কক্সবাজারে পাটজাত দ্রব্য দিয়ে আশ্রয়কেন্দ্র
৬ ফেব্রুয়ারি ২০২২কারিতাস, বাংলাদেশ এবং বিশিষ্ট পাট গবেষক ও বিজ্ঞানী ড. মুরাবক আহমেদ খানের যৌথ উদ্যোগে কক্সবাজারে ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস বা এফডিএমএন শরণার্থী শিবিরে এই আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে ৷
জুটিন হলো পাটজাত দ্রব্য যা নির্মাণসামগ্রীর বিকল্প হিসেবে বাড়ি-ঘর তৈরিতে ব্যবহার হতে পারে৷ পাট এবং গাছের আঠা দিয়ে তৈরি জুটিন আবিষ্কার করেছেন ড. খান৷ এই দ্রব্যটি দীর্ঘস্থায়ী, পরিবেশবান্ধব, তাপ এবং লবণাক্ত পানি রোধে সহায়ক৷
কক্সবাজারের রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মো. শাহ রেজওয়ান হায়াত-সহ স্থানীয় কর্তৃপক্ষ এবং আইসিডিডিআরবি'র ইআইইউ-এর প্রধান ড. মো. মাহবুবুর রহমান ফেব্রুয়ারির ২ তারিখে পাইলট প্রকল্পটি পরিদর্শন করেন৷
এছাড়া কারিতাস বাংলাদেশের প্রতিনিধি এবং আইওএম, ইউএনএইচসিআরের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন৷
প্রকল্প পরিদর্শনের সময় আরআরআরসি গৃহ নির্মাণসামগ্রী হিসেবে জুটিনকে অসাধারণ বিকল্প হিসেবে উল্লেখ করেন৷
তিনি বলেন, ‘‘কেবল আশ্রয়কেন্দ্রই নয়, সরকারের বিভিন্ন নির্মাণ প্রকল্পে এটিকে কাজে লাগানো উচিত৷''
সেই সাথে ভাষানচরে আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে জুটিনকে কাজে লাগানোর পরামর্শ তার৷
এপিবি/আরআর (আইসিডিডিআরবি)
মানিকগঞ্জের ঘিওরের কালিগঙ্গা নদীর তীরের পাটের হাট নিয়ে ২০১৯ সালের এই ছবিঘর-