1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কপের এজেন্ডায় ‘লস অ্যান্ড ড্যামেজ’

৬ নভেম্বর ২০২২

কাল থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-এর ২৭তম আসরের শীর্ষ পর্যায়ের বৈঠক৷ আলোচনার এজেন্ডায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ক্ষতিপূরণ তহবিল৷

কাল থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-এর ২৭তম আসরের শীর্ষ পর্যায়ের বৈঠক৷ আলোচনার এজেন্ডায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ক্ষতিপূরণ তহবিল৷
মিশরের শারম আল-শাইখে এবার কপ অনুষ্ঠিত হচ্ছেছবি: Joseph Eid/AFP/Getty Images

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের জন্য একটি নতুন তহবিল গঠনের প্রচেষ্টা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে৷ ‘লস অ্যান্ড ড্যামেজ' নামের এই তহবিল গঠনের বিষয়টি এতদিন সম্মেলনের মূল এজেন্ডাতেই রাখতে চায়নি উন্নত বিশ্বের কয়েকটি দেশ৷ কিন্তু মিশরে বসা কপের ২৭তম আসরের আগে এই তহবিলের বিষয়টি নিয়ে এতটাই চাপ তৈরি হয়, যে রোববার এজেন্ডা ঠিক করার দিন তা সবার ভোটে পাশ হয়৷

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো ‘লস অ্যান্ড ড্যামেজ' নামে একটি তহবিল গঠনের চেষ্টা করছে বহুদিন ধরে৷ গত বছর গ্লাসগো সম্মেলনেও এ নিয়ে জোর দাবি তোলা হয়৷ কিন্তু উন্নত দেশগুলো তহবিল নয়, বরং এ নিয়ে আগামী তিন বছর মূল এজেন্ডার বাইরে আলোচনা চালিয়ে যাবার কথা বলে৷ সম্প্রতি একের পর এক বড় বড় দুর্যোগের ফলে এ নিয়ে চাপ তৈরি হয়৷ এর আগে ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনে সিদ্ধান্ত হয়, ২০২০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার গরিব দেশগুলোকে দেবে৷ সেই প্রতিশ্রুতিও রাখেনি তারা৷ বিশ্লেষকরা বলছেন, তহবিলটি মূলত অভিযোজন ও প্রশমনের জন্য৷ তাদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়ছে৷ এই পরিস্থিতিতে  অভিযোজন এবং প্রশমনের জন্য প্রকল্প হাতে নেওয়া ছাড়াও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যও মোটা অংকের অর্থনৈতিক সযোগিতা প্রয়োজন৷

জ্বালানি বিশেষজ্ঞ সালীমুল হক জানান, মানবসৃষ্ট দুর্যোগের কারণে পাকিস্তানের বন্যা দ্বিগুণ ভয়াবহ হয়েছে৷ তিনি বলেন, ‘‘অভিযোজন এবং প্রশমন প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে৷ মানুষ ক্ষতির মুখে পড়ছে৷ তাদের সহযোগিতা দরকার৷ আর এ জন্য আমাদের তহবিল দরকার৷’’

কপ প্রেসিডেন্ট নির্বাচন

রোববার একইসঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরিকে আনুষ্ঠানিকভাবে কপ২৭-এর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে৷অ নির্বাচিত হবার পর সবার উদ্দেশ্যে শুকরি বলেন, ‘‘আজ এমন একটা সময় আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন রাজনৈতিক টানাপোড়েনের জের বইতে হচ্ছে পুরো বিশ্বকে৷ বিশ্ব জ্বালানি ও খাদ্য সংকট দেখছে৷ সে যাই হোক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা যেন প্রভাব না ফেলে৷’’

মিশরের শারম আল-শাইখে এবার কপ অনুষ্ঠিত হচ্ছে৷ পঞ্চাশ হাজারেরও বেশি অংশগ্রহণকারী এবার নিবন্ধন করেছেন৷ উপস্থিতির দিক থেকে এটি অন্যতম বড় সম্মেলন হতে যাচ্ছে৷ সোম ও মঙ্গলবার হবে শীর্ষ পর্যায়ের বৈঠক৷ সেখানে বিশ্বনেতারা অংশ নেবেন৷ এরপর ১৮ নভেম্বর পর্যন্ত চলবে আলোচনা ও বৈঠক৷ এবার যেসব বিষয় আলোচনার মূলে থাকবে, তার মধ্যে রয়েছে অভিযোজনে অর্থায়ন বাড়ানো, কার্বন নিঃসরণ কমানোর নতুন লক্ষ্যমাত্রা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং লস অ্যান্ড ড্যামেজের অর্থায়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ