1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর লকডাউনেও সংক্রমণের রেকর্ড

২৬ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে গত দুই মাস কঠোর লকডাউন চলছে৷ তারপরও সেখানে করোনা সংক্রমণ বাড়ছে৷ যে রাজ্যে সিডনি অবস্থিত সেই নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার রেকর্ড এক হাজার ২৯ জন সংক্রমিত হয়েছেন৷

Australien Sydney | Ausbruch Delta Variante Coronavirus
ছবি: Jane Wardell/REUTERS

পশ্চিম সিডনি সংক্রমণের মূল কেন্দ্র হয়ে উঠেছে৷ রোগীর ভিড় সামলাতে সেখানকার বড় দুটি হাসপাতালের বাইরে তাঁবু খাটিয়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

এদিকে সংক্রমণ বেড়ে চললেও আগামী সোমবার থেকে টিকাপ্রাপ্তদের জন্য লকডাউন কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী৷ তবে এটি সিডনির জন্য প্রযোজ্য হবে না৷

টেনেসি, যুক্তরাষ্ট্র

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন যতজন করোনায় সংক্রমিত হচ্ছেন তার ৩৬ শতাংশ শিশু৷ আগে এই সংখ্যাটি ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ছিল৷

জাপান

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্নার ১৬ লাখ ৩০ ডোজ টিকার ব্যবহার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে৷ জাপানে মডার্নার টিকা বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি তাকেদা বলছে, তারা নির্দিষ্ট ব্যাচের টিকার মধ্যে ‘ফরেন সাবস্টেন্স' পেয়েছেন৷ তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

জার্মানি

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬২৬ জন সংক্রমিত হয়েছেন৷ মারা গেছেন ২১ জন৷

জেডএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ