাজে লাগানো হচ্ছে৷’’

যেমন রিসাইক্লিং করা পণ্য একই অঞ্চলের কংক্রিট প্রস্তুতকারক কোম্পানির মতো ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়৷ বেশিরভাগ প্রতিযোগীর তুলনায় সেই কোম্পানি বাড়তি নজর কাড়ছে৷ কারণ গোটা বিশ্বে মাত্র দুই শতাংশ নির্মাণের উপকরণ পুনর্ব্যবহার করা হয়৷

কংক্রিট পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ

04:05

This browser does not support the video element.

হলৎসিম কোম্পানি পুনর্ব্যবহৃত উপাদানের উপর বিশেষ জোর দিচ্ছে৷ কোম্পানির উৎপাদনের ৩০ শতাংশের উৎস এমন উপাদান৷ এমনভাবে তৈরি কংক্রিটের দামও কম হয়৷ এই প্লান্টে নির্মাণের উপাদানের মিশ্রণ ঘটিয়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়৷ সেই কংক্রিট দেখতে বেশ অন্যরকম হয়৷ অনেক গ্রাহক প্রচলিত কংক্রিটের তুলনায় এমন উপাদান বরং বেশি পছন্দ করছেন৷ হলৎসিম কোম্পানির হাগেন আইশেলে বলেন, ‘‘মানুষও বুঝছে যে আমাদের সম্পদ বাঁচাতে হবে৷ তাই এর চাহিদাও আগের তুলনায় বেড়ে গেছে৷ ফলে এমন উপকরণের ব্যবহার বাড়ছে৷’’

জার্মানির দক্ষিণে ব্রাউন-স্টাইনে নামের কোম্পানিতেও পুনর্ব্যবহৃত নির্মাণের উপকরণ আনা হয়৷ এই কোম্পানি সেগুলি দিয়ে কংক্রিটের ব্লক তৈরি করে৷ রিসাইকেল করা বালু ও পুনর্ব্যবহৃত রক গ্র্যানিউল দিয়ে এমন ব্লক তৈরি হয়৷

কোম্পানির ল্যাবে বার বার পাথরের নতুন মিশ্রণ পরীক্ষা করা হয়৷ রিসাইক্লিং করা উপাদানের অনুপাত বাড়াতে রং, আকার ও উপকরণ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে৷ বর্তমানে ৩০ থেকে ৪০ শতাংশ পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা সম্ভব হলেও সেই অনুপাত আরও বাড়ানোর সদিচ্ছা রয়েছে৷ ব্রাউন-স্টাইনে কোম্পানির আন্দ্রেয়াস ব্রুংকহর্স্ট বলেন, ‘‘এ ক্ষেত্রে আপসাইক্লিং-ও গুরুত্বপূর্ণ বিষয়৷ অর্থাৎ আমরা উচ্চ মানের ডিজাইনও সম্ভব করতে চাই৷ ইটের মতো দেখতে এই উপাদানের দৌলতে আমরা একেবারে নতুন ধরনের সারফেস পাচ্ছি৷’’

নতুন প্রজন্মের রিসাইক্লিং-প্লাস্টার এমন দেখতে হবে৷ মাঝে একফালি ঘাস ও পানি ঝরার উপায় থাকবে৷ অনেক ক্রেতাই এখন এমন সমাধানসূত্র চাইছেন৷ সে কারণে কংক্রিট শিল্পের জন্য এই বাজারে বিপুল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷

ক্রিস্টিয়ান প্রিসেলিউস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ