1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে কমিউনিটি টেলিভিশন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশে কমিউনিটি রেডিও-র পর এবার কমিউনিটি টেলিভিশন চালুর স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা৷ সরকার অনুমতি দিলেই তাঁরা নাকি এই টেলিভিশন চালুর করার জন্য প্রস্তুত৷ তাঁদের কথায়, এতে বাণিজ্যিক টেলিভিশনের থেকে খরচ অনেক কম৷

Symbolbild - Kind vor einem Fernseher
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

বাংলাদেশে কমিউনিটি রেডিও যাত্রা শুরু করে ২০১০ সালে৷ এখন বাংলাদেশে ১৪টি কমিউনিটি রেডিও প্রতিদিন গড়ে ১০০ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করছে৷ আরো ১৮টি কমিউনিটি রেডিওকে গত বছর লাইসেন্স দিয়েছে সরকার৷ চলতি বছরেই তাদের কার্যক্রম শুরু হবে৷ কমিউনিটি রেডিওগুলার সংগঠন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন বা বিএনএনআরসি-র প্রধান নির্বাহী বজলুর রহমান ডয়চে ভেলেকে জানান, তাঁদের আশা ২০১৫ সাল নাগাদ ৬০টি এবং ২০২১ সাল নাগাদ ৪০০টি কমিউিনিটি রেডিও হবে বাংলাদেশ৷ তিনি বলেন, কমিউনিটি রেডিও এরই মধ্যে স্থানীয়, বিশেষ করে উপকূলীয় মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে৷ কারণ তাঁরা স্থানীয় ভাষায় মানুষের সমস্যা, সমাধান এবং সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান প্রচার করছে৷ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে কমিউনিটি রেডিওই সাধারণ মানুষের তথ্যের একমাত্র উত্‍স বলে জানান তিনি৷

বাংলাদেশে কমিউনিটি রেডিও যাত্রা শুরু করে ২০১০ সালে (ফাইল ফটো)

তবে এখানেই থামতে চান না তাঁরা৷ তাঁরা এখন স্বপ্ন দেখছেন কমিউনিটি টিভি-র৷ বজলুর রহমান জানান, এটা শুধু স্বপ্ন নয়, এটা বাস্তব হবে শিগগিরই৷ সরকার নীতিগতভাবে কমিউনিটি টিভি-র অনুমতি দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে৷ জাতীয় সম্প্রচার নীতিমালা ঘোষিত হওয়ার পরই সম্প্রচার কমিশন লাইসেন্সের শর্ত এবং নীতিমালা ঠিক করবে৷

তিনি বলেন, কমিউিনিটি টিভি-র চরিত্র ও নীতি হবে কমিউনিটি রেডিও-র মতোই৷ এছাড়া এই টিভি স্থাপন এবং পরিচালনার ব্যয় হবে খুবই কম৷ বাংলাদেশে একটি কমিউিনিটি টিভি স্থাপনের খরচ ১ কোটি টাকার বেশি হবে না৷ বজলুর রহমান জানান, নেপালের লুম্বিনি কমিউনিটি টিভি ১৮ ঘণ্টা অনুষ্ঠান এবং সংবাদ প্রচার করে৷ তারা ৩৯ জন কর্মী, ৬টি ক্যামেরা এবং ১টি স্টুডিও-র মাধ্যমে কাজ করে৷ এর ৯০ ভাগ খরচ উঠে আসে বিজ্ঞাপন এবং অন্যান্য খাত থেকে৷ আর ১০ভাগ তারা আয় করে তাদের প্রোডাকশন হাউস থেকে৷ বজলুর রহমানের মতে, বাংলাদেশেও এটি সম্ভব৷

তিনি জানান, দু'ভাবে কমিউিনিটি টিভি চালু করা যায়৷ কেবেল এবং টেরিস্ট্রিরিয়ালের মাধ্যমে৷ প্রথম দিকে তারা কেবেল অপারেটরদের কেবেলর মাধ্যমে শুরু করতে চান এই সম্প্রচার৷ সরকার তাতে সম্মতও হয়েছে৷ জানা গেছে, ৩০ কি.মি. এলাকার মধ্যে এর সম্প্রচার সীমাবদ্ধ থাকবে৷ প্রঙ্গত, কমিউনিটি রেডিও-র সম্প্রচার এলাকা ৩০ কি.মি.৷

বজলুর রহমান জানান, একটি নয় কমিউনিটি রেডিও-র মতোই একাধিক কমিউিনিটি টিভি চালু করতে চান তাঁরা৷ এবং সেটা হবে উপকূলীয় এলাকাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য৷ কমিউনিটির লোকজনই তা পরিচালনা করবেন৷ এ জন্য দেয়া হবে প্রশিক্ষণ৷ কমিউনিটির চাহিদাকে সামনে রেখেই অনুষ্ঠান এবং তথ্য প্রচার করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ