1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আগুন, গৃহহীন আড়াই হাজার

৭ জানুয়ারি ২০২৪

আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত আড়াই হাজার শরণার্থী গৃহহীন হয়ে পড়েছেন।

আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনের ঘটনা ঘটেছে
আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনের ঘটনা ঘটেছেছবি: Shafiqur Rahman/AP/picture alliance

একটি অত্যন্ত জনাকীর্ণ রোহিঙ্গা শরণার্থীশিবিরের কিছু অংশে আগুন লাগে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ অস্থায়ী আশ্রয়কেন্দ্রপুড়ে গেছে। কীভাবে এই আগুন লাগল, তার কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দমকলকর্মীরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে বলে। বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ড. মোহাম্মদ ইকবাল জানান, হতাহতের কোনো খবর মেলেনি।

একাধিক বার রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেছবি: Shafiqur Rahman/AP/picture alliance

কক্সবাজারের ৫ নম্বর শিবির থেকেআগুন ছড়িয়ে পড়ে।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর সহিংসতা থেকে বাঁচতে বহু রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আসেন৷ বর্তমানে, অন্তত দশ লাখ রোহিঙ্গা বাস করেন বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে৷

নিজেদের কথা শোনাতে লড়ছে রোহিঙ্গা নারীরা

15:35

This browser does not support the video element.

আরকেসি/এপিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ