1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও

২৭ ফেব্রুয়ারি ২০১২

কমিউনিটি রেডিওর টিকে থাকার সম্ভাবনা এবং মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এই প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা৷ তবে কমিউনিটি রেডিওগুলোর সমন্বয়কারী সংগঠন এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে৷

her photos are some parts of posters and book cover of the community radio conference being held in Dhaka, Bangladesh. DW/Harun Ur Rashid Swapan Feb. 2012
ছবি: DW

বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনার সাগর তীরবর্তী জনপদ আমতলীতে চালু হয়েছে কৃষি রেডিও৷ এই কমিউনিটি রেডিওটি পরিচালনা করছে সরকারের কৃষি তথ্য বিভাগ৷ সম্মেলনে যোগ দিতে আসা ওই রেডিওর শামীম মৃধা জানান, তারা কৃষি ও আবহাওয়ার তথ্য ছাড়াও সাধারণ মানুষের প্রয়োজনীয় সব তথ্যই প্রচার করছেন৷

আর চট্টগ্রামের সীতাকুন্ডের রেডিও সাগর গিরির ভাস্কর ভট্টাচার্য বললেন, তারা জোর দিচ্ছেন স্থানীয় সমস্যার ওপর৷ বিশেষ করে জাহাজ ভাঙ্গা শিল্পে দুর্ঘটনার জন্য অনেক শ্রমিক পঙ্গু হয়ে যান৷ এব্যাপারে তারা সচেতনতা সৃষ্টি করছেন৷

সম্মেলনে জার্মান দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা মুজতবা আহমেদ মুরশেদ বলেন, কমিউনিটি রেডিওর গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই৷ তবে বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলো সেই ভূমিকা রাখতে পারছে কিনা আর এর মালিকানা কার হাতে থাকবে এটিই বড় প্রশ্ন৷

গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর প্রশ্ন তোলেন কমিউনিটি রেডিওগুলোর টিকে থাকা নিয়ে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, অন্যের সহায়তা নিয়ে দীর্ঘদিন কমিউনিটি রেডিও চলতে পারবে না৷

যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর এর সাক্ষাৎকার নিচ্ছেন হারুন উর রশীদ স্বপনছবি: DW

তবে কমিউনিটি রেডিওগুলোর সমন্বয়কারী সংগঠন বিএনএনআরসি'র প্রধান নির্বাহী বজলুর রহমান বলেছেন রেডিওগুলো এখন বেসরকারি সংস্থার সহায়তায় চললেও শেষ পর্যন্ত কমিউনিটিই এর মালিক হবে৷ আর স্বাধীনভাবে এর টিকে থাকার পরিকল্পনাও করা হচ্ছে৷

সম্মেলনে অংশ নেয়া ভারতের কমিউনিটি রেডিও বিশেষজ্ঞ অর্চনা কাপুর ডয়চে ভলেকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কমিনিউটি রেডিও নিয়ে সহযোগিতার সম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখবে৷

বাংলাদেশে মোট ১৪টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হলেও গত ৬ মাসে চালু হয়েছে ১১টি৷ বাকি ৩টি শিগগিরই চালু হবে৷ তিন দিনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল কমিউনিটি রেডিওগুলোর অভিজ্ঞতা বিনিময়৷ শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ৷ সোমবার সম্মেলন শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ