1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমস দুর্নীতিতে সুরেশ কালমাডি গ্রেপ্তার

২৫ এপ্রিল ২০১১

দুর্নীতির অভিযোগে কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির সাবেক চেয়ারম্যান সুরেশ কালমাডিকে আজ নতুনদিল্লিতে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ কালমাডির দুজন সহকর্মীকে আগেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল৷

সুরেশ কালমাডিছবি: UNI

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নতুনদিল্লি কমনওয়েলথ গেমস-এর আয়োজক কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুরেশ কালমাডিকে অবশেষে আজ গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ জানা গেছে, আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নতুনদিল্লির সিবিআই সদর দপ্তরে ডেকে পাঠিয়ে সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়৷ কালমাডির বিরুদ্ধে অভিযোগ, কুইনস ব্যাটন রিলে এবং টাইমস স্কোরিং ও রেজাল্ট টিএসআর মেশিনপত্র কেনায় তিনি অনিয়ম করেছিলেন৷

কালমাডির দুই সহকর্মীকে কমনওয়েলথ গেমস দুর্নীতি নিয়ে আগেই গ্রেপ্তার করা হয়েছিল৷ বাকি ছিলেন আয়োজক কমিটির সাবেক চেয়ারম্যান সুরেশ কালমাডি৷ প্রথম থেকেই তাঁর দিকে তদন্ত সংস্থার নজর থাকলেও যথেষ্ট প্রমাণ সংগ্রহের অপেক্ষা করা হচ্ছিল৷ তিনবার তাঁকে জেরা করা হয়৷ কিছুদিন আগে তদন্তকারী সংস্থার দুজন অফিসার কুইনস ব্যাটন রিলে এবং এএম ফিল্মস কোম্পানির কাছ থেকে তথ্যপ্রমাণ সংগ্রহে লন্ডনে যান৷ সেখান থেকে তাঁরা জানতে পারেন, কুইনস ব্যাটন রিলে অনুষ্ঠানের জন্য ট্যাক্সি, বহনযোগ্য টয়লেট, বিশাল পাবলিক টিভি স্ক্রিন ভাড়া বাবদ এএম ফিল্মসের মালিক আশিষ প্যাটেলকে বাজার দামের চেয়ে বেশি টাকা নগদে পেমেন্ট করার অনুমতি দেন কালমাডি তাঁর সহকর্মী সঞ্জয় মহেন্দ্রুর অনুরোধে৷ যদিও ঐ কোম্পানির সঙ্গে লিখিত কোন কন্ট্রাক্ট ছিলনা এমনটাই অভিযোগ৷ অন্য দুটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছিল একতরফাভাবে৷

টাইম স্কোরিং এবং রেজাল্ট জানানোর উপকরণ সরবরাহের জন্য একটি সুইস কোম্পানিকে বরাত দেয়া হয় বাজার দামের চেয়ে বেশি দামে৷ ঐ সুইস কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট হায়দ্রাবাদ-ভিত্তিক এ আর কনস্ট্রাকশন কোম্পানিকে দেয়া হয় ১৩কোটি টাকা৷

সুরেশ কালমাডি মহারাষ্ট্রের একজন ওজনদার সাংসদ৷ তাঁর এইভাবে গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর অস্বস্তি বাড়লো৷বিরোধী বিজেপির মতে এটা চোখে ধুলো দেওয়া৷ কেন্দ্রের ইউপিএ সরকার কোন তদন্তেই হস্তক্ষেপ করেনি৷ প্রতিটি তদন্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার নিজের পথে চলেছে৷ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন. ৬০০ কোটি টাকার কমনওয়েলথ গেমস দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকেআসামীর কাঠগড়ায় আনতে হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ