1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা শেখার সহজ পথ

২৬ জুলাই ২০১৩

ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা বা পারিবারিক কারণে অনেককেই নতুন ভাষা শিখতে হয়৷ কিন্তু ক্লাসে গিয়ে ঠিকমতো শেখার সময় বা সুযোগ অনেকেরই নেই৷ সেই সমস্যা মেটাতেই আসরে নেমেছে এক জার্মান সফটওয়্যার৷

ছোট্ট এলিয়ট ডেনিশ ভাষা শিখেছে, এবার তার বাবা হান্স রাফাউফ-এর পালা৷ সঙ্গে আছে মুশকিল আসান সফটওয়্যার৷

হান্স-এর স্ত্রী কোপেনহেগেন-এর মেয়ে৷ মা নিজের ছেলের সঙ্গে ডেনিশ ভাষায় কথা বলেন৷ হান্স-ও তাদের সঙ্গে কথা বলতে চান৷ তাই ভাষা শেখার সফটওয়্যার ‘বাবেল' ব্যবহার করছেন হান্স৷ মাসে ১০ ইউরো দিলে যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করা যায়৷ সফটওয়্যারই শব্দ শেখায়, উচ্চারণ শুধরে দেয়৷ তিনি বললেন, ‘‘বাবেল বেশ ভালো৷ যখন খুশি, যেখানে খুশি শেখা যায়৷ অন্য কেউ আমাকে বলে দেয় না, কখন শিখতে হবে৷ ভাষা শেখার অন্যান্য সফটওয়্যারের তুলনায় খরচও কম৷ তাছাড়া বার্লিনের একটি ছোট কোম্পানি যে ভাষা শিক্ষার জগত দখল করছে, এটা ভেবেই আমার বেশ ভালো লাগে৷''

‘বাবেল' সংস্থায় মোট ১৩টি ভাষা শেখানোর ব্যবস্থা আছে৷ ইংরিজি, স্প্যানিশ ও ফরাসি তো বটেই, আছে বাহাসা ইন্দোনেশিয়া, তুর্কি ও ডেনিশের মতো ভাষাও৷

তবে ভাষা শেখার সফটওয়্যার ডিজাইন করা মোটেই সহজ নয়৷ বিশেষ করে প্রবাদ-প্রবচন শেখানো বেশ কঠিন৷ সংস্থায় ইটালিয়ান ভাষাশিক্ষারর দায়িত্বপ্রাপ্ত কর্মী বারবারা বাইসি বলেন, ‘‘ইটালিয়ান ভাষায় যেমন বলে, ‘চোখের উপর হ্যাম'৷ অথচ জার্মানে আমরা বলি, ‘চোখের উপর টমেটো'৷ ছবির মাধ্যমে আমরা এই তফাত তুলে ধরতে চেয়েছিলাম৷ আমি নিজেই চোখের উপর হ্যাম লাগিয়ে ছবি তোলালাম৷ ইটালিয়ান শিখতে গেলে আমাদের সাইটেই সেই ছবি দেখতে পাবেন৷ যেখানে খাবার-দাবারের প্রসঙ্গ আছে, সেখানে৷''

‘বাবেল' থাকায় সুবিধা হয়েছে হান্স রাফাউফ-এর

১৯টি দেশের প্রায় ১৮০ জন কর্মী বাবেল-এ কাজ করেন৷ প্রতি সপ্তাহেই নতুন একজন সংস্থায় যোগ দেন৷

মার্কুস ভিটে ২০০৭ সালে ‘স্টার্টআপ' কোম্পানিটি চালু করেন৷ বর্তমানে ১ কোটি ৬০ লক্ষেরও বেশি গ্রাহক তাদের সফটওয়্যার ব্যবহার করছেন৷ আরও সম্প্রসারণের লক্ষ্যে মার্কুস অ্যামেরিকায় একটি কোম্পানি অধিগ্রহণ করেছেন৷ তিনি বললেন, ‘‘বাজার ফুলে-ফেঁপে উঠছে৷ আসল প্রশ্ন হলো, সেই বাজারে কার কী বিশেষ জ্ঞান রয়েছে৷ সিলিকন ভ্যালি বা সান ফ্রানসিস্কোর ‘প্লে-সে' নামের যে কোম্পানিটি আমরা অধিগ্রহণ করেছি, তারা প্রায় পাঁচ বছর ধরে ‘মোবাইল লার্নিং'-এর ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছে৷ এটাই ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ – বাজার সম্পর্কে জ্ঞান ও সেই বাজারে পা রাখার সুযোগ৷''

বাবেল-এর সৃষ্টিকর্তা অ্যামেরিকার বাজারও দখল করতে চান৷ জার্মানিতে নাকি তারা এর মধ্যেই শীর্ষ স্থানে পৌঁছে গেছে৷ যে সব প্রকাশক বই ও সিডি দিয়ে ভাষা শেখানোর চেষ্টা করে আসছে, বাবেল তাদের মোটেই প্রতিপক্ষ হিসেবে দেখে না৷ নতুন ‘স্টার্টআপ' কোম্পানিগুলির সঙ্গেই তাদের প্রতিযোগিতা৷ মার্কুস আরও বললেন, ‘‘অনেক সংস্থাই বাজারে পা রেখেছে৷ বিনিয়োগকারীদের কৌতূহলও বাড়ছে৷ অর্থাৎ মূলধনের তেমন অভাব নেই৷ অনেক কিছুই ঘটবে, তবে আপাতত আমাদের নিজস্ব পথ তৈরি করে নিতে হবে৷''

হান্স রাফাউফ ও তাঁর পরিবার কিছুকাল কোপেনহেগেন-এ বসবাস করতে চান৷ হান্স তাঁর নিজের ইন্টারনেট কোম্পানি সেখানে বসেই চালাতে পারেন৷ তিনি বললেন, ‘‘বাবেল আমাকে একেবারে ‘কমার্শিয়াল' পর্যায়ের ভাষা শিখিয়ে দেবে, এতটা আমি আশা করি না৷ আসলে ভাষা শেখার কোর্স করে নিখুঁতভাবে শেখার প্রত্যাশাই ঠিক নয়৷ মোটামুটি কথা চালানোর মতো ভাষা শেখাই যথেষ্ট৷ তারপর সেখানে পৌঁছে বাকিটা না হয় শেখা যাবে৷''

এলিয়ট একাই আইসক্রিম অর্ডার দিতে পারে৷ তার বাবাও ডেনিশ ভাষায় এতটুকু বলতে শিখে গেছে৷ তবে সেখানে চাকরি করতে হলে হান্স-কে আরও অনেকটা ডেনিশ শিখতে হবে৷

এসবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ