‘কবে জাগবে আমাদের বিবেক?'
২৩ অক্টোবর ২০১৪ধর্ষণের শিকার তিন সন্তানের জননী ঐ দিন মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে শার্শা উপজেলার ভবানীপুরে খালাতো বোনের বাড়ি যাচ্ছিলেন৷ রাস্তায় আট-দশজন দুর্বৃত্ত তাঁদের দুজনকে ধরে অদূরে নির্জন স্থানে নিয়ে একসঙ্গে পিঠমোড়া করে বাঁধে৷ এরপর তারা ওই নারীকে ধর্ষণ করে৷
#twitter:525124034376118272#
টুইটারে এই খবরটি অনেকেই শেয়ার করেছেন৷
#tweeter:522310335806455809#
#tweeter:525184597961625600#
ফেসবুকে প্রথম আলোর এই খবরটি শেয়ার করে হানিফ বিন সোহরাব লিখেছেন, প্রকৃত পুরুষ কখনোই নারীকে ধর্ষণ করেন না৷ তিনি লিখেছেন,
‘‘কবে আমাদের ঘুম ভাঙবে৷ কবে আমরা মানুষ হব৷ কেন এই সব অপরাধীদের শনাক্ত করে আমরা মেরে ফেলছি না৷ একটা অন্যায়ের পর সঠিক বিচার কার্যকর না করা মানে আরো একশো টা অপরাধ করার জন্য উৎসাহিত করা৷''
খালেদ মাহমুদ একই বিষয় নিয়ে ফেসবুক পাতায় লিখেছেন,
‘‘এ ধরনের বিভীষিকাময় সংবাদ আমাদের যেন গা সওয়া হয়ে গেছে৷ আমাদের নীতিনির্ধারকেরাও যেন সংবেদনশীলতা হারিয়ে ফেলেছেন৷ না হয়, ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে জাহান্নামের এই কীটগুলো গ্রেফতার হবার কথা৷ নাগরিক সমাজের প্রত্যাশা, ন্যূনতম সময়ের মধ্যে এরা গ্রেফতার হবে এবং প্রয়োজনে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে৷ অন্যথায় সমাজ ও রাষ্ট্রের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে৷''
জহুরুল ইসলাম সামহয়্যার ইন ব্লগে লিখেছেন, ‘‘
‘‘একজন মহিলা যিনি তিন সন্তানের জননী তার ছোট ভাইয়ের সাথে বেঁধে রেখে ৭ জন মিলে ধর্ষণ করল দুর্বৃত্তরা৷ এই দুর্বৃত্তদের মা যদি জানত তাদের এই সন্তানগুলো একদিন এ ধরনের কাজ করবে তাহলে মনে হয় তাদের জন্মও দিত না৷ কিসের সাথে তুলনা করব তাদেরকে কুকুর? তাতে মনে হয় কুকরকেও ছোট করা হয়৷ এতোখানি বিবেকহীন এতোটা মূল্যবোধের অবক্ষয় মানুষের কীভাবে হতে পারে? এতোটা হিংস্র কীভাবে হয় মানুষ?''
তিনি আরো লিখেছেন, ‘‘প্রত্যক্ষ আর পরোক্ষ যেভাবে হোক না কেন এর জন্য আমাদের দেশের আইনি ব্যবস্থা দায়ী, দায়ী আমাদের সরকার, দায়ী আমাদের প্রশাসন, দায়ী আইন প্রয়োগকারী সংস্থা৷''
আক্ষেপ করে লিখেছেন, ‘‘এত কষ্টে অর্জিত এই দেশে আমরা কি একটু নিরাপদে বাঁচতে পারব না? আমাদের স্বজনরা নিরাপদে চলাফেরা করতে পারবে না? আমরা নাকি নারীর অগ্রগতির জন্য জাতিসংঘ থেকে অ্যাওয়ার্ড পেলাম কিন্তু নারীর নিরাপত্তার অ্যাওয়ার্ডটা কই? কবে পরিবর্তন হবে আমাদের মূল্যবোধ? কবে জাগবে আমাদের বিবেক?''
টুইটারে দেশের নানা স্থানে ধর্ষণের ব্যাপারগুলোও উঠে এসেছে৷ সেলিম সামাদ লিখেছেন বাঙালি মুসলিমদের হাতে আদিবাসী নারীর ধর্ষণের কথা৷
#tweeter:499453501949214720#
রিয়াজুল ইসলাম ধর্ষণ নিয়ে তসলিমা নাসরীনের একটি প্রবন্ধ টুইটারে শেয়ার করেছেন৷
#tweeter:404269595881525250#
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: সঞ্জীব বর্মন