1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

কন্ডোম ব্যবহার নিয়ে গণভোট!

৩০ অক্টোবর ২০১৬

পর্নো ছবির শুটিংয়ের সময় পুরুষ অভিনেতারা যাতে কন্ডোম ব্যবহার করেন, তা নিশ্চিত করার আইন প্রণয়ন করতে গণভোট হতে চলেছে ক্যালিফর্নিয়ায়৷

Symbolbild Kondome
ছবি: Colourbox

আগামী ৮ই নভেম্বর ক্যালিফোর্নিয়ায় গণভোট৷ পর্নো ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজকরা এমন আইন প্রণয়নের বিরোধী৷ তাঁরা বলছেন, এর ফলে যৌনচিত্র শিল্পে কর্মীদের নিরাপত্তা বাড়বে না, বরং কোটি কোটি ডলারের শিল্পটি ক্যালিফর্নিয়া ছেড়ে চলে যাবে৷

অন্যদিকে ‘কন্ডোমস ইন পর্নোগ্র্যাফিক ফিল্মস ইনিশিয়েটিভ'-এর মুখ্য উদ্যোক্তা লস এঞ্জেলেসের এইডস হেল্থকেয়ার ফাউন্ডেশন বলছে, এই বিল যৌনকর্মীদের ঠিক সেই ধরণের সুরক্ষা দেবে, যা ইতিমধ্যেই রাজ্যের হাসপাতাল কর্মী ও অন্যান্যদের দেওয়া হচ্ছে, কেননা তারা পেশাগতভাবে সংক্রামক রোগের সংস্পর্শে এসে থাকেন৷

নথিভুক্ত ভোটারদের স্বাক্ষর করা পিটিশনের বলে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে৷ এই প্রস্তাব গৃহীত হলে পর্নো ছবির সেটে কন্ডোম না দেওয়া, অথবা তার ব্যবহার নিশ্চিত না করার অর্থদণ্ড হবে এক হাজার থেকে সাত হাজার ডলার৷ জেনে-শুনে কন্ডোমের ব্যবহার নিশ্চিত না করার ফলে যদি কারো মৃত্যু ঘটে বা ‘দীর্ঘমেয়াদি শারীরিক প্রতিবন্ধকতার' সৃষ্টি হয়, তবে ১৫ লাখ ডলার পর্যন্ত অর্থদণ্ড দিতে হতে পারে৷

ক্যালিফর্নিয়ার পর্নো ফিল্ম প্রোডাকশন সাইটগুলির অধিকাংশ লস এঞ্জেলেসে৷ সেখানে ২০১২ সাল থেকেই পর্নো ফিল্ম তৈরিতে কন্ডোমের ব্যবহার বাধ্যতামূলক৷ নতুন প্রস্তাবটি সেই নির্দেশনাকে আরো সম্প্রসারিত করবে৷ মুশকিল এই যে, রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ অভিযোগ না পেলে সক্রিয় হয় না৷

সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী ক্যালিফর্নিয়া রাজ্যের প্রাপ্তবয়স্কদের জন্য ছবি বা দের অভিনেতাদের কন্ডোম দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, শুটিংয়ের সময় কন্ডোম ব্যবহার করা হচ্ছে৷ ফিল্মের চূড়ান্ত সংস্করণে কন্ডোম না দেখা গেলে আপত্তি নেই, কিন্তু প্রযোজকদের প্রয়োজনে প্রমাণ করতে হবে যে, কন্ডোম ব্যবহার করা হয়েছে৷

জরিপ থেকে দেখা যাচ্ছে যে, রাজ্যের ভোটারদের ৫৩ শতাংশ ৬০ নম্বর প্রস্তাবটির পক্ষে, যদিও রাজ্যের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় দলই এই প্রস্তাবের বিরুদ্ধে৷

এসি/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ