1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় ম্যার্কেল-পুটিন

১৯ আগস্ট ২০১৮

চার বছর পর জার্মানি সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ শনিবার দেখা হলো আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে৷ কী কী ছিল আলোচনার টেবিলে?

ছবি: Reuters/A. Schmidt

শনিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন যে, বার্লিনের অদূরে মেসেবার্গ প্যালেসে এই বৈঠক থেকে খুব বিশেষ কোনো ফল আশা করেন না৷ তবে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা বিষয়ে একটি দীর্ঘমেয়াদি আলোচনায় থাকতে চান তিনি৷
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে মধ্য ইউরোপের দেশটিতে এলেন পুটিন৷ এর আগে গেল মে মাসে রাশিয়ার সোচিতে জার্মান চ্যান্সেলরের সফরের সময় দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন দুই নেতা৷
মূলত ইউরোপে শরণার্থী সংকট নিরসনে আঙ্গেলা ম্যার্কেলের চলমান নানা উদ্যোগের মাঝে পুটিনের এই সফরটিও গুরুত্বপূর্ণ৷ যেমন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের ক্ষেত্রে রাশিয়ার ভুমিকা গুরুত্বপূর্ণ৷ কারণ, সেখানে ক্ষমতাসীন আসাদ সরকারকে সহযোগিতা দিচ্ছেন পুটিন৷
ম্যার্কেল পুটিনকে বলেন যে, সিরিয়ায় প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ও নির্বাচন অনুষ্ঠান দরকার৷
ইউক্রেন নিয়েও আলোচনা হয় বৈঠকে৷ ম্যার্কেল বলেন যে, ইউক্রেনে শান্তি বজায় রাখতে জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি দলের অবস্থানের বিষয়ে তাঁর সায় রয়েছে৷
তবে পুটিন মনে করেন, এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি৷ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা দেয় রাশিয়া৷
নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের বিষয়ে এখনো দুই নেতাই আশাবাদী৷ ইউক্রেনের মধ্য দিয়ে প্রথম গ্যাস পাইপলাইনটিও সচল রাখার পক্ষে দু'পক্ষই এখনো একমত৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পাইপলাইনটি নিয়ে ঘোর আপত্তি আছে৷ তাদের আশঙ্কা, এর ফলে ইউরোপ অতিমাত্রায় রাশিয়া নির্ভর হয়ে যাবে৷ তাই ম্যার্কেল ইউক্রেনের মধ্য দিয়ে আসা প্রথম পাইপলাইনটি সচল রেখেই দ্বিতীয় পাইপলাইনটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷
পুটিন বলেন, জার্মানি রাশিয়ার অন্যতম বড় বাণিজ্য অংশীদার৷ জানান, গত বছরের চেয়ে এ বছর দু'দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ২২ ভাগ৷ রাশিয়ায় এখন জার্মান বিনিয়োগ প্রায় ১ হাজার ৮শ' কোটি ইউরো৷

জেডএ/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ