খরচ বেড়ে গেছে, তাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে সরে এলো।
২০২২ সালে কমনওয়েলথ গেমসের উদ্বোধনের ছবি। ছবি: Stephen Lock/i Images/IMAGO
বিজ্ঞাপন
গতবছর এপ্রিলে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন করতে রাজি হয়। তার আগে অন্য কোনো দেশ ২০২৬ সালের কমনওয়েলথ গেমস নিয়ে কোনো উৎসাহ দেখায়নি। কিন্তু সেই ভিক্টোরিয়াও এবার সরে দাঁড়ালো। তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ভিক্টোরিয়ার তরফে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, গেমস আয়োজনের খরচ তিনগুণ বেড়ে গেছে। এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।
ড্যানিয়েল জানিয়েছেন, গতবার গেমস কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছিলেন, তারা যাতে গেমসের আয়োজন করেন। তারা রাজি হয়েছিলেন। তারা গেমস করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য তো যে কোনো মূল্য দেয়া সম্ভব নয়।
সোনাজয়ী বাঙালি ভারোত্তোলকের লড়াইয়ের কাহিনি
অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। অতি গরিব পরিবার থেকে আসা অচিন্ত্যকে অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছাতে হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
অচিন্ত্যর লড়াই
কলকাতার পাশে হাওড়ার পাঁচলায় দেউলপুর গ্রামে অচিন্ত্যর বাড়ি। গরিব গ্রামের অতি গরিব পরিবারের ছেলে। এমন পরিবার যাদের মাসের আয় হাজার তিন-চার টাকা। জরাজীর্ণ বাড়ি। টালির ছাদ। প্রতিদিনের খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখান থেকে উঠে এসেছে এই চ্যাম্পিয়ন।
ছবি: Satyajit Shaw/DW
অচিন্ত্যর স্কুল
এই স্কুলেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে অচিন্ত্য। তারপর বাবা মারা যাওয়ায় আর পড়া এগোয়নি। লেগে পড়তে হয়েছে কাজে।
ছবি: Satyajit Shaw/DW
প্রশিক্ষণের জায়গা
এখানেই প্রশিক্ষণ করত অচিন্ত্য। অষ্টম দাসের কাছে। নিজের বাড়িতে অতি সাধারণ বা বলা ভালো ন্যূনতম সরঞ্জাম নিয়ে কোচিং করান অষ্টম। এখানেই দিনের পর দিন পড়ে থেকে ভারোত্তোলনের টেকনিক শিখেছে অচিন্ত্য।
ছবি: Satyajit Shaw/DW
মায়ের অবদান
অচিন্ত্যের বাবা ভ্যান চালাতেন। কিন্তু খুব কম বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান। তখন হাল ধরতে হয়েছে মা-কে। তিনি জরির কাজ করতে থাকেন। একসময় অলোক ও অচিন্ত্যও জরির কাজ করেছে। এভাবেই ছেলেকে তৈরি করেছেন তিনি।
ছবি: Satyajit Shaw/DW
কষ্ট সার্থক
অচিন্ত্যর মা পূর্ণিমা জানালেন, তার কষ্ট সার্থক। একটা সময়ে তিনি ও তার দুই ছেলে মিলে জরির কাজ করে প্রতি সপ্তাহে সাতশ টাকা পেতেন। তাই দিয়ে সংসার চালাতে হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
দাদার কৃতিত্ব
অচিন্ত্যর দাদা অলোক শিউলি আসলে ভারোত্তোলন শিখতেন অষ্টম দাসের কাছে। তিনিই ভাইকে নিয়ে যান কোচের কাছে। বাবা মারা যাওয়ার পর সংসারের ভার নিতে হবে বলে ভাইকেই এগিয়ে দেন তিনি। নিজে পিছনে চলে যান। উপমহাদেশের পরিবারের বড় ভাইয়ের সেই আত্মত্যাগের কাহিনি। এখন ভাইয়ের কৃতিত্বে উদ্বেল হন তিনি।
ছবি: Satyajit Shaw/DW
সোনা জেতার পর
অচিন্ত্যও সোনা জেতার পর তার মা, দাদা ও কোচের অবদানের কথা বলেছেন। আসলে তারা না থাকলে সোনা তো দূরে থাক, ভারোত্তোলকই হতে পারতেন না তিনি।
ছবি: Satyajit Shaw/DW
মেডেল ঝুলিয়ে রাখা
অচিন্ত্যদের কোনো আলমারি নেই। তাই বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া সোনা, রুপো, ব্রোঞ্জের মেডেল ঝুলিয়ে রাখতে হয় এভাবেই।
ছবি: Satyajit Shaw/DW
একটা ডিমের জন্য
একটা ডিমসেদ্ধ ও এক প্লেট ঘুগনির জন্য ধান পর্যন্ত বয়েছেন অচিন্ত্য। তার দাদা অলোক জানিয়েছেন, সেনা অ্যাকাডেমিতে ট্রেনিং করতে যাওয়ার পর ভাই ভালো করে খেতে পেরেছে। কোচ অষ্টমও বলেছেন, তারপর থেকে অচিন্ত্যর পেশি সুগঠিত হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
কোচ অষ্টম দাস
অচিন্ত্যর এই লড়াইয়ে সবসময় পাশে থেকেছেন কোচ অষ্টম দাস। এমনকি তিনি ১৫ হাজার টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করেছেন। অষ্টম বলেছেন, ''আমি ১৬০ জনকে কোচিং করিয়েছি। কিন্তু আমার পরিকাঠামো সামান্য। আমাকে যদি সাহায্য করা হয়, তাহলে আমি এরকম আরো অচিন্ত্য তৈরি করব।''
ছবি: Satyajit Shaw/DW
শিক্ষকের কথা
অচিন্ত্যর স্কুলে বাংলা শিক্ষক দিলীপ সিং জানিয়েছেন, অচিন্ত্য লেখাপড়ায় মাঝারি মানের ছিল। তার মনোযোগ বেশি ছিল খেলাধুলোয়। তবে অষ্টম শ্রেণির বেশি সে পড়তে পারেনি।
ছবি: Satyajit Shaw/DW
অলিম্পিকের জন্য
কমনওয়েলথ গেমসে সোনা জেতা হয়ে গেছে। এবার লক্ষ্য অলিম্পিক। তার জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু করবে অচিন্ত্য। উপরের ছবিতে কোচ অষ্টম ভাবিষ্যতের অচিন্ত্যদের তৈরি করতে ব্যস্ত।
ছবি: Satyajit Shaw/DW
স্কুলের হিরো
স্কুলের বাচ্চাদের কাছে অচিন্ত্য এখন হিরো। তার ছবি নিয়ে বাচ্চারা ব্যান্ড বাজিয়ে উৎসব পালন করছে। তবে অচিন্ত্যকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অলিম্পিকের মেডেল পাওয়ার চেষ্টা করতে হবে।
ছবি: Satyajit Shaw/DW
13 ছবি1 | 13
প্রথমে ধরা হয়েছিল, ভিক্টোরিয়ার তিনটি শহরে গেমস হবে। তার জন্য খরচ হবে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু এখন দেখা যাচ্ছে, খরচ হবে ছয়শ কোটি ডলার। গেমস আয়োজন করলে যে আর্থিক লাভ হবে, খরচ তার দ্বিগুণ। সে জন্যই তারা আর গেমস আয়োজন করতে উৎসাহী নন।
তবে স্টেডিয়াম নবীকরণের কাজ শেষ করা হবে।
বিরোধী নেতারা অবশ্য জানিয়েছেন, এটা ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ার কাছে বিড়ম্বনার কারণ হলো।