1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কন্যা সন্তানের নাম ‘লাইক’

১৯ মে ২০১১

লাইক মানে পছন্দ করা৷ ইংরেজি এই শব্দটির ব্যবহার বহুকালের৷ সাম্প্রতিক সময়ে লাইক এর ব্যবহার আরো বাড়িয়ে দিয়েছে ফেসবুক৷ সেখানে কিছু পছন্দ হলে, ভালো লাগলে বা কাউকে অনুসরণ করতে চাইলে, লাইক বোতামটি চেপে দিলেই হয়৷

Screenshot Facebook Like button

সেই লাইক এবার এক নবজাতকের নাম৷ ইসরায়েলের এক দম্পতি তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন লাইক৷ লাইক এর বাবা লিওর এডলার এবং মা ভেরডিট গণমাধ্যমকে জানান, আমরা কন্যার জন্য এমন একটা নাম খুঁজছিলাম যেটি হবে, আধুনিক এবং অনন্য৷

ফেসবুকে কোন বন্ধুর স্ট্যাটাস, ছবি বা পোস্ট পছন্দ হলে যেকেউ লাইক করতে পারে৷ সেই লাইক শব্দটিকেই কন্যার জন্য বাছাই করেন লিওর এডলার৷ তিনি বলেন, ইসরায়েলে লাইক নামে আর কেউ নেই৷ সুতরাং এই নামটি অনন্য৷ তাছাড়া বর্তমানে লাইক শব্দটি লাভ বা ভালোবাসা শব্দটির সমতুল্য৷

এডলারের কথায়, এটা হচ্ছে কন্যাকে ‘ভালোবাসা' নামে ডাকার আমার নিজস্ব ধরন৷

ইতিমধ্যে নাকি ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এডলার কন্যার নাম৷ তিনি যখন এই সামাজিক যোগাযোগ সাইটে নিজের সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন, তা লাইক করেছিল ৪০ জন৷ এডলারের ফেসবুক বন্ধু সংখ্যা যেখানে সাকুল্যে শ'খানেক, সেখানে ৪০টি লাইক পাওয়া কম কথা নয়৷

ইসরায়েলে এই নাম সত্যিকার অর্থেই ব্যতিক্রমী৷ কেননা, সেদেশের হেরেট্স সংবাদপত্রের তথ্য অনুযায়ী, মেয়েদের নাম হিসেবে নোওয়া, মায়া এবং টামার সবচেয়ে জনপ্রিয়৷ তাই, লাইক নামটি পুরোপুরিই অনন্য৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ