করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার৷ আগামী বুধবার থেকে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার৷
বিজ্ঞাপন
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সাথে বৈঠকের পর রোববার এ ঘোষণা দেন৷ আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এ নতুন বিধি জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে৷
শীতের শুরু থেকে ইউরোপের দেশটিতে করোনার প্রাদুর্ভাব আবারো বাড়ছে৷ এ কারণে অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়৷ সংক্রমণ বাড়তে থাকায় ক্রিসমাসের সময়ে তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে তৎপর হয় সরকার৷
রাজ্যপ্রধানদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, ‘‘করোনার বিস্তার ঠেকাতে আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে৷’’
নতুন করে আরোপ করা লকডাউনের আওতায়:
কম গুরুত্বপূর্ণ দোকানপাট ও সেবাপ্রদান যেমন সেলুন বন্ধ থাকবে৷
স্কুল বন্ধ থাকবে৷ তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে৷
বন্ধ থাকবে ডে-কেয়ার সেন্টার৷ তবে বাবা-মায়েরা ছেলে-মেয়েদের দেখাশুনার জন্য বেতনসহ ছুটিতে যেতে পারবেন৷
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে৷
উন্মুক্তস্থানে অ্যলকোহল পান করা যাবে না৷
স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে উপাসনালয় চালু রাখার অনুমতি রয়েছে৷ তবে দলগতভাবে ধর্মীয় সঙ্গীত গাওয়ার মত কাজগুলো করা যাবে না৷
রাজ্য সরকারগুলো চাইলে ক্রিসমাস উদযাপনের জন্য ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত লকডাউন বিধি কিছুটা শিথিল করতে পারে৷ সেক্ষেত্রে একজন ব্যক্তি তার সরাসরি সম্পর্কিত আত্মীয়দের পরিবার থেকে সর্বোচ্চ চারজনকে নিজ বাড়িতে আমন্ত্রণ করতে পারবেন৷ সঙ্গে ১৫ বছরের নীচে শিশুদেরও আমন্ত্রণ করা যাবে৷
নতুন বছর উদযাপনে পটকা ব্যবহার করা যাবে না৷
জার্মানিতে শনিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৪৩৮ জন৷ এদিন করোনায় আক্রান্ত হয়ে ৪৯৬ জন মারা যান৷ হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা৷ দেশের কোন কোন এলাকায় হাসপাতালের আইসিইউগুলো প্রায় ভর্তি হয়ে আছে৷
অ্যালেক্স বেরি/আরআর
যুক্তরাজ্যে যেভাবে শুরু হল করোনা ভ্যাকসিনের বিশাল কার্যক্রম
করোনা সংক্রমণ ঠেকাতে বায়োনটেক-ফাইজার ভ্যাকসিন দিতে শুরু করেছে যুক্তরাজ্য৷ ডিসেম্বরের ৮ তারিখে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম ধাপে দেয়া হবে আট লাখ ডোজ৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Jacob King/REUTERS
এক সেকেন্ডের ব্যাপার
মার্গারেট কিনান, ম্যাগি হিসেবে পরিচিত৷ যুক্তরাজ্যে ফাইজার-বায়োনটেকের প্রথম ভ্যাকসিন দেয়া হয় ৯০ বছরের এই ব্রিটিশ নারীকে৷ ভোর ছয়টা ৩১ মিনিটে তাকে প্রথম ডোজটা দেয়ার পর থেকে খুব খুশি তিনি৷ জুয়েলারি দোকানের এক সময়ের সহকারী ম্যাগি ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে টিকা নেন৷ টিকা দিতে মাত্র এক সেকেন্ড সময় লাগে৷
ছবি: Jacob King/REUTERS
ম্যাগির প্রতিক্রিয়া
প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান আর সুবিধাভোগী মনে করছেন তিনি৷
ছবি: NHS England and NHS Improvement/REUTERS
ম্যাগির পরামর্শ
‘‘সবার জন্য আমার পরামর্শ, আমি যদি ৯০ বছরে এটা নিতে তোমরা অবশ্যই পারবে৷’’ টিকা নেয়ার পর হাসপাতালের হলওয়েতে হুইলচেয়ারে করে যখন তাঁকে নেয়া হয় হাসপাতালের কর্মীরা হাততালি দিয়ে অভিবাদন জানান তাঁকে৷
ছবি: Jacob King/REUTERS
উইলিয়াম শেক্সপিয়ার
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় ইমিউনাইজেশন কর্মসূচিতে টিকা নেয়ার প্রথম সারিতে ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার বিল৷ ৮১ বছর বয়সি বিল ভ্যাকসিন নেন কভেনট্রির ইউনিভার্সিটি হাসপাতালে৷
ছবি: Jacob King/REUTERS
পশ্চিমা বিশ্বে প্রথম ভ্যাকসিন
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে ৬ কোটি ৭০ লাখ৷ মারা গেছে ১৫ লাখ ৪০ হাজার মানুষ৷ সেক্ষেত্রে ব্রিটিশ কর্মকর্তারা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভ্যাকসিন দেয়ার প্রথম কার্যক্রম শুরু করলেন৷ মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান দম্পতির ছোট্ট কোম্পানি বায়োনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন ব্যবহার করছে তারা৷
ছবি: Ben Birchall/REUTERS
কর্মযজ্ঞ
গণহারে এই ভ্যাকসিন কার্যক্রমে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনিশিয়ান, সেচ্ছ্বাসেবী, ব্রিটিশ সেনাসহ অনেক মানুষ কাজ করছেন৷
ছবি: Owen Humphreys/REUTERS
যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভ্যাকসিন
যুক্তরাষ্ট্র এই সপ্তাহেই ফাইজার-বায়েনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে৷ আর ইউরোপে ২৯ ডিসেম্বর অনুমোদন হতে পারে এটি৷
ছবি: Liam McBurney/REUTERS
উপস্থিত প্রধানমন্ত্রী
যাদের ভ্যাকসিন দেয়া হচ্ছে এমন কয়েকজনকে সাহস দিতে লন্ডন হাসপাতালে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তিনি এই কার্যক্রমকে ‘পুরো জাতির জন্য টিকা’ হিসেবে ঘোষণা করেছেন৷ যারা টিকা নিতে হাসপাতালে এসেছিলেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘টিকা দেয়ার সময় শান্ত থাকুন, মনে হবে টিকার সূঁচ আপনাকে কবিতা শোনাচ্ছে৷’’
ছবি: Frank Augstein/REUTERS
চার কোটি ডোজ
প্রথম কয়েক সপ্তাহে আট লাখ ডোজ টিকা দেয়া হবে৷ যুক্তরাজ্য চার কোটি ডোজ অর্ডার দিয়েছে৷ ফলে সেখানে দুই কোটি মানুষ টিকা পাচ্ছেন বলে আশা করা যাচ্ছে৷ তবে সব ডোজ কখন কর্মকর্তারা হাতে পাবেন, তা নির্ভর করছে বেলজিয়ামে ভ্যাকসিন উৎপাদন কোম্পানির ক্ষমতার উপর৷ ব্রিটিশ সরকার জানিয়েছে ৪০ লাখ ডোজ খুব শিগগিরই তাদের হাতে পৌঁছাবে৷
ছবি: Ben Birchall/REUTERS
দুই ডোজ
একজন ব্যক্তির দুই ডোজ লাগে৷ তিন সপ্তাহের ব্যবধানে দেয়া হবে দ্বিতীয় ডোজ৷
ছবি: Andrew Milligan/REUTERS
সংরক্ষণ
এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইটে৷ বেশি নড়াচড়া করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে৷ তাই তিনবারের বেশি যাতে হাত বদল না হয় সে চেষ্টা করছেন সংশ্লিষ্টরা৷
ছবি: Victoria Jones/AFP/Getty Images
স্বাস্থ্যকর্মীদের টিকা
স্কটল্যান্ডের এডিনবরায় ওয়েস্টার্ন জেনারেল হাসপাতালের ক্লিনিকাল নার্স ম্যানেজার ভিভিয়ান টিকা নেয়ার পর দুই হাত আকাশে তুলে যেনো ঈশ্বরকে কিছু বলছেন৷
ছবি: Andrew Milligan/REUTERS
ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি
কার্ডিফে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছেন্৷ ভ্যাকসিন দেয়ার আগে সে বিষয়ে সবাইকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হচ্ছে৷
ছবি: Liam McBurney/REUTERS
রেকর্ড কার্ড
কোভিড-১৯ ভ্যাকসিন রেকর্ড কার্ডটি দেখতে এমন হবে৷ এখানেই ব্যক্তির নাম পরিচয় এবং কয়টা ডোজ নিলেন লেখা থাকবে৷