1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম মৃত্যুবার্ষিকী আজ

৬ আগস্ট ২০১২

আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণ দিবস৷ ১৩৪৮ বঙ্গাব্দের এদিন ৮০ বছর বয়সে জোড়াসাঁকোর বাড়ির দু’তলায় মারা যান এই বিশ্বকবি৷ ধুলির ধরা থেকে চিরদিনের মতো বিদায় নেন বাঙালির প্রাণের স্পন্দন ‘আলোঝলমল রবি’৷

Rabindranath Tagore (1861-1941), indischer Dichter und Humanist, Schriftsteller, Philosoph, Komponist / Personen, Portrait, Porträt, writer, composer, poet, Literatur, Mann Vollbart / HisPer
ছবি: picture-alliance/dpa

রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে৷ তাঁর লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয়৷ আনন্দে, বেদনায় এমনকি দ্রোহে এখনও রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উত্স৷

ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সংগীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন৷ রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছে৷

রবীন্দ্রনাথের দার্শনিক চেতনা ছিল, শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়৷ মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই-ই ধর্ম৷ তাঁর দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন৷ কবি বিশ্বাস করতেন বিশ্বমানবতায়৷ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শনের অন্বেষণ করেছেন৷

রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ৷ বাংলার দিকপাল কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ৷ মাত্র আট বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন৷ ১৮৮৭ সালে মাত্র ষোল বছর বয়সে ‘ভানুসিংহ' ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়৷

গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন৷ তিনিই প্রথম সাহিত্যিক যিনি ইউরোপীয় না হয়েও নোবেল পুরস্কার জয় করেন৷ নোবেল ফাউন্ডেশন তাঁর এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি ‘গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ' রূপে৷ তাঁর লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটি বাংলাদেশের জাতীয় সংগীত৷ ‘জনগণমন-অধিনায়ক জয় হে' ভারতের জাতীয় সংগীতটিও তাঁরই লেখা৷

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেল সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ