1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কবিগুরুর প্রতি মঙ্গেশকর পরিবারের শ্রদ্ধাঞ্জলি

১১ আগস্ট ২০১১

গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন লতা, আশা, ঊষাসহ মঙ্গেশকর পরিবার৷ রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষ্যে কলকাতায় আসেন লতা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা৷

Screenshot der Seite tagoreweb.in Flash-Galerie Rabindranath Tagore ###Hinweis: Bild nur in Zusammenhang mit der Berichterstattung der Seite verwenden!###
কবিগুরুকে শ্রদ্ধা জানালেন লতাছবি: tagoreweb.in

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘টেগোর ফরএভার' অনুষ্ঠানে মুম্বই থেকে এসে উপস্থিত হয়েছিলেন মঙ্গেশকর পরিবারের সবাই৷ ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর৷

অনুষ্ঠানে ৮১ বছর বয়সি প্রবীণ সংগীতশিল্পী লতা মঙ্গেশকর বলেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই৷'' এরপর তিনি গেয়ে শোনান ‘তোমার হলো শুরু আমার হলো সারা' গানটি৷ আরেক কিংবদন্তি শিল্পী লতার বোন আশা ভোঁসলে পরিবেশন করেন ‘বড় আশা করে এসেছি গো' গানটি৷

‘টেগোর ফরএভার' অনুষ্ঠানে মুম্বই থেকে এসে উপস্থিত হন মঙ্গেশকর পরিবারছবি: AP

কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করেছিলেন চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষ৷ এতে আরো অংশ নেন সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত এবং লোপামুদ্রা মিত্র৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ