কঠোর সমালোচনার মুখোমুখি রাশিয়া
২৭ আগস্ট ২০০৮
বুধবার জামার্নির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে টেলিফোন করে জানিয়ে দিয়েছেন যে মস্কোর এই স্বীকৃতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে৷
রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের সঙ্গে ৩০ মিনিটের টেলিফোন সংলাপে ম্যার্কেল স্পষ্ট করে জানিয়েছেন, জর্জিয়ার ভূখন্ডে এখনো রুশ সেনাদের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ৬ দফা শান্তি পরিকল্পনার আওতায় অর্জিত ঐক্যমতের গুরুতর লঙ্ঘন৷
ম্যার্কেলের মুখপাত্র উলরিস ভিলহেল্ম এই টেলিফোন আলাপের উল্লেখ করে জানান, আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়ার বাইরে জর্জিয়ার ভূখন্ডে এখনো রুশ সেনারা অবস্থান নিয়ে আছে৷ তিনি এর উদাহরণ হিসাবে পোতি অঞ্চলের নাম উল্লেখ করেন৷ তিনি বলেন, এই বিষয়টি নিয়েই
চ্যান্সেলর ম্যার্কেল রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তাঁর কড়া মনোভাবের কথা জানিয়েছেন৷
সরকারী মুখপাত্র ভিলহেল্ম-এর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে অবিলম্বে জর্জিয়ার সঙ্গে তার সংঘাত শুরু হওয়ার আগে ৭ই আগস্টের অবস্থানে সরে আসতে হবে৷
এদিকে, ক্রেমলিন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং প্রেসিডেন্ট মেদভেদেভের মধ্যে টেলিফোনে যে কথা হয়েছে, তাতে মেদভেদেভ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বিরতির প্রতি রাশিয়া সম্মান দেখাচ্ছে৷ রাশিয়া ইতিমধ্যে জর্জিয়া থেকে তাদের বেশীরভাগ সেনা সরিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়৷
অন্যদিকে, রাশিয়ার জর্জিয়া নীতিতে পূর্বাঞ্চলীয় মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে বুধবার তাজিকিস্তান সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷
মার্কিন যুক্তরাষ্ট্র জর্জিয়ার জন্য ত্রানবাহী মার্কিন নৌ বাহিনীর দ্বিতীয় জাহাজটি বুধবার সে দেশের বাতুমী সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে৷ জর্জিয়া আজ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংকুচিত করার ঘোষণা দিয়েছে৷ তারা মস্কো থেকে তাদের বেশিরভাগ কুটনীতিককে দেশে ফিরে আসতে বলেছে৷ ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠকে রাশিয়াকে আবারো জর্জিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে বলা হয়েছে৷ সেই সঙ্গে আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়াকে স্বাধীন বলে যে ঘোষণা দেয়া হয়েছে, সেই ঘোষণা তুলে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে৷
ফ্রান্স, পোল্যান্ড এবং ইউক্রেন আবারো জর্জিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বুধবার বলেছেন, আমরা কোন ঠান্ডা লড়াই দেখতে চাই না৷ অবিলম্বে রাশিয়াকে তার অবশিষ্ট সৈন্যদের ফিরিয়ে নিতে হবে৷ এ নিয়ে কোন সময়ক্ষেপন করা যাবে না৷