কমিউনিস্ট শাসনামলের বুজলুদজা নিয়ে বুলগেরিয়ার পরিকল্পনা
04:31
This browser does not support the video element.
প্যানোরামাবুলগেরিয়া
১০ অক্টোবর ২০২৫
১৯৮৯ সালে বুলগেরিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে৷ তার আগে দেশটিতে কমিউনিস্ট পার্টির শক্তিকে মহিমান্বিত করতে ৬০ মিটার ব্যাসের একটি অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, যার নাম বুজলুদজা৷ সমাজতন্ত্রের অবসানের পর এটির গুরুত্ব কমে যাওয়ায় এটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে৷ তবে বছরের একবার সেখানে পার্টি করতে জড়ো হন তরুণেরা৷ এছাড়া এটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও করা হচ্ছে৷