1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কন্ডোমে ঘাড় পাতলেন পোপ বেনেডিক্ট

২১ নভেম্বর ২০১০

কন্ডোম ব্যবহার করা যেতে পারে৷ শোনা গেল পোপ বেনেডিক্টের বক্তব্যে৷ ‘লাইট অব দ্য ওয়ার্ল্ড’ নামের বইতে ক্রিশ্চান ধর্মের শীর্ষ নেতা আরও অনেক কথাই বললেন৷

Pope, Condom, Benedict, Vatican, Catholic, Prostitution, Light of the Year, Sex scandal,পোপ, কন্ডোম, ভ্যাটিকান, ক্যাথলিক, সেক্স, যৌনতা
পোপ ষোড়শ বেনেডিক্টছবি: AP

ক্যাথলিক ক্রিশ্চানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট ধর্মের প্রতি আস্থাবানদের উদ্দেশে একটু অন্যরকমের বার্তা দিলেন এবার৷ যে কন্ডোম ব্যবহার নিয়ে পোপের কাছ থেকে, বিশেষত ভ্যাটিকানের কাছ থেকে সবুজ সংকেত কিছুতেই মিলছিল না, পোপ বললেন, সেই কন্ডোম ‘ক্ষেত্রবিশেষে' ব্যবহার করা যেতে পারে৷

ক্ষেত্রবিশেষ বলতে আসলে কী? পোপ বেনেডিক্ট ‘লাইট অব দ্য ওয়ার্ল্ড' নামের তাঁর বইতে বলেছেন, মারণরোগ এইচ আই ভি এইডসের সংক্রমণ থেকে বাঁচতে গণিকারা ব্যবহার করতে পারে এই কন্ডোম৷ যদিও খৃষ্টীয় গির্জা নীতিগতভাবে কন্ডোমের ব্যবহার মেনে নেয়না, তবু গণিকাদের ক্ষেত্রে এই কন্ডোমের ব্যবহারটা যুক্তিসংগত৷ পোপের যুক্তি এমনই৷

পোপ বেনেডিক্টের এই বই অবশ্যি পোপ নিজে লেখেন নি৷ তাঁর জবানিতে লিখেছেন জার্মান ক্যাথলিক সাংবাদিক পেটার জেওয়াল্ড৷ সেই বইতে পোপ অন্যান্য বহু বিষয়েই নিজের মতপ্রকাশ করেছেন৷ যেমন গির্জায় যৌনতা৷ যে বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই তোলপাড় চলছে দুনিয়া জুড়ে৷ পোপ স্বীকার করেছেন, এই কেচ্ছা একের পর এক প্রকাশ্যে এসে যাওয়ায় এর প্রতিবাদে চার্চ তার বহু ভক্তকে খুইয়েছে৷

আর কয়েকটি বিষয়েও কথা বলেছেন পোপ৷ যেমন নিজের স্বাস্থ্য৷ ৮৩ বছরের পোপ বেনেডিক্ট জানিয়েছেন, শারীরিক শক্তি ক্রমশই ক্ষয়ে যাচ্ছে তাঁর৷ তিনি একথাও বলেছেন, সামনের বছরের অগাস্টে মাদ্রিদে অনুষ্ঠিতব্য বিশ্ব যুব কংগ্রেসে, যেখানে তাঁর পৌরহিত্য করার কথা রয়েছে, সেখানে তিনি যেতে চান৷ তবে যদি সর্বশক্তিমানের ইচ্ছায় ততদিন তিনি বেঁচে থাকেন, তাহলেই সেটা সম্ভবপর হবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ