1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও নিয়ে সচেতনতা বাড়ছে

২৭ ফেব্রুয়ারি ২০১১

একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের চাহিদা মেটাতে কমিউনিটি রেডিও বেশ জনপ্রিয় একটি মাধ্যম৷ তাই উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত এই ধরণের রেডিও দেখা যায়৷ যেমন দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালে সর্বপ্রথম এ ধরনের রেডিও চালু হয়৷

ফুল নিচ্ছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরীছবি: DW

বাংলাদেশেও কমিউনিটি রেডিও নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে৷ অবশেষে গত বছর এপ্রিলে ১৪টি প্রতিষ্ঠানকে এই রেডিও চালুর অনুমোদন দেয় সরকার৷ তবে এখনো কোনো রেডিও চালু হয় নি৷ তবে শোনা যাচ্ছে এ বছর এপ্রিলে বেশ কয়েকটি রেডিও অন-এয়ার' এ আসতে পারে৷

তবে এই রেডিও নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ চলছে৷ যেমন গত দু'দিন ধরে রাজশাহীতে হয়ে গেল একটি কর্মশালা৷ সেখানে শ্রোতা ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন উপজেলার ‘স্থানীয় মনিটরিং কমিটি'র সদস্যরা৷ এই কমিটিতে রয়েছেন উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা৷

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে৷ যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এবং তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: শাহরিয়ার আলম৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী ও বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান এএইচএম বজলুর রহমান৷

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কমিউনিটি রেডিও'র ইতিহাস ও এর রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন৷ এছাড়া স্বাধীনতা যুদ্ধে ‘স্বাধীন বাংলা বেতার' এর ভূমিকা নিয়েও তিনি বক্তব্য রাখেন৷

বিএনএনআরসি প্রধান বজলুর রহমান ২০০০ সাল থেকে কমিউনিটি রেডিও নিয়ে তাঁর সংস্থা যে কার্যক্রম চালিয়ে আসছে তাতে সহায়তা করার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ