1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের কমলা বিপ্লব

৬ মে ২০১৩

নয় বছর আগে কমলা রংয়ে ছেয়ে গিয়েছিল কিয়েভের রাজপথ৷ গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি নির্মূল – এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাখো মানুষ জমায়েত হয়েছিল ইউক্রেনের রাজপথে৷ সব ব্যর্থ, দেশটি নাকি এখন উল্টোপথে হাঁটছে৷

ছবি: picture-alliance/dpa/dpaweb

২০০৪ সালে ইউক্রেনের গণআন্দোলন সাড়া জাগিয়েছিল সারা বিশ্বে৷ তিউনিশিয়া, মিশর, লিবিয়াসহ বেশ কিছু দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার প্রভাব ছিল বলে ধারনা করা হয়৷ কিন্তু নয় বছর পর ইউক্রেনের কী অবস্থা? ‘কমলা বিপ্লব' কি সফল? প্রশ্নটি শুনলে ইউক্রেনের মানুষই আজকাল হেসে ওঠেন৷ না হেসে উপায় আছে? মত প্রকাশের স্বাধীনতার এমন অবস্থা যে সাংবাদিককে হতে হয় খুন, খুনের আসামি গ্রেপ্তার হয়না, বিচারের বাণী সেই নিভৃতেই কাঁদে৷ আর দুর্নীতি? কিয়েভের অধিবাসী নাতালিয়ার মুখে শুধু হতাশাই ঝরলো ‘কমলা বিপ্লব'-এর পরিণাম সম্পর্কে, ‘‘আমরা খুবই হতাশ৷ সততা ও সুবিচারের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা কোনোদিন বাস্তবায়িত হবে বলে আমাদের আর বিশ্বাস হয়না৷''

ইউক্রেনে ‘অপোরা' নামের একটি বেসরকারী সংস্থার কর্মকর্তা অলগা স্ত্রেলিউক৷ ২০০৪ সালের গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি৷ আন্দোলনের সুফল কতটা পাওয়া যাচ্ছে তা জানতে চাইলে দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু একটা কথাই বললেন, ‘‘দেশ এখন সোভিয়েত অতীতের দিকেই ফিরে যাচ্ছে''৷

উটে শেফার/এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ