প্রত্যাশিত শাস্তি পেল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালানো সন্ত্রাসী। সারা জীবনের জন্য তাকে জেলে রাখার নির্দেশ দিয়েছে আদালত। একবারের জন্য প্যারোলে মুক্তি পাবে না সে। তিনদিন ধরে চূড়ান্ত শুনানির পর এই রায় দিয়েছে আদালত। এই প্রথম নিউজিল্যান্ডে কাউকে এত কঠোর শাস্তি দেওয়া হলো।
সপ্তাহের শুরুতেই শুনানি শুরু হয়েছি ২০১৯ সালের মার্চ মাসে ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে হামলা চালানো ব্রেন্টন টেরান্টের। তিন দিন ধরে বহু প্রত্যক্ষদর্শী এবং নিহতদের পরিবারের জবানবন্দি শুনেছে আদালত। অনেকেই আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দেওয়া হয় ওই অপরাধীকে। মৃত্যুদণ্ডের আবেদনও এসেছিল। কিন্তু নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের প্রচলন নেই। সর্বোচ্চ ১৭ বছর পর্যন্ত সাজা ঘোষণাই সেখানে রীতি। কিন্তু এ ক্ষেত্রে কঠোরতম সাজা ঘোষণা হবে বলে আগেই জানিয়েছিলেন বিচারপতি। রায় ঘোষণার সময় তিনি বলেন, ১৭, ২৫, ৩৫ বছরের জন্য সাজা দেওয়া যেত এই সন্ত্রাসীকে। কিন্তু আদালত স্থির করেছে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। কখনও প্যারলে বাইরে বেরতে পারবে না এই সন্ত্রাসী। এত কঠোর সাজা নিউজিল্যান্ডে এর আগে কাউকে দেওয়া হয়নি।
ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়ারা যেমন আছেন
১৫ মার্চের ক্রাইস্টচার্চ হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন এই ঘটনার আহতরা৷ প্রিয়জন হারানোর শোক সামলে উঠার চেষ্টা করছেন নিহতদের পরিবারের সদস্যরা৷ কিন্তু তা কি এত সহজে সম্ভব!
ছবি: Reuters/E. Su
আল নূর মসজিদ
জুম্মার নামাজ পড়তে আসা মুসুল্লিদের উপর চালানো হামলাটি শুরু হয়েছিল এই মসজিদ থেকে দুপুর ১ টা ৪০ মিনিটে৷ হামলাকারীর এলোপাথাড়ি গুলিবর্ষণে মোট ৪০ জন নিহত হয়েছিলেন৷ ঘটনার পরে মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ছবিতে অস্ত্র হাতে দুজন পুলিশ সদস্যকে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/E. Su
বাবার স্মৃতি
ওমরের বয়স যখন ১১ তখন বাবার সাথেই প্রথম ভেড়া জবাইয়ের অভিজ্ঞতা হয়েছিল তাঁর৷ ক্রাইস্টচার্চের হামলায় নিহত হয়েছেন হাজী দাউদ নবী৷ পিতার জন্য শান্তি কামনা করে সম্প্রতি ভেড়া জবাই করেছেন ওমর৷ দাউদ নবীর ইচ্ছা ছিল ক্রাইস্টচার্চে নিজের এক খন্ড জমিতে একটি মসজিদ প্রতিষ্ঠা করার৷ বাবার সেই স্বপ্ন এখন পূরণ করতে চান ৪২ বছরের ওমর৷
ছবি: Reuters/E. Su
অনিশ্চিত ভবিষ্যৎ
ছবির ডান পাশের ব্যক্তির নাম মার্ক রাঙ৷ তিনি অস্ট্রেলিয়ার নাগরিক৷ এক আত্মীয়ের সাথে দেখা করার পর প্রথমবারের মতো আল নূর মসজিদে নামাজ পড়তে আসেন৷ হামলায় দুই পা জখম হয়৷ অস্ত্রোপচারের পর হাঁটতে সক্ষম হয়েছেন ঠিকই কিন্তু সিডনি বিমানবন্দরে ব্যাগ উঠা নামানোর চাকরিতে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় তিনি৷
ছবি: Reuters/E. Su
প্রিয়জন শুধুই ছবি
প্রায়ই আল নূর মসজিদে সময় কাটাতেন হোসেন মোস্তফা৷ সেখানে ধর্মীয় একটি লাইব্রেরি গড়ে তোলার পাশাপাশি মসজিদের খোলা জায়গায় সবজি বাগান গড়ে তোলার পরিকল্পনা ছিল তাঁর৷ স্ত্রী জাহরা ফাতির কাছে এখন এই ছবির অ্যালবামই তাঁর সবচেয়ে মূল্যবান স্মৃতি৷ প্রিয়জন হারানোর বেদনা ভুলতে জাহরা এবারের রমযান কাটাতে চান মিশরে স্বজনদের কাছে৷
ছবি: Reuters/E. Su
ভালবাসার বার্তা
ক্রাইস্টচার্চে বসবাসরত বাংলাদেশি ফরিদ আহমেদ হারিয়েছেন তাঁর স্ত্রীকে৷ হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি গোটা বিশ্বে৷ দুঃসময়ে পাশে থাকার জন্য গত রোববার প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷ ছবিতে তাঁদের কয়েকজনের সাথে প্রার্থনারত অবস্থায় দেখা যাচ্ছে ফরিদ আহমেদকে৷
ছবি: Reuters/E. Su
এখনও শোনেন গুলির শব্দ
ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় বেঁচে যাওয়াদের একজন সর্দার ফয়সাল৷ সেদিন তিনি মসজিদে কিছুটা দেরিতে গিয়েছিলেন৷ নামাজের জন্য তিনি যখন ওযু করছিলেন তখনই হামলার ঘটনা ঘটে৷ লুকিয়ে থেকে বেঁচে যান ফয়সাল৷ কিন্তু প্রতিটি গুলির আওয়াজ এখনও যেন তাঁর কানে বাজে৷ ঘটনার পরে আর কাজে ফেরেননি ফয়সাল৷ নিহতদের পরিবার আর আহতদের জন্য খাবারের যে আয়োজন রয়েছে রাতদিন তার সমন্বয় করছেন তিনি৷
ছবি: Reuters/E. Su
বেদনা আর আনন্দের অশ্রু
ক্রাইস্টচার্চে হামলাকারীর ঠিক সামনেই ছিলেন হাজেম মোহাম্মদ৷ কিন্তু শুয়ে পড়ে মারা যাওয়ার অভিনয় করেন তিনি৷ তাঁর আশেপাশে তখন মৃত আর আহতদের দেহ৷ হাজেম মোহাম্মদ বলেন, ‘‘আমি দুটি কারণে কাঁদছিলাম৷ প্রথমত বন্ধুদের হারিয়েছি এজন্য৷ দ্বিতীয়ত ১৫ মার্চ ২০১৯ তারিখে আমার পুনর্জন্মের আনন্দের জন্য৷’’
ছবি: Reuters/E. Su
শান্তির ধর্ম ইসলাম
ক্রাইস্টচার্চ হামলার ঘটনার পর নিউজিল্যান্ডে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে৷ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেমন মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন তেমনি মুসলিমরাও ভালোবাসা আর শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন বিশ্বে৷ আল নূর মসজিদের ঘড়িতে কোরআনের বাণীও তারই অনুপ্রেরণা দিচ্ছে, ‘‘আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছে৷’’
ছবি: Reuters/E. Su
8 ছবি1 | 8
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে পর পর দুইটি মসজিদে হামলা চালায় ২৮ বছরের ব্রেন্টন। প্রথমে নূর এবং পরে লিনউড মসজিদে হামলা চালিয়েছিল সে। হামলার আগে মুসলিম বিদ্বেষী পোস্টার শেয়ার করেছিল নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে। গোটা ঘটনাটা লাইভ স্ট্রিম করে দেখিয়েছিল সে। ১৫ মার্চ ছিল জুম্মার নামাজের দিন। নামাজ পড়ে বহু মানুষ বাইরে বেরচ্ছিলেন। ঠিক সে সময়েই অতর্কিতে গুলি চালাতে শুরু করে ব্রেন্টন। একের পর এক মানুষ মাটিতে লুটিয়ে পড়তে শুরু করেন। মসজিদের ভিতরে ঢুকেও গুলি চালাতে থাকে ব্রেন্টন। সব মিলিয়ে ৫১ জনকে হত্যা করে সে। ৪০ জন গুরুতর আহত হন।
খুনির কোনো নাম নেই: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী
02:16
পুলিশের কাছে ব্রেন্টন পরে বলে, দুইটি নয়, তিনটি মসজিদে হামলা চালানোর ইচ্ছে ছিল তার। শুধু তাই নয়, প্রতিটা মসজিদ পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। নিজের কাজের জন্য কখনও অনুশোচনা প্রকাশ করেনি ব্রেন্টন। বরং কৃতকর্মের পক্ষে সওয়াল করেছে। আদালতে প্রোপাগান্ডা করার চেষ্টা চালিয়েছে। তবে নিউজিল্যান্ডের প্রশাসন প্রথম থেকেই বিষয়টিকে কড়া হাতে মোকাবিলা করেছে। ঘটনার কিছু দিনের মধ্যেই ব্রেন্টনকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এ বিষয়ে আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করতে পারেন। রায় ঘোষণার পরেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। কী ভাবে এখনও ওই দিনের কথা ভুলতে পারে পরিবারগুলি, আদালতের জবানবন্দিতে বার বার তা প্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রী সে কথা স্মরণ করে সকলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।