1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঙ্গোয় নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ধিক্কার

২৭ আগস্ট ২০১০

গণতান্ত্রিক কঙ্গোর একটি গ্রামে বিদ্রোহী গ্রুপ কর্তৃক নারী এবং শিশুদের পাশবিক নির্যাতনের ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ৷ জানিয়েছে ধিক্কার৷ জড়িতদের কঠোর বিচারের মুখোমুখি করার প্রত্যয়ও জানিয়েছে নিরাপত্তা পরিষদ৷

কঙ্গোর নারীরা রয়েছেন প্রচন্ড ঝুঁকিতেছবি: picture-alliance/ dpa

৩০শে জুলাই থেকে ৩রা আগস্ট৷ কঙ্গোর সীমান্ত শহর দক্ষিণ কিবো প্রদেশের লুভুঙ্গি শহরের একটি গ্রাম দখল করে নেয় বিদ্রোহীরা৷ উল্লেখিত সময়ের মধ্যে এক এক করে ১৭৯ জন নারী এবং শিশু পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে সেখানে৷

এ অঞ্চলটিতে রুয়ান্ডার হুতু বিদ্রোহীদের আনাগোনা খুব বেশি৷ লুভুঙ্গি শহরের ঐ গ্রামের খুব বেশি দূরে নয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেনানিবাস৷ অথচ তাদের কাছে সে সংবাদ সে সময় পৌঁছাইনি৷ উপরোন্ত এই খবর তাদের গোঁচরে এসেছে প্রায় একমাস পর৷ সঙ্গে সঙ্গে পুরো বিশ্ব ধিক্কার জানিয়েছে এই ঘটনার৷

এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে বৈঠকে বসে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রন্সের আহ্বানে ঐ সভায় ঘটনার তীব্র নিন্দা জানানো হয়৷ একই সঙ্গে কেন এই সংবাদ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কাছে দ্রুত এলো না, তা নিয়ে জবাবও চাওয়া হয়েছে৷ বলা হয়, গণ ধর্ষণকারীদের ধরতে হবে, কোনো ছাড় দেয়া যাবে না৷ স্বাভাবিকভাবেই, ঘটনায় প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷

উল্লেখ্য, বিদ্রোহী দলগুলোর সদস্যদের হাতে চলতি বছরই কঙ্গোতে প্রায় ১ হাজার ২৪৪ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ