1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের উদ্বোধন করবেন প্রিন্স চার্লস

২৮ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথ গেমসের উদ্বোধন করবেন কে? এই নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে জল্পনা-কল্পনা চলছে, ব্রিটিশ রাজ পরিবারের ঘোষণার পরে শেষ পর্যন্ত তার অবসান হলো৷

কমনওয়েল্থ গেমসের উদ্বোধনী দিনে দেখা যাবে রাজকুমারকেছবি: AP

সোমবারের ঐ ঘোষণায় বলা হয়েছে, ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাটিলের পরিবর্তে কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রিন্স চার্লস৷

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কাজ এখনো চলছেছবি: picture alliance/dpa

ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারীই কমনওয়েলথ গেমসের উদ্বোধন করতে যাচ্ছেন, এই খবর চার্লসের কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে৷ কমনওয়েলথের আনুষ্ঠানিক প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবেই প্রিন্স চার্লস ভারতে যাচ্ছেন৷ ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো রানি এই ইভেন্টটিতে যোগ দিচ্ছেন না৷ প্রিন্স চার্লসের কার্যালয় আরো জানিয়েছে, দিল্লির উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স অফ ওয়েলস এবং ভারতের প্রেসিডেন্ট, দু'জনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ প্রিন্স অফ ওয়েলসের বিস্তারিত কর্মসূচি জানা না গেলেও, গেমস উদ্বোধনের পরে তিনি রানির ব্যাটন বার্তাটি পড়বেন৷

এদিকে নরফোক আইল্যান্ডের পরে কমনওয়েলথ ‘ভিলেজ'-এ স্কটল্যান্ড তাদের পতাকা উত্তোলন করেছে আনুষ্ঠানিকভাবে৷ এর পরে স্কটল্যান্ড দলকে স্বাগত জানানো হয় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে৷ যা এই দলের সদস্যরা উপভোগ করেন৷ নতুন দিল্লির দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অতিথিদের স্বাগত জানায়৷ ঐতিহ্যবাহী পোশাকে নেচে, গেয়ে ১২৫ সদস্যের স্কটল্যান্ড দলের সদস্যদের মুগ্ধ করে ছেলেমেয়েরা৷ স্কটল্যান্ড দলের মহিলা হকি খেলোয়াড় লিগ ফসেট গুলাল বা আবির দেখে দারুণ মুগ্ধ ৷ তিনি বলেন, এ এক অসাধারণ অভিজ্ঞতা৷

ভিলেজ-এর মেয়র দলবীর সিং,অ্যাথলিটদের আনুষ্ঠানিকভাবে ভিলেজ-এ স্বাগত জানান৷ তিনি বলেন, বাড়ির বাইরে অ্যাথলীটদের এটিই বাড়ি৷ পরে স্কটরা তাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ মেয়রকে একটি স্কটিশ হুইস্কি উপহার দেয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ