1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনফেডারেশন্স কাপে জার্মান গোল-লাইন প্রযুক্তি

১২ জুন ২০১৩

আখেন শহরের কাছে ছোট্ট জার্মান কোম্পানি: গোলকন্ট্রোল৷ প্রতিষ্ঠা গত বছরের শেষদিকে৷ অথচ তারা গোলরেফ বা হক-আই’এর মতো নামকরা প্রতিষ্ঠানদের টপকে কনফেডারেশন্স কাপে নিজেদের কেরামতি দেখাবার সুযোগ পাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

আখেনের কাছে ভ্যুরসেলেন৷ সেখানকার কোম্পানি গোলকন্ট্রোল৷ প্রতিষ্ঠাতা ডিয়র্ক ব্রয়েশহাউজেন প্রযুক্তির লাইনেরই মানুষ৷ তাঁর আদত কোম্পানিটির নাম পিক্সারগাস৷ কোম্পানিটি রাবার আর প্লাস্টিক থেকে উৎপাদনের প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ক্যামেরা ভিত্তিক সরঞ্জাম তৈরি করে৷

ওদিকে ব্রয়েশহাউজেন নিজে ফুটবল খেলোয়াড়, তলার দিকের কোন একটা ডিভিশনে খেলেন৷ ২০০৯ সালে সেই ধরনের একটি খেলা থেকে ফিরছেন মাথা গরম করে, কেননা রেফারি একটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে৷

পরদিন অফিসে এসেই ব্রয়েশহাউজেন তাঁর ডেভেলপারদের বললেন, ‘আমাদের ঐ ক্যামেরা কন্ট্রোল দিয়ে রেফারিইং-এ এই ধরনের ভুল আটকানো যায় না?' কোম্পানির ইঞ্জিনিয়াররা তাদের অবসর সময়ে সমস্যাটা নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করে দিলেন, যোগাযোগ করলেন কাছের আখেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে৷

যেভাবে কাজ করে গোল লাইন প্রযুক্তি

প্রযুক্তি থেকে প্রোটোটাইপ

এইভাবেই গোলকন্ট্রোল'এর প্রথম প্রোটোটাইপটা তৈরি হল৷ সেটা একটা ফাঁকা মাঠে পরীক্ষাও করা হলো৷ গোলকন্ট্রোলের পরের পরীক্ষা ছিল আলেমানিয়া আখেন ফুটবল ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে৷ ওদিকে ফিফা কিন্তু ততদিনে গোল-লাইন প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিশেষ করে বলের ভিতরে মাইক্রোচিপ বসিয়ে গোল নির্ধারণের প্রচেষ্টা শুধুমাত্র আংশিক সফল হবার পর৷

গোল-লাইন প্রযুক্তির জন্য আবার শোরগোল শুরু হয় ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের ফ্র্যাংক ল্যাম্পার্ডের গোলটি রেফারি না দেখার ফলে৷ ঐ ঘটনার পর থেকে ফিফা প্রধান ইয়োসেফ ব্লাটার-ও গোল-লাইন প্রযুক্তির সমর্থক হয়ে দাঁড়ান৷ ব্রয়েশহাউজেনের গোলকন্ট্রোল কোম্পানি লাইসেন্স পায় সবে ২০১৩-য় পা দিয়ে৷ অথচ তারাই যে সোনি'র মতো বড় কোম্পানির পেটোয়া হক-আই, অথবা আডিডাসের মতো বড় কোম্পানির পেটোয়া হক-আই প্রযুক্তিকে টেক্কা মেরে কনফেড কাপে তাদের মেড ইন আখেন প্রযুক্তি দেখানোর সুযোগ পাবে, তা কে ভাবতে পেরেছিল৷

২০১০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের এই গোলটি রেফারি না দেয়ায় তখন থেকে গোল লাইন প্রযুক্তির দাবি বাড়তে থাকেছবি: picture-alliance/dpa

বল চেনাটাই শক্ত!

গোলকন্ট্রোলের প্রযুক্তিগত দিকটা বিশেষ গোলমেলে নয়৷ মাঠের দু'দিকে দু'টি গোলের জন্য ওপরে স্টেডিয়ামের ছাদে সাতটি করে হাইস্পিড ক্যামেরা বসানো থাকে৷ সেই ক্যামেরা থেকে তথ্য যায় স্টেডিয়ামেরই কোথাও একটি কন্ট্রোলরুমে৷ খেলা চলাকালীন বল গোল-লাইন পার হয়েছে কি না, রেফারি এক সেকেন্ডের মধ্যে সে সিগনাল পেয়ে যান তাঁর রিস্টওয়াচে৷

ক্যামেরা প্রণালীর পক্ষে নাকি কোনটা বল আর কোনটা প্লেয়ারের মাথা কিংবা গোলকিপারের ক্যাপ, সেটা আলাদা করাই নাকি সবচেয়ে শক্ত! তার জন্য বিপুল পরিমাণ ‘ডাটা' লাগে কমপিউটারে৷ আপাতত ব্রয়েশহাউজেনের কোম্পানি ব্রাজিলের ছ'টা স্টেডিয়ামে গোলকন্ট্রোল বসানোর কাজ নিয়ে ব্যস্ত৷

ব্রয়েশহাউজেন এখনই ২০১৪-র বিশ্বকাপে গোলকন্ট্রোলের জয়জয়কারের স্বপ্ন দেখছেন না৷ দৃশ্যত আগে তাঁর একজন বিনিয়োগকারীর প্রয়োজন৷ ইংলিশ প্রিমিয়ার লিগ হক-আই প্রযুক্তি চালু করতে চলেছে – সেও এক ধরনের প্রতিযোগিতা বটে৷ তবে অন্যান্য লিগ থেকে নাকি খোঁজখবর করা হয়েছে৷ শুধু জার্মান ফুটবল সমিতি গোল-লাইন প্রযুক্তির ব্যাপারে এতো উদাসীন কেন, তা ব্রয়েশহাউজেন – কিংবা আর কারো জানা নেই৷

এসি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ