1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কক্সবাজারে শরণার্থী শিবিরে আগুন

আব্দুর রহমান কক্সবাজার
৮ মার্চ ২০২২

কক্সবাজারের শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় চার বছরের মো. আয়াস নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে সাড়ে চারশ ঘরবাড়ি পুড়ে গেছে৷ সেখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে৷

Bangladesch Rohingya-Lagern im Kutupalang-Gebiet von Ukhiya Upazila in Cox’s Bazar brach Feuer aus
ছবি: Abdur Rahman

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা৷ এর আগে বিকেলে ক্যাম্পের এক মাঝির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান রোহিঙ্গারা৷

দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের কমকর্তা জাহেদ চৌধুরী বলেন, ‘‘ক্যাম্পে আগুন লাগার ঘটনায় চার বছরের এক শিশু নিহত হয়েছে৷ এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে চারশ ঘরবাড়িসহ দোকানপাট পুড়ে গেছে৷ তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি৷''

অবশ্য শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা সন্দেহের বাহিরে নয় উল্লেখ করে কক্সবাজারের শিবিরে রোহিঙ্গা ইয়ুথ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কিন মং বলেন, ‘‘ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে৷ দ্রুত এসব মানুষদের জরুরি প্রয়োজনীয় সেবা দেয়া দরকার৷ ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে চারশ ঘরবাড়ি পুড়ে গেছে৷''

শিবিরে আগুনে নিহত শিশুর ঘটনাটি দুঃখজনক জানিয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু-দৌজা নয়ন বলেন, ‘‘শিবিরে অগ্নিকাণ্ডে চারশর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে৷ ক্ষতিগ্রস্তদের জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের কাজ চলছে৷ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে৷''

ছবি: Abdur Rahman

ক্ষতিগ্রস্ত উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ বলেন, ‘‘আগুনে পুড়ে সব নিঃস্ব হয়ে গেছি৷ এখানে সাড়ে চারশ ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে৷ সেখানে বেশ কিছু দোকানপাটও ছিল৷ আগুন লাগার ঘটনায় চার বছরের এক শিশু মারা গেছে৷ এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে৷ ফলে ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা অব্যাহত রয়েছে৷''

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, ‘‘ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে৷ এখন ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা৷''

বালুখালী ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান যে তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ তিনি বলেন, ‘‘বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটি খতিয়ে দেখা দরকার৷''

গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিূল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে রোববার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যাওয়ায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছেন৷ এর আগে ২ জানুয়ারি  বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে৷ এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা৷ তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে গিয়েছিল৷

ছবি: Abdur Rahman
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ