1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ব্যাংকারের জেল

২ জুন ২০২১

জার্মানির এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে সাড়ে পাঁচ বছরের জেল দেয়া হয়েছে৷ ইউরোপের বিভিন্ন দেশকে প্রায় পাঁচ লাখ ৬৯ হাজার কোটি টাকা ক্ষতির মুখে ফেলা ‘কম-এক্স' কর ফাঁকি কেলেংকারিতে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়৷

Thema CumEx-Steuerbetrug | Bank M.M. Warburg & Co | Filiale in Hamburg 2004
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

ব্যক্তিগত গোপনীয়তার কারণে জার্মানির বন শহরের আদালত ঐ কর্মকর্তার নাম প্রকাশ করেনি৷ তবে তিনি জার্মানির বেসরকারি ব্যাংক এমএম ভারবুর্গে কাজ করতেন৷ কর ফাঁকি দিয়ে আয় করা এক কোটি তিন লাখ টাকাও তাকে ফেরত দিতে বলা হয়েছে৷ অবশ্য এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন৷

‘কম-এক্স' কর ফাঁকির বিষয়টা এমন: কোনো কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার দিন ও তার কিছু আগে-পরে কয়েকজন মিলে নিজেদের মধ্যে ঐ কোম্পানির শেয়ার দ্রুত লেনদেন করেন৷ এর মাধ্যমে তারা যে কর কখনও দেননি, তার উপরও রিটার্ন পেয়ে থাকেন৷ পরে নিজেদের মধ্যে ঐ টাকাটা ভাগ করে নেন তারা৷ আইনের একটি ফাঁক কাজে লাগিয়ে জেনেশুনেই এভাবে লাভবান হতেন বিনিয়োগকারীরা৷ এতে ক্ষতি হত সরকারের৷ যেমনটা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের সরকারের৷ ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ ৬৯ হাজার কোটি টাকা৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জার্মানির- প্রায় ৫৭ হাজার কোটি টাকা৷

২০১২ সালে জার্মানি আইনের ঐ ফাঁক বন্ধ করে দেয়৷ আদালত বলেছে, ঐ ব্যাংক কর্মকর্তা অবৈধ জেনেও ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত চলা কর লেনদেনের বিষয়টি গোপন রেখেছেন৷

২০১৭ সালে প্রথম ‘কম-এক্স' কর ফাঁকি কেলেংকারির বিষয়টি ধরা পড়ে৷

কেলেংকারির সঙ্গে জড়িত সন্দেহে সাম্প্রতিক সময়ে জার্মানির ডয়চে বাংক, কমার্ৎসবাংক ও ফ্রাংকফুর্টের আর্থিক প্রতিষ্ঠান ক্লিয়ারস্ট্রিমের একটি সাবসিডিয়ারিতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়৷

‘কম-এক্স' কেলেংকারির ঘটনায় এই প্রথম কাউকে কারাদণ্ড দেয়া হলো৷ এর আগে গত বছর মার্চে বন শহরের আদালত একই অভিযোগে দুজন ব্রিটিশ সাবেক ইনভেস্টম্যান্ট ব্যাংকারের বিরুদ্ধে স্থগিত রায় দিয়েছিল৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ