1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

কম্বোডিয়ায় ‘সাইবার জালিয়াতিতে যুক্তদের’ উদ্ধার করছে ভারত

১ এপ্রিল ২০২৪

ভারত সরকার বলেছে, চাকরির প্রলোভন পেয়ে কম্বোডিয়ায় গিয়ে সাইবার জালিয়াতিতে যুক্ত হতে বাধ্য হওয়া নাগরিকদের উদ্ধার করছে তারা৷

কম্পিউটারে একজনের প্রোগ্রামিং কোড ভাঙার চেষ্টার প্রতীকী ছবি
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কম্বোডিয়ায় প্রায় পাঁচ হাজার ভারতীয় নিজ দেশের মানুষদের সঙ্গে সাইবার জালিয়াতিতে বাধ্য হচ্ছেনছবি: Pond5 Images/IMAGO

কম্বোডিয়ায় ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কাজ করছে৷ এ পর্যন্ত প্রায় আড়াইশ' জনকে উদ্ধার করে ভারত ফেরত পাঠানো হয়েছে৷

শনিবার এ বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান৷ সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কম্বোডিয়ায় প্রায় পাঁচ হাজার ভারতীয় আটকে পড়েছেন এবং তারা নিজ দেশের মানুষদের সঙ্গে সাইবার জালিয়াতি করতে বাধ্য হচ্ছেন৷ 

ভারতে সাইবার অপরাধের বিস্তৃত জাল

13:07

This browser does not support the video element.

জয়সওয়াল এই খবরের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলেন, ‘‘আমরা কম্বোডিয়ার কর্তৃপক্ষ এবং ভারতের এজেন্সিগুলির সাথে মিলে এই প্রতারণামূলক স্কিমগুলির জন্য দায়ীদের দমনে কাজ করে যাচ্ছি৷''

মুখপাত্র বলেন, ভারত সরকার ও কম্বোডিয়ায় তার দূতাবাস প্রবাসী ভারতীয়দের এই ধরনের কেলেঙ্কারি সম্পর্কে অবহিত করে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ