1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের থিম সং এ আর রহমানের

১৬ আগস্ট ২০১০

অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন দিল্লিতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস৷ ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর৷ দুই মাসেরও কম সময় বাকি৷ আর এই সময়ের আগেই শেষ করে ফলতে হবে সকল আয়োজনের খুঁটিনাটি৷

এ আর রহমানছবি: APImages

খুব স্বাভাবিকভাবেই, দারুণ একটি খেলার আসর উপহার দিতে চান ভারতের ক্রীড়া মন্ত্রণালয়৷ কিন্তু এতে অনেক বাধা৷ এই পরিস্থিতিতে ক্রীড়ামন্ত্রী এমএসগিল জানিয়েছেন, আগামী সপ্তাহ দু'য়েকের মধ্যে সকল কাজ বিশেষ করে ভেন্যুর নির্মান কাজ চূড়ান্ত করে ফেলতে পারবেন তাঁরা৷ তিনি জানিয়েছেন, সবগুলো ভেন্যুর কাজ প্রায় শেষ হয়ে গেছে৷ এই কয়েকদিনে রঙের শেষ আচড়টা দিতে হবে মাত্র৷

গেমসের থিম সং কোনটা হবে, তা নিয়ে বেশ হিসাব কষতে হয়েছে আয়োজকদের৷ পরে অস্কার বিজয়ী গায়ক এ আর রহমানের ‘স্বাগতম' গানটিকেই নির্বাচন করা হয়েছে থিম সং হিসাবে৷ কমনওয়লেথ গেমস'কে সফল করে তোলার জন্য যে মন্ত্রিসভা কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যরাই গত ১৫ আগস্ট বসে এই গানটি নির্বাচন করেন৷

ইতিমধ্যে গতকালই গেমসের সমস্ত দায়িত্ব নিয়ে নেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ অবশ্য নেবেনই বা না কেন? গত বেশ কিছুদিন ধরে এই কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ চলছে৷ আর সম্প্রতিতে ফেডারেশনগুলোর নেতারা যে আচরণ করছেন, তাতে গেমসের আয়োজনে যে কি রকম হবে - তা নিয়ে সকলের মধ্যে রয়েছে দুঃশ্চিন্তা৷ এ ধরণের কাজে সাধারনত মাথা ঘামাননা সরকার প্রধানরা৷ মন্ত্রী সামন্তরাই কাজটি করেন৷ কিন্তু গেমস আয়োজন নিয়ে সংশ্লিষ্ট মহলের কর্মকাণ্ডের পর মাথা ঘামানো ছাড়া প্রধানমন্ত্রীর কোন উপায়ই ছিল না৷ আর দায়িত্ব নিয়েই তিনি নির্দেশ দিয়েছেন, ‘‘কাজে গাফিলতি নয়, সঠিকভাবে এবং সময় মেনে কাজ করুন৷ আমি দ্রুত সব কিছু প্রস্তুত দেখতে চাই৷''

গেমসের অবকাঠামো নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ইতোমধ্যেই৷ কয়েকদিন আগে দুর্নীতিবিরোধী বিশেষজ্ঞ দল স্টেডিয়াম নির্মাণসহ নানা কাজে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়েছেন৷ নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ভেন্যুর কাজ৷ আর এসব অভিযোগ নিয়ে সংসদে কথা বলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী এমএস গিল৷ ফলে অনেকটা দায় মাথায় নিয়ে গেমস কমিটির কোষাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান অনিল খান্না৷

এদিকে, প্রধানমন্ত্রীর কথার সঙ্গে সুর মিলিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত৷ তিনি বলেন, গেমস আয়োজনে কারও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, তাকে শাস্তি পেতেই হবে, কোন ছাড় দেয়া হবে না৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ