1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস্তবেও হেরে গেল খরগোশ!

১৮ অক্টোবর ২০১৬

খরগোশ আর কচ্ছপের দৌড়৷ ফলাফলও একই৷ কিন্তু মাত্র ৭ দিনে তা দেখতে সোশ্যাল মিডিয়ায় ভিড়৷ ১০ অক্টোবর ভিডিওটি আপলোড করার পর ফেসবুকে দেখা হয়েছে ৪৭ লাখ বার৷

Schildkröte Timothy
ছবি: gemeinfrei

শেয়ার হয়েছে ৪৮ হাজারেরও বেশি বার ‘ব্যাকবেঞ্চ ইন' ভিডিওটি প্রথমে আপলোড করে ফেসবুকে৷ ‘ফাইভ মিনিট ক্র্যাফট'ও পরে ফেসবুক পাতায় তা আপলোড করে৷ এরপর ট্রেন্ডিং ভিডিও ইউটিউবে আপলোড করেছে এটি৷  একই তারিখে ইউটিউবে ভিডিওটি আপলোড করার পর ২৮ হাজার বার দেখা হয়েছে৷

খরগোশ আর কচ্ছপকে নিয়ে ঈশপের গল্পটি কে না জানে? কিন্তু অনেকেরই হয়ত মনে হতো, বাস্তবে এমনটা সম্ভব নয়৷ কিন্তু এই ভিডিওটি দেখলে সে সংশয় আর থাকবে না কারো৷

ঈশপের গল্পটি ছিল এমন৷ একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত৷ দুই জনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল৷ খরগোশ খুব জোরে ছোটে৷ আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে৷ কচ্ছপের হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে ফেললো৷

কচ্ছপকে এ রকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, ‘‘এত হাসার কী আছে? এসো প্রতিযোগিতায় নামো৷ তখন দেখা যাবে৷''  শুরু হয়ে গেল প্রতিযোগিতা৷ খরগোশ একটু দৌড়েই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে৷ সেদিন রোদের তেজ ছিল খুব৷ পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, ‘‘একটু বিশ্রাম নেয়া যাক৷ এইখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি হবে৷'' তো গাছের ছায়ায় ফুরফুরে হাওয়ায় খরগোশ ঘুমিয়েই পড়ল৷ অন্যদিকে কচ্ছপ সমানে একটানা হেঁটে চলল৷ যখন খরগোশের ঘুম ভাঙল নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে থাকল৷ সেখানে গিয়ে হাঁফাতে হাঁফাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে৷

তবে এখানে কি ঘটেছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ