উর্দুতে পাকিস্তানের হয়ে হুমকি দেয়া এক চিঠি৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা সেই চিঠি বেলুনে ঢুকিয়ে বেলুনটি বেঁধে দেয়া হয়েছিল এক কবুতরের শরীরে৷ সেই কবুতরটিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ৷
বিজ্ঞাপন
উর্দুতে পাকিস্তানের হয়ে হুমকি দেয়া এক চিঠি৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা সেই চিঠি বেলুনে ঢুকিয়ে বেলুনটি বেঁধে দেয়া হয়েছিল এক কবুতরের শরীরে৷ সেই কবুতরটিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ৷
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার আগেই এলো এক মজার খবর৷ এক কবুতরকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ৷ কবুতরের অপরাধ, সে ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনার হুমকি সম্বলিত একটি চিঠি বহন করেছে৷
জানা গেছে, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে ১৯৭১-এর ইতিহাস টেনে বলা হয়েছে, ‘‘মোদী, আমরা কিন্তু এখন আর ১৯৭১-এর মতো নেই৷এখন আমাদের প্রতিটি শিশুও ভারতের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি৷ ''
ভারত-পাকিস্তানের সীমান্তের কাছে পাওয়া গেছে চিঠিটি এবং চিঠিটি লেখা হয়েছে উর্দুতে৷ তাই চিঠিটি পাকিস্তান থেকেই পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনা তদন্তের জন্যই পত্রবাহক কবুতরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ভারতে পাকিস্তানি যে ৭ তারকাকে নিষিদ্ধ করার দাবি উঠেছে
ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে, এর জের ধরে এবার সাতজন পাকিস্তানি তারকাকে ভারতে নিষিদ্ধের দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ অবিলম্বে তাঁদের ভারত ছাড়ার হুমকি দিয়েছে সংগঠনটি৷
ছবি: Getty Images/AFP/STR
ফাওয়াদ খান
বর্তমানে বলিউডে সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি তারকা ফাওয়াদ খান৷ ২০১৪ সালে ‘খুবসুরত’ মুভির মাধ্যমে তিনি বলিউডে ঘাঁটি গাড়েন৷
ছবি: STRDEL/AFP/Getty Images
মীরা
পাকিস্তানি অভিনেত্রী মীরা যখন বলিউডে পদার্পণ করলেন, তখন তাঁকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল৷ বলিউডে তাঁর সবশেষ মুভি ‘ভড়াস’, যা ২০১৩ সালে মুক্তি পায়৷
ছবি: Getty Images/AFP/STR
বীণা মালিক
বীণা মালিক বিগ বস-এর মাধ্যমে ভারতীয় মিডিয়ায় আলোচনায় আসেন৷ এরপর তিনি বলিউডে প্রবেশ করেন৷ ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তাঁর প্রথম হিন্দি ছবি৷ কিন্তু দর্শক তাঁকে ভালোভাবে নেয়নি৷
ছবি: Getty Images/AFP/STR
আতিফ আসলাম
গায়ক অভিজিতসহ বলিউডের বেশ কিছু ব্যক্তি বরাবরই আতিফ আসলামের বিরোধিতা করে আসছেন৷ কিন্তু এরপরই বলিউডের বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম৷
ছবি: Getty Images/AFP/STRDEL
জাবেদ শেখ
‘জান্নাত’, ‘যুবরাজ, ‘তামাশা’সহ বেশ কিছু জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন জাবেদ শেখ৷
ছবি: DW/T. Saeed
আলী জাফর
‘তেরে বিন লাদেন’ ছবির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন আলী জাফর৷ এরপর বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি৷
ছবি: Imago/Hindustan Times/W. Gashroo
রাহাত ফাতেহ আলী খান
‘তুঝে দেখ দেখ সোনা’ রাহাত ফাতেহ আলী খানের অন্যতম জনপ্রিয় গান৷ এরপরও বহু হিন্দি চলচিত্রে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের৷