1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনডম কি চকলেট?

২৩ মার্চ ২০১৭

শিরোনাম দেখে আতকে উঠতে পারেন কেউ কেউ৷ ভাবতে পারেন, এ কি করে সম্ভব? ছেলের সঙ্গে বাপ কি কনডম নিয়ে আলাপ করতে পারে? তাহলে নিজের চোখেই দেখুন৷

Symbolbild - Kondome
ছবি: Fotolia/Sergejs Rahunoks

এক বাচ্চা ছেলে টিভিতে ক্রিকেট খেলা দেখছিল৷ খেলার মাঝখানে এক বিজ্ঞাপন দেখে মুগ্ধ সে৷ কনডমের বিজ্ঞাপনে এক আবেদনময়ী নারী স্ট্রবেরি খাচ্ছেন৷ ছেলেটার ধারণা হলো, কনডম আসলে ক্যান্ডি!

তাঁর বাবা যখন জিজ্ঞাসা করলো, কী দেখছিস? বাচ্চাটা জানালো সেই ‘ক্যান্ডির’ কথা৷ বাবার তো আক্কেল গুড়ুম, বলে কি ছেলে, কনডম ক্যান্ডি হতে যাবে কোন দুঃখ? আসলে বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি যে দেখলে হয়ত কনডম যারা চেনে না তাদের এমনই মনে হতে পারে৷ বাবা খানিকটা ভেবে সিদ্ধান্ত নিলেন সন্তানকে কনডম কী, তা জানাবেন৷

কিন্তু বাঙালি বা দক্ষিণ এশিয়ার সমাজে যৌনতা নিয়ে কথা বলা একরকম নিষিদ্ধ বিষয় বলা চলে৷ অন্তত আমাদের বাবাটি ছোটবেলায় এই নিয়ে কথা বলতে পারেননি৷ তাঁর ধারণা ছিল কনডম হচ্ছে বেলুন৷ এ কথা চিন্তা করে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কনডমকে ফুলিয়ে একবার বেলুন বানিয়ে ছিলেন তিনি৷ তা সেই ব্যক্তির পক্ষে কনডম কী, তার ব্যাখ্যা করা কি সহজ কাজ?

বাকিটা আর বলছি না, বাংলা ভাষায় ভিডিওতেই দেখে নিন৷ কথা দিচ্ছি, আপনার ভালো লাগবে৷ ট্যাবু টপিক মনে করে আমরা যা এড়িয়ে যাই, তা ছোট ছেলে-মেয়েদের মনে কীরকম প্রভাব ফেলে জানা যাবে এই ভিডিওতে৷ অবশ্য শুধু কনডম নয়, সেক্স সম্পর্কিত আরো অনেক বিষয় নিয়ে এ রকম ভিডিও তৈরি করেছে ওয়াইফিল্মস নামের একটি ভারতীয় স্টার্টআপ৷ আর সেক্স-টক ভিডিওগুলো স্পন্সর করেছে কনডম ব্রান্ড ডিউরেক্স৷ ভিডিওগুলো মূলত হিন্দিতে হলেও বাংলাসহ বিভিন্ন ভাষায় ইতিমধ্যে ভাষান্তরও করা হয়েছে সেগুলোর৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ