1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কখনও দেশে ফেরত যাব না’

১৮ অক্টোবর ২০২০

শরণার্থী ক্যাম্পে আশ্রয় না পেয়ে বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় একটি পরিত্যাঙ্ক কারখানা ভবনে আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি৷ মানবেতর পরিস্থিতিতে থাকলেও তারা দেশে না ফিরে ইউরোপে যাওয়ার স্বপ্নে মরিয়া৷

Bosnien und Herzegowina Migranten an der Bosnisch-Kroatischen Grenze bei Velika Kladusa
ছবি: Marko Djurica/Reuters

‘‘অনেক টাকা খরচ করে এখানে এসেছি৷ আমাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার৷ আমরা কখনও দেশে ফেরত যাবো না,’’ এভাবেই ডয়চে ভেলের কাছে প্রতিক্রিয়া জানান বসনিয়ার ভেলিকা ক্লাদুসা এলাকার একটি পরিত্যাক্ত কারখানায় দিন যাপন করা বাংলাদেশিরা৷

ইউরোপের সঙ্গে দেশটির সীমান্তবর্তী এই অঞ্চলে এখন কয়েকশো বাংলাদেশি আটকা পড়েছেন৷ কেমন আছেন তারা তা জানতে সেখানে আছেন ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলাম ও অনুপম দেব কানুনজ্ঞ৷ রোববার সকালে তারা একটি জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন৷ সেখান থেকে কিছুটা দূরে রয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আইওএম এর একটি আশ্রয় ক্যাম্প৷ সেখানে থাকার সুযোগ না পেয়ে কাছেই পরিত্যাক্ত একটি কারখানা ভবনেও আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি৷

জঙ্গলের ভেতরে ময়লা-আবর্জনা পরিবেষ্টিত ভবনটিতে গাদাগাদি করে অবস্থান করছেন তারা৷ ভাঙ্গা ছাদ আর দেয়ালবিহীন স্থাপনাটিতে শীত আর বৃষ্টিতে অবর্ণনীয় কষ্টের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তারা ডয়চে ভেলের সংবাদকর্মীদের কাছে৷

অনেকেই ইতোমধ্যে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের৷ কিন্তু পুলিশের বাধার মুখে ফেরত আসেন তাদের বেশির ভাগই৷ সীমান্ত পাড়ি দেওয়ার সময় পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ৷

সরকার সহযোগিতা করলে দেশে ফেরত যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, তাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার৷ কোনভাবেই তারা এ স্বপ্ন ত্যাগ করবেন না৷

আরআর/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ