1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কতগুলো ‘অস্বস্তি'!

যুবায়ের আহমেদ ঢাকা থেকে
৩১ ডিসেম্বর ২০১৮

একটি খবরে চোখ আটকে গেল৷ একটি আসনে ভোটার সংখ্যার চেয়ে ভোট বেশি গণনা করা হয়েছিল৷ অস্বস্তি লেগেছে খবরটি পড়ে৷

ছবি: DW/A. Islam

নির্বাচন নিয়ে নানা খবর প্রচার হচ্ছে৷ হয়েছে৷ এর মধ্যে চোখ আটকে গেল একটি ইংরেজি দৈনিকের খবরে৷

খবরটি হলো, খুলনা-১ আসনে প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ভোটার সংখ্যার চেয়ে ২২ হাজার ভোট বেশি গণনা করা হয়েছে৷ তা কীভাবে সম্ভব?

মোট ২ লাখ ৫৯ হাজার ৪শ' ২০টি ভোটের মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৬শ' ৬৯টি ভোট পেয়েছেন নৌকা মার্কার প্রার্থী এবং ২৮ হাজার ১শ ৭০টি ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী৷ পরে অবশ্য সেটি ঠিক করে আবার ফলাফল ঘোষণা করা হয় বলে পত্রিকাটি জানায়৷ এদিকে, পরে এ খবর ‘অসত্য’ দাবি করে তা প্রকাশের অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে৷

ফলাফল কী হলো, কে জিতল, কতটা ভোট জালিয়াতি হলো, কতটা সুষ্ঠু হলো এমন নানা প্রশ্নে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক৷

আওয়ামী লীগের বিরাট এই জয়কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই৷ কিন্তু অনেককেই দেখলাম ফেসবুকে এ নিয়ে নানান রকমের সমালোচনা তুলে ধরতে৷ এক সাংবাদিককে দেখলাম লিখেছেন, ‘‘নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি জানাই৷'' তিনি লিখেছেন, ‘‘যেহেতু উন্নয়ন প্রয়োজন, তাই গণতন্ত্রকে আগামী ৫০ বছরের জন্য নির্বাসনে পাঠানো যেতেই পারে৷''

গুরুতর অসন্তোষ৷ অধিকাংশ টিভি চ্যানেল দেখে অবশ্য মনে হচ্ছে, নির্বাচন মোটা দাগে সুষ্ঠু হয়েছে, কিছু ব্যত্যয় ছাড়া৷ সাংবাদিকদের সঙ্গে আলোচনাতেও এ বিষয়টি উঠে এসেছে৷ অনেকেই অনিয়মের বিভিন্ন অভিযোগ শুনেছেন ভোটারদের কাছে৷ তবে একজন সাংবাদিকের পক্ষে কতগুলো কেন্দ্রে যাওয়া সম্ভব? তাই কয়েকটি কেন্দ্র দিয়ে হয়তো ‘পুরো দেশের চিত্র' সাধারণীকরণ করা সম্ভব না৷ কিন্তু সবার অভিজ্ঞতা মেলালে আবার একটি বড় চিত্র পাওয়া যায়৷ সে যা-ই হোক, কিছু বিষয় আমাকে চরম অস্বস্তিতেফেলেছে৷

১. ইন্টারনেট বন্ধ

এই যুগে আমরা মোবাইলের ওপর যতটা, তার চেয়ে বেশি মোবাইলের ডেটার ওপর নির্ভরশীল৷ তাই নির্বাচনের আগে- পরের সময়টুকুতে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় এক রকম বিপদে পড়তে হয়েছে অনেককেই৷ উদ্দেশ্য মহৎ ছিল হয়তো৷ গুজব ছড়ানো বন্ধ করতে হবে৷ কিন্তু মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলাটা কোনোকালেই যে সমাধান নয়, তা বারবার প্রমাণিত হয়েছে৷ ইন্টারনেটের কারণে অনেকটা অস্বস্তিতে থেকেছেন মানুষ৷

২. রাস্তাঘাট অচল

দ্বিতীয় যে কারণটি মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করেছে, তা হলো রাস্তাঘাটের অচলাবস্থা৷ এটিও ‘নিরাপত্তার কারণে'৷ কোনো মোটরচালিত যানবাহন স্টিকার ছাড়া চলতে পারবে না৷ একজন অসুস্থ মানুষকে যদি জরুরি প্রয়োজনে হাসপাতাল ব্যতীত অন্যকোথাও যেতে হয়, বা অন্তত নিজের ভোটটি দিতেও যেতে হয়, তাহলে নিশ্চয় তিনি অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন না৷ তার মানে তিনি হয়তো ভোট দিতেই যাননি৷

৩. অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচনের আগের দিন থেকে রাস্তায় এতটা নিরাপত্তা দেখে বিদেশি বন্ধুদের কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন, ‘‘এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কেন?'' তাদের এই প্রশ্ন আমাকে অস্বস্তিতে ফেলেছে৷ আমি বলেছি, নির্বাচনে সাধারণত আমাদের দেশে সহিংসতা একটি সাধারণ ব্যাপার৷ এবার যেন তা কম হয়, তার জন্য হয়তো এই ব্যবস্থা৷ কিন্তু এতটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জনমনে আরো নিরাপত্তাহীনতার শঙ্কার জন্ম দেয় কিনা তা ভাবতে হবে৷

৪. পুলিশের ভূমিকা

নির্বাচন কমিশনের দেয়া গাইড লাইন অনুযায়ী কাজ করতে গিয়েও ভোটের দিন কেন্দ্রগুলোতে বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা৷ আমি ব্যক্তিগতভাবেও হয়েছি৷ বাধা দিয়েছে পুলিশ৷ প্রিজাইডিং অফিসাররা যেখানে কেন্দ্রের দায়িত্বে থাকার কথা, সেখানে পুলিশ গেট থেকেই বলছে, ‘‘আপনারা ঢুকতে পারবেন না৷'' এটা কেমন গণতন্ত্র? যদিও পরে প্রিজাইডিং অফিসারদের মধ্যস্থতায় ভেতরে ঢোকা গেছে, কিন্তু বাধার কারণ বোধগম্য হচ্ছিল না৷ বিভিন্ন পত্রিকার সতীর্থ সাংবাদিকদের কাছ থেকেও এমন অভিজ্ঞতা শোনা গেছে৷

৫. পেশিশক্তি প্রয়োগের অভিযোগ

স্থানীয় সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা থেকে বলেছেন, কোথাও কোথাও ভোট প্রয়োগ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন কোনো কোনো ভোটার৷ বিবিসির একটি ভিডিওতে দেখা গেছে, আগেই নৌকার সিল মারা ছিল এমন ব্যালট বই৷ সহিংসতার কতগুলো চিত্র তো দেখাই গেছে৷ এগুলো সরকারি দল ও বিরোধী পক্ষের মধ্যকার ভোটকেন্দ্র দখল নিয়েই বেশিরভাগ৷

যুবায়ের আহমেদ, ডয়চে ভেলে

৬. অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ

অব্যবস্থাপনার অভিযোগ ছিল বেশ কিছু৷ যেমন, অনেক ভোটার জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়েও ভোট দিতে পারেননি৷ তাঁরা অভিযোগ করেছেন, তাঁদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কিংবা তাঁরা কেন্দ্র খুঁজে পাচ্ছেন না৷ এই অবস্থা তো হবার কথা নয়৷ আবার একজন অভিযোগ করলেন, মুখ চিনে ভোট দিতে দেয়া হচ্ছে৷ কারা করছেন? উত্তর দিলেন না৷ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার অভিযোগ করলেন, লাইনের বাইরে থেকে লোক ঢুকে ভোট দিয়ে যাচ্ছেন৷ প্রিজাইডিং কর্মকর্তা অবশ্য অভিযোগ অস্বীকার করলেন৷

৭. বিরোধী কর্মীদের অনুপস্থিতি

যে কয়টি কেন্দ্রে গিয়েছি, সবখানেই রাস্তার ওপর থেকে কেন্দ্র পর্যন্ত শুধু সরকারি দলের কর্মীদেরই উপস্থিতি৷ বিরোধী কর্মীরা কেন আসেননি তা নিয়ে অভিযোগ-পালটা অভিযোগ আছে৷ কিন্তু তারা না থাকাতে সেটি দেখতে ভালো লাগেনি৷ যে কারো মনেই প্রশ্ন জাগবেই যে, একচেটিয়া নির্বাচন হচ্ছে কি? আবার অনেক কেন্দ্রেই ছিলেন না বিরোধী দলের পোলিং এজেন্টরা৷ তাই সেসব কেন্দ্রে কোনো অনিয়ম হলে প্রতিবাদ জানানোর কেউ ছিলেন না৷ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে এটিও অস্বস্তির ব্যাপার৷

শুরুতেই বলেছি, আমি সার্বিকভাবে নির্বাচন ও এর ফলাফল কী হতে পারতো, কী হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছি না৷ কিন্তু এই খণ্ডচিত্রগুলো জাতিকে অস্বস্তিতে ফেলেছে৷ তাই কেউ প্রশ্ন তুললে একেবারে খারিজ করে দেবার সুযোগ নেই৷

যুবায়ের আহমেদের লেখাটি কেমন লাগলো জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ