ঈদের দিন অনাথ শিশুদের সাথে
২১ অক্টোবর ২০১৩হাজেরা বেগমের পুরো জীবনটাই সংগ্রামের৷ জীবিকার তাগিদে পতিতাবৃত্তি করতে হয়েছে একটা সময়৷ ‘অন্ধকারপল্লী'-র বাসিন্দাদের দুঃখ-কষ্ট কতটা, তা তিনি খুব ভালোই জানেন৷ সেই জগতের প্রতিটি নারী চিরবঞ্চিতা৷ সমাজের কাছে তাঁরা তো সম্মান পানই না, তাঁদের সন্তানরাও পায় না স্বাভাবিক জীবনযাপনের অধিকার৷ হাজেরা বেগম তাই ‘অন্ধকারপল্লী' ছেড়ে নিয়েছেন সেই জগতের বাসিন্দাদের সন্তানকে পেলেপুষে জীবনযুদ্ধে জয়ী হবার উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব৷ তাই ৩০টি শিশুরই মা এখন হাজেরা বেগম৷ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র, নাট্য নির্মাতা এবং লেখক আশরাফ শিশির এবার ঈদ-উল আজহার পুরো দিন কাটিয়েছেন হাজেরার সেই শিশুদের সঙ্গে৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সবিস্তারে জানিয়েছেন গতানুগতিকতার বাইরে গিয়ে ঈদ উদযাপনের দারুণ সেই অভিজ্ঞতার কথা৷
‘গাড়িওয়ালা' ছবির পরিচালক আশরাফ শিশির হাজেরা এবং তাঁর শিশুদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন গত বছর৷ নাম ‘দ্য কেজ বার্ড' ৷ তথ্যচিত্রটিতে ৩০টি ফুটফুটে শিশুর মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন-বাস্তবতার কথা জানিয়েছেন তিনি৷ তবে ফেসবুকে জানানো হয়েছে ২ লিটার আইসক্রিম নিয়ে গিয়ে রবীন, শাহীন, সায়েম, সাঈদ, আসমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার কথা ৷ আশরাফ শিশির তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, ‘‘নবজাতক, অথচ বুঝে গেছে এই পৃথিবী বড় নিষ্ঠুর, তাই কেমন চুপচাপ৷ অন্য বাচ্চাগুলো দেখলাম...যত্ন নিচ্ছে, পানি গরম করে ফ্লাক্সে ভরে দুধ খাওয়াচ্ছে৷ রোজার মধ্যে গিয়ে দেখি কেউ কেউ রোজা রাখছে৷ এভাবে সব উৎসবই পালন করে ওরা, নিজেরা নিজেদের আনন্দে রাখে৷''
‘জীবনের দামে কেনা জীবিকা' নামের একটি বই তাঁকে উপহার দেয়ার কথাও লিখেছেন আশরাফ শিশির৷ বইটিতে শিশিরকে ধন্যবাদ জানিয়ে হাজেরা লিখেছেন, ‘কত যে ভালো মানুষ আছে/ করে তারা মানুষের সেবা/ তাই তো আছে কতজন বেঁচে...'৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ