বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক প্রকাশ্য জনসভায় বলেন, মানুষের জানমাল রক্ষায় যত কঠোর হওয়া প্রয়োজন সরকার ততটাই কঠোর হবে৷ আর বিএনপি জানিয়েছে, নির্যাতন-নিপীড়ন বন্ধ না করলে সরকার স্বৈরাচারের ভাগ্যবরণ করবে৷
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ ৫ই জানুয়ারির বিরোধী দল বিহীন একতরফা নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্য জনসভায় বক্তৃতা দেন৷
শেখ হাসিনা তাঁর বক্তৃতায় নির্বাচন, সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, বিরোধী দলের আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াতে ইসলামী প্রভৃতি বিষয় নিয়ে কথা বলেন৷
শেখ হাসিনা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অশান্তি বেগম' আখ্যা দিয়ে বলেন, ‘‘আপনি নির্বাচনে আসেননি৷ ভুল করেছেন৷ সেই ভুলের খেসারত আপনাকেই দিতে হবে৷ কিন্তু সেই ভুলের খেসারত দিতে গিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবেন না৷'' তিনি বলেন, ‘‘গত পাঁচ বছরে দেশের মানুষের মনে শান্তি থাকলেও খালেদা জিয়ার মনে কোনো শান্তি ছিল না৷ তাই তিনি অশান্তির আগুন সারা দেশে ছড়িয়ে দিয়েছেন৷ আন্দোলনের নামে খুন-খারপি শুরু করেছেন৷
শেখ হাসিনা দেশে সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘‘অনেক হয়েছে এবার ক্ষান্ত দিন৷ দেশের উন্নয়ন অবশ্যই হবে৷ সঙ্গে রাজাকার আর যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি সেটা বন্ধ করতে পারবে না৷'' তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে যত কঠোর হওয়া দরকার সরকার ততটাই কঠোর হবে৷
নির্বাচনে অংশগ্রহণ না করায় শেখ হাসিনা খালেদা জিয়াকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘‘জামায়াত নির্বাচনে অংশ নেবে না বলে খালেদা জিয়াও নির্বাচনে আসেনি৷ এতে দেশের মানুষ কলঙ্কমুক্ত হয়েছে৷ মানুষ অভিশাপমুক্ত হয়েছে৷ কারণ যুদ্ধাপরাধীরা নির্বাচনে জয়ী হয়নি৷ এ কারণে বিএনপি নেত্রীকে আমি ধন্যবাদ জানাই৷''শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে আলাপ-আলেচানার মাধ্যমে কোনো সমস্যা থাকলে তা সমাধানের আহ্বান জানান৷ আগামী রবিবার নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেবে বলেও জানান প্রধানমন্ত্রী৷
এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ না করলে আওয়ামী লীগকে অতীতের স্বৈরাচারদের মতোই ভাগ্যবরণ করতে হবে৷''
পুড়ছে মানুষ, পুড়ছে মানবতা
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য বিরোধীদলের কর্মসূচিতে পুড়ছে যানবাহন, ধ্বংস হচ্ছে সম্পদ, মরছে মানুষ৷ হরতাল-অবরোধের নামে পোড়ানো অনেকে এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে৷
ছবি: Mustafiz Mamun
সারি সারি পোড়া মানুষ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর বার্ন ইউনিট এখন হরতাল-অবরোধের নামে পোড়ানো জীবিকার তাগিদ কিংবা দৈনন্দিন প্রয়োজনে রাস্তায় নামা মানুষে ভরে গেছে৷
ছবি: Mustafiz Mamun
শিশুর কষ্ট বোঝেনা তারা!
কোলের শিশুও বাঁচতে পারছেন না জ্বালাও-পোড়াওয়ে হাত থেকে৷ প্রতিপক্ষের আদর্শকে ভুল প্রমাণ করে শ্রেয়তর আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা নয়, প্রতিপক্ষকে আঘাত করে, হত্যা করে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অনেক দেখেছে বাংলাদেশের মানুষ৷ স্বাধীন দেশে নিরীহ মানুষকে নির্বিচারে পোড়ানোও দেখতে হচ্ছে৷ ৩ নভেম্বর আট বছরের সুমি দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকা আসছিল৷ জয়দেবপুর চৌরাস্তায় তাদের বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়৷
ছবি: Mustafiz Mamun
বোবা কান্না...
নির্মমতার আরেকটি ছবি হয়ে আছে মজিবরের পোড়া শরীর৷ মজিবর বাকপ্রতিবন্ধী৷ কুমিল্লার দেবিদ্বারের এক ট্রাকের হেলপার৷ পিকেটারদের বোমা হামলায় বাসের সঙ্গে তাঁর শরীরও পুড়েছে৷ সবাই শুনে বুঝবে এমনভাবে কথা তিনি বলতে পারেন না, বোবা কান্নায় শুধু পারেন অসহায়ত্ব প্রকাশ করতে, আর্তনাদ করতে আর এ অন্যায়ের প্রতিকার আশা করতে৷
ছবি: Mustafiz Mamun
মেয়েকে দেখতে গিয়ে মা হাসপাতালে
জাহানারা বেগম৷ বয়স ৫২৷ পেশা – ফেরি করে কাপড় বিক্রি করা৷ হরতাল-অবরোধ থাকলে বিক্রি কমে যায় বলেই হয়তো সেদিন কাপড় নিয়ে বাড়ি বাড়ি না ঘুরে জাহানারা গিয়েছিলেন শ্যামপুরে৷ সেখানে তাঁর মেয়ের বাড়ি৷ মেয়েকে দেখে অটো রিক্সায় ফেরার সময়েই বিপদ৷ বিরোধী দলের কিছু সমর্থক সেই অটোরিক্সাতেও ছুড়ে মারে পেট্রোল বোমা৷ সন্তানের প্রতি অপত্য স্নেহের মূল্য আগুনে পুড়ে চুকাচ্ছেন জাহানারা বেগম!
ছবি: Mustafiz Mamun
তালহার অসহায়ত্ব
২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা৷ শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়ায় আবু তালহা সেই থেকে ১ নম্বর বার্ন ইউনিটে৷
ছবি: Mustafiz Mamun
রাজমিস্ত্রী
রাজমিস্ত্রী ও ঠিকাদার আবুল কালাম আজাদের শরীর পুড়েছে গত ১২ নভেম্বর৷ সেদিন ঢাকার রায়েরবাগেও একটি চলন্ত বাসে ছোড়া হয় পেট্রোল বোমা৷ সেই থেকে তাঁরও ঠিকানা ঢাকা মেডিকেল কলেজের ১ নম্বর বার্ন ইউনিট৷
ছবি: Mustafiz Mamun
বাসচালক
২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগে পেট্রোল বোমা ছুড়ে পোড়ানো সেই বাসটি চালাচ্ছিলেন মাহবুব৷ যাত্রীদের মতো তাঁর শরীরও পুড়েছে৷ তাঁর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যু্দ্ধের সময়, অর্থাৎ ১৯৭১ সালেই জন্ম মাহবুবের৷ স্বাধীনতার ৪২ বছর পর দেশ পুড়ছে, তিনিও পুড়েছেন৷
ছবি: Mustafiz Mamun
ঘুমের মাঝেই আগুন...
৭ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার মাওয়া ফেরিঘাটে বাসে ঘুমাচ্ছিলেন হেলপার আলমগীর৷ থামানো বাসেই দেয়া হয় আগুন৷ পোড়া দেহ নিয়ে এখন তিনি হাসপাতালে৷
ছবি: Mustafiz Mamun
লেগুনার যাত্রী
১০ নভেম্বর ঢাকার লক্ষীবাজারে পেট্রোল বোমা ছুড়ে পোড়ানো হয় একটি লেগুনা৷ লেগুনা পুড়ে শেষ, লেগুনার যাত্রী কামাল হোসেন ভাগ্যগুণে বেঁচে গেছেন৷ তবে শরীরের ৩৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে৷ ৩৬ বছরের এ তরুণ লড়ছেন মৃত্যুর সঙ্গে৷ চিকিৎসকদের চেষ্টা এবং সুস্থ মানসিকতার প্রতিটি মানুষের শুভকামনায় তিনি শিগগিরই হয়তো ফিরবেন স্বাভাবিক জীবনে৷ কিন্তু এই দুর্ভোগ, এই দুঃস্বপ্নের দিনগুলো কি কোনোদিন ভুলতে পারবেন?
ছবি: Mustafiz Mamun
বিশ্ববিদ্যালয়ের ছাত্র
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভও ছিলেন রায়েরবাগের সেই বাসে৷ তাই ১২ নভেম্বর থেকে তিনিও পোড়া শরীর নিয়ে পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায়৷
ছবি: Mustafiz Mamun
10 ছবি1 | 10
তিনি বলেন, ৫ই জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আকড়ে রেখে ষড়যন্ত্র, অপপ্রচার এবং অপকৌশলের দ্বারা কোনোভাবেই চলমান গণ-আন্দোলনকে স্তব্ধ করা যাবে না৷ তিনি দাবি করেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে৷ এ কারণেই ‘সরকারদলীয় গুন্ডারা' সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে৷ তিনি অভিযোগ করেন, ‘‘সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালাচ্ছে৷''
মির্জা ফখরুল সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাঁদের সহযোগিতায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ এছাড়া, তিনি বিবৃতিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত সব আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান৷
উল্লেখ্য, বিএনপির লাগাতার অবরোধ শুক্র ও শনিবার দু'দিনের বিরতির পর রবিবার থেকে আবারো শুরু হবে৷