1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

১৩ জুলাই ২০২১

একটু আগেভাগেই করোনার বিধিনিষেধ শিথিল করায় সোমবার ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে৷ সংক্রমণ কমায় দুই সপ্তাহ আগে দেশটিতে কড়াকড়ি শিথিল করা হয়েছিল৷

মার্ক রুটে
মার্ক রুটেছবি: Phil Nijhuis/ANP/picture alliance

এরপর আবারও সংক্রমণ বাড়ায় গত শুক্রবার থেকে বার, রেস্টুরেন্ট ও নাইটক্লাবের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ এছাড়া একদিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত হবে এমন উৎসব ও ইভেন্টের আয়োজন ১৪ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে৷

শুক্রবার এসব সিদ্ধান্ত ঘোষণা করলেও সেদিন সরকারের কোনো দায় মেনে নিতে চাননি প্রধানমন্ত্রী মার্ক রুটে৷ কড়াকড়ি শিথিল করা ‘যৌক্তিক সিদ্ধান্ত’ ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি৷ তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ তার এই বক্তব্যের কড়া সমালোচনা করলে সোমবার ক্ষমা চান মার্ক রুটে৷ তিনি বলেন, ‘‘আমরা যা সম্ভব হবে ভেবেছিলাম, দেখা যাচ্ছে বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না৷ আমরা ভুল ভেবেছিলাম, যে কারণে আমরা দু:খিত এবং এজন্য আমরা ক্ষমা চাইছি৷’’

এদিকে, নতুন করে বিধিনিষেধ আরোপ করায় সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উৎসব ও ইভেন্ট আয়োজনকারী ৩০টি সংস্থা৷

বার, রেস্টুরেন্ট ও নাইটক্লাব খোলার এক সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডসে করোনা সংক্রমণের সংখ্যা আটগুন বেড়ে এ বছরের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল৷ তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলোতে এখনও এত সংখ্যক করোনা রোগী ভর্তি হয়নি যা নিয়ে শঙ্কা হতে পারে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ