বিশেষজ্ঞদের পরামর্শ আসার পর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধের সময়সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল।
করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় করে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সরকার সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে।
এই সময়ে জরুরি সেবা ছাড়া অন্যসব অফিস-আদালত বন্ধ, যান্ত্রিক যানবাহনে যাত্রী বহনও নিষিদ্ধ। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী।
জনসাধারণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। রাস্তায় বেরিয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে করা হচ্ছে গ্রেপ্তার জরিমানা।
এই বিধিনিষেধ চার দিন গড়িয়ে গেলেও পরিস্থিতির দৃশ্যমাণ কোনো উন্নতি হয়নি, বরং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে এর মধ্যে।
২৭ জুন থেকে ৪ জুলাই, এই আট দিনে করোনাভাইরাসে মোট ১০১২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ১৫ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে রোববার।
এই আট দিনের প্রতিদিনই শতাধিক মৃত্যু হয়েছে। তার মধ্যে রোববার ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা এযাবৎকালের সর্বোচ্চ।
এই আট দিনে সব মিলিয়ে ৬১ হাজার ৭৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে দেশে। এত কম সময়ে এত বেশি রোগী আর কখনও শনাক্ত হয়নি মহামারী শুরুর পর।
এ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পক্ষে রোববার সুপারিশ করে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গত ২৪ জুন জাতীয় কমিটি যে সুপারিশ করেছিল, তাতে ১৪ দিনের লকডাউনের কথাই বলা হয়েছিল। কমিটি এখনও মনে করে সংক্রমণ কমিয়ে আনতে কমপক্ষে ১৪ দিনের লকডাউন প্রয়োজন।
সাধারণ চলাচল
অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে যারা করোনাভাইরাসের টিকার তারিখ পেয়েছেন, টিকা কার্ড দেখিয়ে তারা কেন্দ্রে যাতায়াত করতে পারবেন।
ব্যাংকিং সেবা চলবে সোমবার থেকে বৃহস্পতিবার- চারদিন। লেনদেন হবে সকাল ১০টা থেকে দেড়টা। তবে লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ সারার জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে। শুক্র ও শনিবারের সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনার ‘শাটডাউন’ শুরু
১ জুলাই থেকে দেশব্যাপী শাটডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী এবং বিজিবি। কেমন ছিল ঢাকার প্রথমদিনের শাটডাউন? চলুন দেখে নেওয়া যাক ছবিঘরে...
ছবি: Munir Uz/AFP
নেই কোন মুভমেন্ট পাস
গত এপ্রিলে সরকার কঠোর লকডাউন ঘোষণা দেওয়ায় জরুরি প্রয়োজনে যারা বের হবেন, তাদের জন্য মুভমেন্ট পাস এর ব্যবস্থা থাকলেও এবারের শাটডাউনের সেরকম কোন সুযোগ রাখা হয়নি। মানুষ যেন নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না পারে, সেজন্য এবার এ ব্যবস্থা রাখা হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
ছবি: Mortuza Rashed
সেনাবাহিনী মোতায়েন
গতবছরের মার্চে ঘোষিত লকডাউনের ন্যায় এবারের শাটডাউনেও সাতদিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্ত্রীপরিষদের প্রজ্ঞাপনে জানানো হয়, জনগণের স্বার্থে “ইন এইড টুঁ সিভিল পাওয়ার” বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সেনা মোতায়েন করবে।
ছবি: BDNEWS24.com
খোলা আছে পোশাকশিল্প ও কলকারখানা
এবারের শাটডাউনে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে তৈরি পোশাক শিল্পের কারখানা এবং অনান্য কারখানা। সেক্ষেত্রে তৈরি পোশাকশিল্পের মালিকেরা দাবি করেন, পোশাক শ্রমিকেরা আশেপাশেই থাকেন বলে এই লকডাউনে তাদের যাতায়াতের তেমন কোনো সমস্যা হবে না।
ছবি: Mortuza Rashed
খেটে খাওয়া মানুষদের ক্ষোভ
ঢাকার আগারগাঁও এ “লেবার মার্কেট” এ শাটডাউনের সকালে দেখা গেল ৫০ জনের বেশি দিনমজুর কাজের অপেক্ষায় বসে আছেন। রং মিস্ত্রী অলি মিয়া ক্ষোভের সুরে বলেন, “আমরা খাইটা খাওয়া মানুষ। করোনার পর থেকা আমাগো প্যাটে ভাত নাই। সরকার আমাগো খাওয়ার ব্যবস্থা না কইরা দুইদিন পরপর এমনে লকডাউন দিলে আমাগের পরিবারসহ আমরা খাবো কী? সরকার আমাগের রুটিরুজির ব্যবস্থা কইরা যত মনে চায় লকডাউন দিক, আমাগো কোন আপত্তি নাই।”
ছবি: Mortuza Rashed
রিক্সাভাড়া দ্বিগুণ, সাথে ভোগান্তি
জরুরি প্রয়োজনে বের হওয়া একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, গত সোমবার থেকে রিক্সাওয়ালাদের যেন ঈদ লেগেছে। অন্যান্য সব গণপরিবহন বন্ধ থাকায় নিতান্ত বাধ্য হয়ে মানুষ রিক্সায় চড়ছে এবং এতেই ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। একে তো রিক্সার সংখ্যা কম, তার উপর এই অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের প্রতি মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বলে একমত প্রকাশ করেন অনেকেই।
ছবি: Abdul Halim
মোটরবাইকে দুইজন নয়
ঢাকার বিজয়স্মরণিসহ পুলিশের একাধিক চেকপোস্টে গিয়ে দেখা গেল, সেখানে মোটরবাইকে ২ জন থাকলেই ১ জনকে নামিয়ে দেওয়া হচ্ছে। কেন এমন করা হচ্ছে জানতে চাইলে একজন কর্তব্যরত পুলিশ সদসে জানান, তাঁদেরকে এমন নির্দেশনা ই দেওয়া হয়েছে যেন ১ জনের বেশি মোটরবাইকে চলতে দেওয়া না হয়।
ছবি: Mortuza Rashed
কাঁচাবাজার খোলা আট ঘণ্টা
ঢাকার কারওয়ান বাজারসহ অন্যান্য কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সবগুলোতেই টুকটাক বেচাকেনা হচ্ছে। তবে এতে অসন্তুষ্ট বিক্রেতারা। কতক্ষণ বাজার খোলা রাখার অনুমতি আছে জানতে চাইলে একজন বিক্রেতা জানান, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের ব্যবসা করার অনুমতি আছে।
ছবি: Abdul Halim
জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে
ঢাকার বিজয়স্মরণি মোড়ে পুলিশের একটি চেকপোস্টে গিয়ে দেখা গেল সেখানে মোটরবাইক থেকে নামিয়ে দুইজনকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। কারণ জানতে চাওয়ায় একজন ট্রাফিক সার্জেন্ট জানালেন, তারা বাসা থেকে বের হওয়ার কোন উপযুক্ত কারণ দেখাতে পারেননি বিধায় থানায় নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এটিকে গ্রেপ্তার বলছেন না তিনি।
ছবি: Mortuza Rashed
বন্ধ সবরকম যান্ত্রিক গণপরিবহন
সর্বাত্মক শাটডাউনে সরকার সড়ক, নৌ, রেল, এবং অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সবরকমের গণপরিবহন বন্ধ রেখেছে। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা সমস্যা হলেও করোনাভাইরাসের সংক্রমণরোধে এ পদ্ধতি অনেকটাই কার্যকর ভূমিকা পালন করবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছবি: Abdul Halim
জরুরি পরিষেবা বিধিনিষেধের আওতামুক্ত
১ জুলাই থেকে চালু হওয়া শাটডাউনের ২১ দফায় বলা হয়েছে জরুরি পরিষেবা যেমন ত্রাণ, খাদ্যদ্রব্য পরিবহন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সামগ্রী, গণমাধ্যম ইত্যাদি বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। তবে ঝামেলা এড়াতে সকলকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে।
ছবি: Mortuza Rashed
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ঢাকার শাহবাগ মোড়ে র্যাব কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার চিত্র পাওয়া গেল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, জনগণকে সচেতন করাই তাঁদের মূল উদ্দেশ্য। বেলা ১২ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মেনে বাসা থেকে বের হওয়ায় চারজনকে মোট ১১০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
ছবি: Mortuza Rashed
ব্যাংক বন্ধ সপ্তাহে তিনদিন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রদত্ত ৭ দিনের শাটডাউনে ব্যাংকসমূহ সপ্তাহে দুইদিনের পরিবর্তে তিনদিন তথা শুক্রবার, শনিবার এবং রোববার বন্ধ থাকবে। যেসব দিনে ব্যাংক খোলা থাকবে, সেসব দিনে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
ছবি: Mortuza Rashed
বিধিনিষেধ বাড়ানো হতে পারে আরও ৭ দিন
দেশব্যাপী করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ করতে বৃহস্পতিবার ১ জুলাই থেকে কার্যকর হওয়া শাটডাউন আরও একসপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এক্ষেত্রে দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান একাধিক সূত্র।