1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

৩১ জানুয়ারি ২০১৩

রাত পোহালেই ঢাকায় শুরু হবে একুশে বইমেলা৷ মেলা শুরুর অনেক আগেই একটা খবর সবার নজর কেড়েছিল৷ মেলায় নাকি এবার রবীন্দ্রনাথের বই নিষিদ্ধ! কবি শামীম রেজা জানালেন, খবরটা আসলে কিছু সংবাদ মাধ্যমের বাড়াবাড়ি৷

ছবি: DW

১লা ফেব্রুয়ারি বিকাল ৩টায় বাংলা একাডেমী চত্বরে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মেলা শুরুর আগে বাংলা একাডেমীর উপপরিচালক (সমন্বয় ও গণযোগাযোগ) মুর্শিদ উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাডেমী সংলগ্ন সড়কে এবার কোনো স্টল থাকছে না৷ তিনি আরো জানান, এবারের বইমেলায় মোট ২৩৬টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে, এর বাইরে ২০টি সরকারি প্রতিষ্ঠান এবং আটটি সেবামূলক প্রতিষ্ঠানেরও স্টল থাকবে৷ বরাবরের মতো ‘লিটল ম্যাগ চত্বর' থাকবে বলেও জানিয়েছেন বাংলা একাডেমীর উপপরিচালক৷ একাডেমী প্রাঙ্গণে এখন স্টল সাজানো চলছে৷ মেলা উপলক্ষ্যে বাংলা একাডেমী ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে একাডেমীর পক্ষ থেকে৷

[No title]

This browser does not support the audio element.

এসব খবর বাংলাদেশের সব প্রচার মাধ্যমেই কমবেশি এসে গেছে৷ তবে একটি বিষয় নিয়ে জানার কৌতূহল তাতে নিশ্চয়ই মেটেনি৷ এবার একটি অনলাইন সংবাদপ্ত্রসহ বেশ কয়েকটি মাধ্যমে খবর এসেছিল, বইমেলায় নাকি এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই রাখতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমী৷ বাংলা সাহিত্যের একমাত্র নোবেলজয়ীকে বাঙালির প্রাণের মেলা থেকে বিচ্ছিন্ন করে দেয়ার খবর আহত করেছিল অনেককে৷ কবি, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়টি স্বাভাবিক কারণেই গুরুত্ব পেয়েছে৷ সাক্ষাৎকারে পাঠকসমাজকে আশ্বস্ত করা খবরই দিয়েছেন শামীম রেজা৷ বাংলা একাডেমীর মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়ার দাবি করে তিনি বলেছেন, ‘‘রবীন্দ্রনাথের বই থাকবেনা এ খবর বিভ্রান্তিকর, এটা মিডিয়ার একটা অংশের বাড়াবাড়ি৷''

শামীম রেজার বক্তব্য অনুযায়ী, একাডেমী এবার ঠিক করেছে মেলায় শুধু বাংলাদেশের প্রকাশকদের বইই রাখা হবে৷ যে দেশের যে লেখকের বই-ই হোক, প্রকাশক যদি বাংলাদেশের হয় তাহলে কোনো সমস্যা নেই, সুতরাং রবীন্দ্রনাথের বই ‘নিষিদ্ধ' করার খবর সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়৷

একাডেমীর বাইরে কোনো স্টলের ব্যবস্থা না রাখার পক্ষেও যুক্তি দেখিয়েছেন শামীম রেজা৷ তাঁর মতে, বাইরের স্টলগুলোতে মূলত ‘পাইরেটেড' বই-ই রাখা হয়৷ তাই এর বিরুদ্ধে বাংলা একাডেমীর অবস্থানকে সব লেখকের জন্য কল্যাণকর এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য বলেই মনে করেন শামীম রেজা৷ মেলার পরিসর কমে যাওয়ায় সমস্যা হবে কিনা জানতে চাইলে তরুণ কবি শামীম রেজা বলেন, ‘‘নতুন একটা উদ্যোগ, সুতরাং দেখাই যাক না!''

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ