1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ ভিলেজে ভারতীয় বক্সার খাট ভেঙে মাটিতে পড়লেন

২৬ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথের শনির দশা কিছুটা কী কাটল? সন্দেহ যেমন আছে, সন্তোষও কিছুটা আছে৷ খানিকটা পরিষ্কার হয়েছে গেমস ভিলেজ কিন্তু ভিলেজবাসী সোনাজয়ী ভারতীয় বক্সার অখিল কুমার খাট ভেঙে নিচে পড়ে গেছেন শনিবার রাতে৷

ভারতীয় বক্সার অখিল কুমারছবি: AP

ভিলেজের বর্তমান অবস্থা

জমে থাকা জল কিছুটা সাফ হয়েছে৷ নির্মাণকাজে ব্যবহার করা বিপুল পরিমাণে বর্জ্য, যেগুলো জমে ছিল ভিলেজের অপরিচ্ছন্ন অ্যাপার্টমেন্টগুলোতে, সেগুলোরও সিংহভাগ সাফ হয়েছে৷ কমনওয়েলথের ফেডারেশন প্রধান মাইক হুপার আজ রোববার সারাদিন চক্বর খেয়েছেন গেমস ভিলেজে৷ পরে সাংবাদিকদের হুপার জানান, ‘আমি এঞ্জিনিয়ার নই, তেমন কিছু বুঝি না৷ তবে কাজ চলছে খুব দ্রুত, এটা বুঝেছি৷ যদিও বিষয়টা ভারত সরকারের দায়িত্ব৷ সবকিছু শেষ করে গেমস ভিলেজটাকে আমাদের হাতে তুলে দিতে হবে ওদের৷'

অস্ট্রেলিয়ার দুজন অ্যাথলিটের নাম প্রত্যাহার

সেই একই অভিযোগ তাঁদেরও৷ বলেছেন গেমস ভিলেজ বাসযোগ্য নয়৷ ওদিকে ডেঙ্গুও ছড়িয়ে পড়েছে এমন খবর শোনা গেছে৷ যদিও সরকারিভাবে অবশ্যই স্বীকার করা হয়নি৷ তবে গেমস ভিলেজে জমে থাকা জল শুকিয়ে ফেলতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যে কড়া নির্দেশ দিয়েছিলেন, তা পালনের চেষ্টা চলছে৷ জমা জল সবসময়েই মশার আড্ডা৷ তাই সেটার হাত থেকে বাঁচার চেষ্টা তো করতেই হবে!

ভারতীয় বক্সার অখিল কুমার

২৯ বছর বয়সী অখিল কুমার এই গেমসে বক্সিং-এ ভারতের অনেকটাই বলভরসা৷ ২০০৬ সালে মেলবোর্নে সোনা জেতা এই বক্সার ঘুমের মধ্যে খাটের থেকে পড়ে গেছেন কাল রাতে৷ গেমস ভিলেজেই ঘুমোচ্ছিলেন অখিল৷ তারই মধ্যে এই কান্ড৷ বোঝাই যাচ্ছে, এ ধরণের পরিকাঠামোগত ত্রুটিগুলো এখনও মেরামত করা হয়নি৷ অখিল কুমারের চোট লেগেছে কিনা তা এখনও স্পষ্ট নয়৷ ব্যান্টমওয়েটে চ্যাম্পিয়ন এই বক্সার নিজের অভিজ্ঞতার কথা নিজেই সাংবাদিকদের জানিয়েছেন৷ বলেছেন, ভেঙে যাওয়া খাটটা পরীক্ষা করে তিনি দেখেছেন খাটের নিচে কোনরকম কাঠ বা প্লাইউডের তক্তাও লাগানো ছিল না৷ যার ফলে খাটটি ভেঙে পড়েছে৷

তো, এরকম কত খাট বা আসবাব গেমস ভিলেজে রয়ে গেছে কে জানে!

প্রতিবেদনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ