1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ এলাকার পরিস্থিতি

৯ অক্টোবর ২০১২

নাগরিক সমাজের প্রতিনিধিরা রামুসহ অন্যান্য আক্রান্ত এলাকা পরিদর্শনের পর তাদের একজন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন৷

ছবি: Reuters

গত ৬ এবং ৭ই অক্টোবর কক্সবাজারে রামুসহ আক্রান্ত বৌদ্ধ পল্লিগুলো পরিদর্শন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা৷ তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন৷ কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে৷ প্রতিনিধি দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ডয়চে ভেলেকে জানান, সেখানে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার ১০ ভাগের বেশি সংবাদ মাধ্যম তুলে ধরতে পারেনি৷

তিনি জানান, সব ধরণের মানুষের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, রোহিঙ্গা শরণার্থীরা এই হামলার মূলে৷ তারা জামায়াতের মাধ্যমে স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগকেও ব্যবহার করতে সক্ষম হয়েছে৷ তারা সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়েছে৷

তিনি বলেন, আগে থেকেই এই হামলার পরিকল্পনা হয়৷ হামলার ২ দিন আগে ২৭শে সেপ্টেম্বর এক বৌদ্ধ যুবকের ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে কোরানের অবমাননাকর ছবি ট্যাগ করে পরিস্থিতিকে উত্তপ্ত করা হয়৷ হামলার আগে মিছিল হয়েছে৷ পরিস্থিতি বুঝতে পরে আগেই পুলিশের কাছে সহায়তা চেয়েছেন বৌদ্ধরা৷ কিন্তু কোনই ব্যবস্থা নেয়া হয়নি৷

রোবায়েক ফেরদৌস জানান, তাঁরা নাগরিক কমিটির ১৪ জন সদস্য রামুতে গিয়েছিলেন, তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী , মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ ছিলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ