1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কথা বললেই মেরে ফেলা হবে'

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ মে ২০১৪

নারায়ণগঞ্জের নিহত ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে৷ তিনি অভিযোগ করেন, নূর হোসেন এবং র‌্যাবের ভয়েই সাধারণ মানুষ গণশুনানিতে সাক্ষ্য দিতে আসছেন না৷

ছবি: Getty Images/AFP

শহিদুল ইসলাম অভিযোগে করেন র‌্যাবের পরিচয়ে করে গত কয়েকদিনে তাকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছে৷ হুমকি দাতারা তাকে নিহত সাতজনের ব্যাপারে আর কথা বলতে বারণ করেছে৷ কথা বললে নাকি তাকে মেরে ফেলা হবে৷ শুধু তাই নয়, একই সঙ্গে র‌্যাবের তিন কর্মকর্তার বিরুদ্ধে ৬ কোটি টাকা নিয়ে অপহরণ এবং হত্যার অভিযোগ প্রত্যাহার করার জন্য তাকে চাপ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ বলেন, হুমকি দিয়ে তাকে বলা হয়েছেন আন্দোলন থামাতে৷

ডয়চে ভেলেকে শহিদুল ইসলাম বলেন, হুমকির পর তিনি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন৷ কিন্তু তারপরও নিরপত্তাহীনতায় ভুগছেন তিনি৷ নিরাপত্তার জন্য যে পুলিশ দেয়া হয়েছে, তা পর্যাপ্ত নয় বলে তিনি আরো বাড়তি নিরাপত্তার আবেদন জানিয়েছেন৷ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে যে, তারা জিডি-র অভিযোগ তদন্ত করে দেখছেন৷'

শহিদুল ইসলাম অভিযোগ, র‌্যাবের পরিচয়ে তাকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছেছবি: Getty Images/AFP

তদন্ত কমিটির কাছেও শহিদুল ইসলাম তাঁর এই অভিযোগের কথা জানিয়েছেন৷ তিনি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার সঙ্গে দেখা করে তাঁর অভিযোগের কথা জানান৷

তদন্ত কমিটি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সাধারণ মানুষের বক্তব্যের জন্য অপক্ষো করলেও, কেউ সাক্ষ্য দিতে আসেননি৷

তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানান, আগামী শনিবার সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে তৃতীয় দফায় গণশুনানি অনুষ্ঠিত হবে৷ এর আগে ১২ই মে অনুষ্ঠিত গণশুনানিতে সাতজন সাক্ষ্য দেন৷ এই তদন্ত কমিটি ৯ই মে নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য নিয়েছে৷

শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘‘র‌্যাব এবং পলাতক নূর হোসেনের ভয়ে কেউ সার্কিট হাউজে সাক্ষী দিতে আসতে সাহস পাচ্ছেন না৷'' তাই তিনি বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটির সঙ্গে দেখা করে সিদ্ধিরগঞ্জে গণশুনানি করার আবেদন জানান৷

অগ্রগতি প্রতিবেদন ৪ঠা জুনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্টছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এদিকে সাত খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অস্থাবর মালামাল ‘ক্রোক' করেছে পুলিশ৷ আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ৷ এর আগে হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা নূর হোসেনের অফিসে হামলা চালিয়ে তা পুড়িয়ে দেয়৷

অন্যদিকে, এই অপহরণ ও খুনের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন আগামী ৪ঠা জুনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

গত ২৭শে এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ পরে ৩০শে এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ