1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর নিরাপত্তায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শ্রীলংকায়

৮ এপ্রিল ২০১০

কঠোর নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পাতিবার শ্রীলংকায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ক্ষমতাসীন দল ইউনাইডেট পিপলস ফ্রিডম অ্যালায়েন্স এই নির্বাচনে বিজয়ী হবে বলে মনে করা হচ্ছে৷

ভোট দিতে যাচ্ছেন ভোটাররাছবি: AP

নির্বাচনী কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৭টায় ভোট কেন্দ্র খুলে দেয়ার আগেই বেশ কিছু বুথে লোকজন জড়ো হয়৷ ১ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার ২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন৷ তবে কোন কোন বার্তা সংস্থা জানাচ্ছে, ভোটারদের উপস্থিতি আশানুরূপ ছিল না৷

জানা গেছে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রায় আশি হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রগুলোতে৷ তবে এর মধ্যেও নির্বাচন শুরু হবার পর অন্তত ১৬০টি ভোটকেন্দ্রে ছোটখাট সহিংসতার ঘটনা ঘটেছে৷

ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট রাজাপাকসেছবি: AP

প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নির্ধারিত সময়ের দুই মাস আগেই পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন৷ অবশ্য এরই মধ্যে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বলে সুপরিচিত বিরোধী দলের নেতা এবং সেনাবাহিনীর সাবেক প্রধান শরৎ ফনসেকাকে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এবং সামরিক ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়৷ তাঁর বিচারকাজ চলছে৷

রাজাপাকসের পুত্র নামাল এই নির্বাচনে ক্ষমতাসীন দলের একজন প্রার্থী৷ বাবা রাজাপাকসে দক্ষিণ শ্রীলংকার ঐ নির্বাচনী এলাকায় ভোটদান শেষে সাংবাদিকদের বলেন, ‘শ্রীলংকার উন্নয়নের জন্য আমি চাই একটি শক্তিশালী সংসদ৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ