1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

কমলা হ্যারিস কঠোর, দক্ষ ও যোগ্য, বললেন বাইডেন

২৫ জুলাই ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ভাষণ দিলেন বাইডেন। কেন কমলা হ্যারিসকে চান তার ব্যাখ্যা দিলেন।

ওভাল অফিস থেকে ভাষণ দিচ্ছেন জো বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার পর বাইডেন এই প্রথমবার ওভাল অফিস থেকে ভা,ণ দিলেন। ছবি: Evan Vucci-Pool/Getty Images

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন যেমন প্রেসিডেন্ট হিসাবে নিজের সাফল্যের কথা বলেছেন, তেমনই কমলা হ্যারিসেরও প্রশংসা করেছেন। বাইডেন বলেছেন, ''আমি কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ।'' 

বাইডেন বলেছেন, ''কমলা আমার অসাধারণ সহযোগী ছিলেন এবং তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা।''

বাইডেন জানিয়েছেন, ''আগামী নভেম্বরে মার্কিন ভোটদাতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তার আগে তাদের গণতন্ত্রের বিপদের কথাটা জানিয়ে দেয়াটা জরুরি। অ্যামেরিকার পক্ষে সবচেয়ে বড় বিষয় হলো, এখানে রাজা বা ডিক্টেটররা কখনো শাসন করেনি। মানুষ করেছে। মানুষই ইতিহাস লিখবেন। শুধু মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে।''

বাইডেন বলেছেন, ''ভোটদাতারাই ঠিক করবেন, তারা আগে যাবেন নাকি পিছিয়ে যাবেন। তারা আশার দিকে যাবেন, নাকি ঘৃণাকে বেছে নেবেন। আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি।''

বাইডেন বলেছেন, ''প্রেসিডেন্ট হিসাবে কাজের বাকি সময়টা আমি কাজ করে যাব। যারা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, সেই কঠোর পরিশ্রমী পরিবারগুলির আর্থিক বোঝা কমাবার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকারের উপর কোনো আঘাত আসতে দেব না। আমি বারবার বলব, অ্যামেরিকায় ঘৃণা ও চরমপন্থাীর কোনো স্থান নেই। আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলব। কারণ, এটা করা জরুরি।''

বাইডেন জানিয়েছেন, ''আমি গাজায় যুদ্ধ যাতে বন্ধ হয়, তার চেষ্টা করে যাব। বন্দিরা যাতে মুক্তি পান, সেটাও নিশ্চিত করার চেষ্টা করব।''

হ্যারিসকে আক্রমণ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনা করেছেন।  বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ার পর কমলা হ্যারিসেরই প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল।

ট্রাম্প বলেছেন, ''হ্যারিস হলেন চরম বামপন্থি উন্মাদ, যার হাতে পড়লে দেশ বরবাদ হয়ে যাবে। আমরা তা হতে দেব না।''

ট্রাম্প বলেছেন, বাইডেনের আমলে যে সব বিপর্যকর সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার পিছনে কমলা হ্যারিসের হাত ছিল।

ভার্চুয়াল ভোট

জো বাইডেনের জায়গায় তাদের প্রার্থী কে হবেন, তা ঠিক করতে ১ অগাস্ট থেকে অনলাইন ভোট দেবেন ডেমোক্র্যাট সদস্যরা।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই খুব সম্ভবত প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছেন। কারণ, তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো নেতা দাঁড়াননি। দলের বেশ কয়েকজন শক্তিশালী নেতা হ্যারিসকেই সমর্থন করার কথা ঘোষণা করেছেন।

তবে শুধু প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীই নয়, ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থীও ঠিক করতে হবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ