1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কক্সবাজারে পাটজাত দ্রব্য দিয়ে আশ্রয়কেন্দ্র

৬ ফেব্রুয়ারি ২০২২

আইসিডিডিআরবি'র এনভাইরনমেন্টাল ইন্টারভেনশন ইউনিট (ইআইইউ) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রথমবারের মত পাটজাত দ্রব্য বা জুটিন দিয়ে পরিবেশবান্ধব আশ্রয়কেন্দ্র বানিয়েছে৷

Bangladesch Bezirk Manaiganj Ghoir Jutemarkt
মানিকগঞ্জের ঘিওরের কালিগঙ্গা নদীর তীরের এই হাটে পাট আসে নৌকায় করে৷ ছবিটি ২০১৯ সালে তোলা৷ ছবি: bdnews24/M.M. Rahman

কারিতাস, বাংলাদেশ এবং বিশিষ্ট পাট গবেষক ও বিজ্ঞানী ড. মুরাবক আহমেদ খানের যৌথ উদ্যোগে কক্সবাজারে ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস বা এফডিএমএন শরণার্থী শিবিরে এই আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে ৷

জুটিন হলো পাটজাত দ্রব্য যা নির্মাণসামগ্রীর বিকল্প হিসেবে বাড়ি-ঘর তৈরিতে ব্যবহার হতে পারে৷ পাট এবং গাছের আঠা দিয়ে তৈরি জুটিন আবিষ্কার করেছেন ড. খান৷ এই দ্রব্যটি দীর্ঘস্থায়ী, পরিবেশবান্ধব, তাপ এবং লবণাক্ত পানি রোধে সহায়ক৷

কক্সবাজারের রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মো. শাহ রেজওয়ান হায়াত-সহ স্থানীয় কর্তৃপক্ষ এবং আইসিডিডিআরবি'র ইআইইউ-এর প্রধান ড. মো. মাহবুবুর রহমান ফেব্রুয়ারির ২ তারিখে পাইলট প্রকল্পটি পরিদর্শন করেন৷

এছাড়া কারিতাস বাংলাদেশের প্রতিনিধি এবং আইওএম, ইউএনএইচসিআরের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন৷

পাটের বাইসাইকেল

03:35

This browser does not support the video element.

প্রকল্প পরিদর্শনের সময় আরআরআরসি গৃহ নির্মাণসামগ্রী হিসেবে জুটিনকে অসাধারণ বিকল্প হিসেবে উল্লেখ করেন৷

তিনি বলেন, ‘‘কেবল আশ্রয়কেন্দ্রই নয়, সরকারের বিভিন্ন নির্মাণ প্রকল্পে এটিকে কাজে লাগানো উচিত৷''

সেই সাথে ভাষানচরে আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে জুটিনকে কাজে লাগানোর পরামর্শ তার৷

এপিবি/আরআর (আইসিডিডিআরবি)

মানিকগঞ্জের ঘিওরের কালিগঙ্গা নদীর তীরের পাটের হাট নিয়ে ২০১৯ সালের এই ছবিঘর- 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ