শিরোনাম দেখে আতকে উঠতে পারেন কেউ কেউ৷ ভাবতে পারেন, এ কি করে সম্ভব? ছেলের সঙ্গে বাপ কি কনডম নিয়ে আলাপ করতে পারে? তাহলে নিজের চোখেই দেখুন৷
বিজ্ঞাপন
এক বাচ্চা ছেলে টিভিতে ক্রিকেট খেলা দেখছিল৷ খেলার মাঝখানে এক বিজ্ঞাপন দেখে মুগ্ধ সে৷ কনডমের বিজ্ঞাপনে এক আবেদনময়ী নারী স্ট্রবেরি খাচ্ছেন৷ ছেলেটার ধারণা হলো, কনডম আসলে ক্যান্ডি!
তাঁর বাবা যখন জিজ্ঞাসা করলো, কী দেখছিস? বাচ্চাটা জানালো সেই ‘ক্যান্ডির’ কথা৷ বাবার তো আক্কেল গুড়ুম, বলে কি ছেলে, কনডম ক্যান্ডি হতে যাবে কোন দুঃখ? আসলে বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি যে দেখলে হয়ত কনডম যারা চেনে না তাদের এমনই মনে হতে পারে৷ বাবা খানিকটা ভেবে সিদ্ধান্ত নিলেন সন্তানকে কনডম কী, তা জানাবেন৷
কিন্তু বাঙালি বা দক্ষিণ এশিয়ার সমাজে যৌনতা নিয়ে কথা বলা একরকম নিষিদ্ধ বিষয় বলা চলে৷ অন্তত আমাদের বাবাটি ছোটবেলায় এই নিয়ে কথা বলতে পারেননি৷ তাঁর ধারণা ছিল কনডম হচ্ছে বেলুন৷ এ কথা চিন্তা করে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কনডমকে ফুলিয়ে একবার বেলুন বানিয়ে ছিলেন তিনি৷ তা সেই ব্যক্তির পক্ষে কনডম কী, তার ব্যাখ্যা করা কি সহজ কাজ?
বাকিটা আর বলছি না, বাংলা ভাষায় ভিডিওতেই দেখে নিন৷ কথা দিচ্ছি, আপনার ভালো লাগবে৷ ট্যাবু টপিক মনে করে আমরা যা এড়িয়ে যাই, তা ছোট ছেলে-মেয়েদের মনে কীরকম প্রভাব ফেলে জানা যাবে এই ভিডিওতে৷ অবশ্য শুধু কনডম নয়, সেক্স সম্পর্কিত আরো অনেক বিষয় নিয়ে এ রকম ভিডিও তৈরি করেছে ওয়াইফিল্মস নামের একটি ভারতীয় স্টার্টআপ৷ আর সেক্স-টক ভিডিওগুলো স্পন্সর করেছে কনডম ব্রান্ড ডিউরেক্স৷ ভিডিওগুলো মূলত হিন্দিতে হলেও বাংলাসহ বিভিন্ন ভাষায় ইতিমধ্যে ভাষান্তরও করা হয়েছে সেগুলোর৷
এআই/ডিজি
গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে ৮টি ভুল ধারণা
গর্ভনিরোধক বড়ি, পিল, কনডোম, কপার টি- এগুলো জন্মনিয়ন্ত্রণের নানা পদ্ধতি৷ কিন্তু এগুলো সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে৷ ছবিঘরে থাকছে সে সম্পর্কে আটটি তথ্য৷
ছবি: picture-alliance/ANP XTRA
জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে
অনেক বছর আগে যখন জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজারে আসে, তখন তাতে এমন কিছু পদার্থ ছিল, যার কারণে মেয়েরা সহজে মুটিয়ে যেতো৷ কিন্তু আধুনিক গর্ভনিরোধক বড়িতে এ ধরনের কোনো সমস্যার ঝুঁকি নেই৷ তারপরও অবশ্য অনেকেই প্রাচীন ধারণাটিই পোষণ করেন৷
ছবি: picture-alliance/dpa/R. Stockhoff
কন্ডোমের ব্যবহার যৌন আনন্দ কমায়
কন্ডোম ভীষণ পাতলা পর্দা দিয়ে তৈরি আর এতে আছে লুব্রিকেন্ট, তাই এর উপস্থিতি অনুভবই করা যায় না৷ কিন্তু অনেকেরই ধারণা, এতে যৌন আনন্দ অনেকটা কমে যায়, যা একেবারেই ভুল৷ বরং লুব্রিকেন্টের উপস্থিতি আনন্দকে আরো বাড়াতে সাহায্য করে৷
ছবি: picture alliance/chromorange
পিল সন্তান ধারণ ক্ষমতা কমায়
অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি বা পিল গ্রহণ করলে সন্তানধারণ ক্ষমতা কমে যায়৷ এটাও ভুল৷ আপনি যখন সন্তান নিতে চাইবেন, তখন বড়ি সেবন বন্ধ করে দিলেই হবে৷ কোনো সমস্যা হওয়ার কথা নয়৷
ছবি: picture-alliance/dpa/M. Brichta
দু’টি কন্ডোমে অতিরিক্ত সুরক্ষা
জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি কন্ডোমই যথেষ্ট৷ দু’টি কন্ডোম ব্যবহারে হিতে বিপরীত হতে পারে৷ অর্থাৎ কন্ডোম দু’টি ফেটে গিয়ে দেখা দিতে পারে বিপত্তি৷
ছবি: picture-alliance/dpa/F. Gambarini
স্তন্যদানের সময় বড়ি খাওয়া উচিত নয়
এটি একেবারেই ভুল ধারণা৷ আপনি যদি গর্ভধারণ থেকে বিরত থাকতে চান, তবে নিয়মিত আপনাকে পিল সেবন করতে হবে৷ শিশু বুকের দুধ খেলে তা গর্ভনিরোধের কাজ করবে, এমনটা ভাবা ভুল৷
ছবি: Fotolia/evgenyatamanenko
মাসিকের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজে দেয় না
এমন ধারণা বা বিশ্বাসের পক্ষেও কোনো যুক্তি নেই৷ অনিয়মিত ঋতুস্রাব বা ‘মাসিক’ অনিয়মিত হলে চিকিৎসক প্রায় সময়ই পিল সেবনের পরামর্শ দেন৷ এতে ‘মাসিক’ সমস্যায় সমাধান পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa
কন্ডোম শুধু পুরুষরাই ব্যবহার করতে পারে
বাজারে কিন্তু নারীদের কন্ডোমও পাওয়া যায়৷ এটাও পুরুষদের কন্ডোমের মতোই৷ তবে তা নারীদের যোনিতে স্থাপন করতে হয়৷
ছবি: picture-alliance/ANP XTRA
আই পিল এ গর্ভপাতের সম্ভাবনা
আই পিল বা এমারজেন্সি পিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকের ধারণা, যা ভুল, কেননা, এমারজেন্সি পিল সহবাস করার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়৷ আর আপনি যদি গর্ভবতী হন, তাহলে নিশ্চয়ই এটা ব্যবহার করবেন না৷ সে অবস্থায় ব্যবহার করলে কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই৷